![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি যে করি ভেবে মরি উড়াই স্বপ্নের নীল ঘুড়ি, যেখানে নেই কোন সিমান্ত হয়ে গেছি আমি এক উদভ্রান্ত।
ছোট্ট পাখির ছানা
উড়তে তার মানা,
গাইছে দুখের গানা
খাচ্ছে নাতো খানা।
চুপটি করেই ছানা
মায়ের বুকে হানা
উড়তে কেন মা মানা?
আমার আছে ডানা!
শক্ত হয়নি ডানা
বুঝলি বোকা ছানা,
আকাশ হবেই জানা
থাকবে নাতো মানা।
২.৩০, দুপুর, ০৬.০৪.২০১৫, ঢাকা
#আমার প্রিয় সাবিব ভাই ও ওনার মেয়ে হামিদা।
##আমার এই ছড়াটি প্রিয় ছোট সোনামণি হামিদাকে উৎসর্গ করলাম। কারণ এই লিখাটির শুরু ওকে নিয়েই। আমি হামিদাকে সবসময় বলতাম-
"ছোট্ট পাখির ছানা,
উড়তে তার মানা।"
সোনামণি হামিদা অনেক অনেক বড় হও, এই দোয়া করি।
##পাখি আর ছানার ছবি গুগলি মামা।
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪০
যাযাবর৮১ বলেছেন:
প্রিয় হাসান ভাই আপনাকে সবসময় যেন কাছে পাই।
এ দিল খুব খুশ হুয়া
প্রাণ থেকে করি দুয়া
২| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৪
শায়মা বলেছেন: বাহ বাহ বাহ !!
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৩
যাযাবর৮১ বলেছেন:
বাহ বাহ বাহ !!
কি আনন্দ
আহারে আহারে আহ!!
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫০
শতদ্রু একটি নদী... বলেছেন:
সুন্দর হইছে। শুভকামনা রইলো।
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৩
যাযাবর৮১ বলেছেন:
কেয়া বাত শুভ রাত
আজ শাম তবঃ নাম
প্রার্থণা সাথে
সৌরভে সুরভি
বিকশিত হোক
দিকে দিকে।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
৪| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৫
মনিরা সুলতানা বলেছেন: দুইশত তম পোষ্টের জন্য অভিনন্দন
চমৎকার ছবি আর ছড়া ...
শুভ কামনা
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩০
যাযাবর৮১ বলেছেন:
আপনার আগমনে আমি হয়েছি যে ধন্য
লিখে যাবো আরো বেশী সকলের জন্য
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৯
সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
যাযাবর৮১ বলেছেন:
ভালো থাকবেন
মনে রাখবেন।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
৬| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা । অভিনন্দন ।
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৮
যাযাবর৮১ বলেছেন:
প্রিয় সেলিম আনোয়ার ভাই আছেন কেমন?
আপনাকে পেয়ে খুব ভাল লাগল।
অনেক দিন পরে আবার ফিরে এলাম।
আশা করি আবার নিয়মিত হবো।
আমার জন্যে দোয়া করবেন
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
৭| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৫
আরণ্যক রাখাল বলেছেন: ছবিটা অসাধারণ।
হামিদার জন্য শুভকামনা।
ছড়াটা অনেকদিন পড়িনি। ধন্যবাদ আবার ছড়াটা পড়িয়ে নেয়ার জন্য
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৪
যাযাবর৮১ বলেছেন:
আপনার মন্তব্যে আমি খুব অবাক হয়েছি!!!!!!!
আমার বোধগম্য হয়নি, আপনি এই ছড়া আগে কোথায় পড়েছেন?
কারণ এই লিখাটির জন্ম অধমের হাতে। লিখাটির সময় ২.৩০, দুপুর, ০৬.০৪.২০১৫, ঢাকা।
আমার জানা মতে আমি কারো লিখা কখনো নকল করিনা। অনিচ্ছা সত্বেও হয়তো কারো লিখার সাথে আমার লিখা অতি সামান্য মিল পেতে পারেন। সেটা কাকতালীয় ভাবে হতে পারে। আমি সৃষ্টিতে বিশ্বাসী। আশা করি ভুল বুঝবেন না।
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৮
আরজু পনি বলেছেন:
দুইশততম পোস্টের জন্যে অভিনন্দন রইল, যাযাবর।
আশা করি ব্লগে নিয়মিত হবেন ।
শুভকামনা জানবেন।
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩২
যাযাবর৮১ বলেছেন:
প্রিয় আরজুপনি আপুনি আছেন কেমন?
আপনাকে পেয়ে খুব ভাল লাগল।
আশা করি আবার ব্লগে নিয়মিত হবো।
আমার জন্যে দোয়া করবেন।
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
৯| ১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৩
কলমের কালি শেষ বলেছেন: শুভ কামনা অশেষ ।
১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪০
যাযাবর৮১ বলেছেন:
শুভ কামনা অশেষ
ভাল লাগায় বিশেষ
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৭
হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো।