![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি যে করি ভেবে মরি উড়াই স্বপ্নের নীল ঘুড়ি, যেখানে নেই কোন সিমান্ত হয়ে গেছি আমি এক উদভ্রান্ত।
আমি যে আমার আমিকে
বড্ড ভালবাসি,
ভুলে গেছি আমি তোমার
কটাক্ষ হাসি।
নতুন দিনের স্বপ্ন
অন্তহীন চলা,
মুক্ত প্রাণের বন্যা
শূন্যতাকে ভোলা।
সময় তাই ছুটছে আবার
ছুটছে রাত দিন,
আমার ভুবনে আমি আজ
হচ্ছি বল্গাহীন।
৬.৩০, সন্ধ্যা , ০১.০৬.২০১৫, ঢাকা
## ছবি গুগলি
০২ রা জুন, ২০১৫ রাত ৮:১৯
যাযাবর৮১ বলেছেন: শুভকামনা রইলো হাসান ভাই..
ভাল থাকুন খুব................
২| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:৩৫
লেখোয়াড়. বলেছেন:
মুক্ত প্রাণের বন্যা
শূন্যতাকে ভোলা।
................. ইচ্ছে করলেই কি শূণ্যতাকে ভোলা যায়?
ভাল লাগল।
০২ রা জুন, ২০১৫ রাত ৮:২১
যাযাবর৮১ বলেছেন: ভাল বলেছেন....................
শুভকামনা রইলো আপনার প্রতি
ভাল থাকুন খুব................
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:৩২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো কবি।