![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি যে করি ভেবে মরি উড়াই স্বপ্নের নীল ঘুড়ি, যেখানে নেই কোন সিমান্ত হয়ে গেছি আমি এক উদভ্রান্ত।
অবশেষে হলোরে হলোরে জয়
আমরা করি না আর যে ভয়,
বিজয় তো প্রাপ্য পাওয়া
জয় জাতির তপ্ত চাওয়া।
দেখিয়ে দিতে চাই কথায় কাজে
চারদিকে উল্লাসের বাজনা বাজে,
স্বোপার্জিত বিজয়ের তাজ
বাংলাদেশ জেগেছে আজ।
১১.০০ রাত, ২১.০৬.২০১৫, ঢাকা।
# ছবি গুগলি
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৫ রাত ১১:২৫
[ ওঁরাও মাহাতো ] বলেছেন: সাবাস বাংলাদেশ।