![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি যে করি ভেবে মরি উড়াই স্বপ্নের নীল ঘুড়ি, যেখানে নেই কোন সিমান্ত হয়ে গেছি আমি এক উদভ্রান্ত।
কেন প্রিয়া লাগে না ভাল
সব কেন আঁধার কালো ?
পাঠিয়ে দিলাম ভেজা কদমের গন্ধ
তবুও প্রিয়া চোখ কেন গো বন্ধ ?
ভিজে যাওয়া বৃষ্টিতে ভিজুক প্রাণ
শান্তির শান্ত ধারা যেন বহমান,
খুলো খুলো চোখ খুলো দেখো প্রিয়া দেখো চেয়ে
ঐ বাতাস বয়ে যায় তব বিজয়ের গান গেয়ে।
# ছবি গুগল
১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩
যাযাবর৮১ বলেছেন: যাযাবর বলে কথা!!! .....হা হা হা হা হা..................................
ভাল থাকুন......শুভকামনা সতত
২| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪
আরজু পনি বলেছেন:
ছন্দে ছন্দে আবার আপনার দেখা পেলাম...
ভালো লাগা রইল, যাযাবর ।
১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৭
যাযাবর৮১ বলেছেন: ছন্দে ছন্দে মন আনন্দে
ফুলের গন্ধে রাঙ্গিয়ে ফাগুন
দিলো কে উঁকি জ্বালিয়ে আগুন!
................ভাল থাকুন......শুভকামনা সতত
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪
মাহবুবুল আজাদ বলেছেন: খুলো খুলো চোখ খুলো দেখো প্রিয়া দেখো চেয়ে
ঐ বাতাস বয়ে যায় তব বিজয়ের গান গেয়ে।
বেশ চমৎকার লিখেছেন।
এখন কি নিয়মিত হবেন নাকি আছি নাই কন্ডিশন। ভাল থাকবেন সুপ্রিয় যাযাবর ভাই।