![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি যে করি ভেবে মরি উড়াই স্বপ্নের নীল ঘুড়ি, যেখানে নেই কোন সিমান্ত হয়ে গেছি আমি এক উদভ্রান্ত।
আজ মনের কোনে
বাজছে কেবল সুর,
সেই সুরের টানে
যাচ্ছি অনেক দূর।
মন হারানো গানে
তোমায় কাছে আনে,
দিন ফুরিয়ে দিনে
কাটে না তোমায় বিনে।
এসো প্রাণের পাখি
অনেক পথ যে বাকি,
হাতে পড়িয়ে রাখী
দু'জন মিলেই থাকি।
হই এবার সুখী
দিবই আঁধার রুখি,
না পেলেই দুখী
আয়রে চন্দ্রমুখী।
১১.০১.২০১৬, রাত ৭.০০, ওজন পার্ক, নিউ ইয়র্ক।
# ছবি গুগল
১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫০
যাযাবর৮১ বলেছেন: আপনাকেও শুভ সকাল.....
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহমন
২| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪০
মাহবুবুল আজাদ বলেছেন: হই এবার সুখী
দিবই আঁধার রুখি,
না পেলেই দুখী
আয়রে চন্দ্রমুখী।
বাহ বাহ কি চমৎকার।
১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫২
যাযাবর৮১ বলেছেন:
ভাইজান আমার বড্ড ভালা
দূর হইয়া যাক আঁধার কালা
৩| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Hi!
১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৮
যাযাবর৮১ বলেছেন: hi
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৩
সাদা মনের মানুষ বলেছেন: বেশ সুন্দর সাবলীল, শুভ সকাল