নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
বাবার প্রতি কবিতা
- জসিম উদ্দিন জয়
পূর্বে উঠে রবি পশ্চিমে ডুবে যায়
উঠে চাঁদ আকাশে পৃথিবীর মায়ায়,
বেঁচে আছি সুখে আছি যার ছায়ায়
বাবা, কতদিন দেখি না তোমায়।
মেঘগুলো উড়ে সীমানা ঘিরে
সন্ধ্যের পাখিরা নীড়ে যায় ফিরে,
হারায় স্বপ্নের ভিড়ে যাকে ঘিরে
বাবা, তুমি আজ কেন এত দূরে।
আসমান জুড়ে মেঘের ডাকে
যেথায় পাখি উড়ে ঝাঁকে ঝাঁকে,
খুঁজি যাকে কাজের ফাঁকে ফাঁকে
জানিনা বাবা, আজ কোথায় থাকে।
রাতের শেষে দিন আসে
ভোরের আলোয় সূর্য হাসে।
হঠাৎ বৃষ্টি টাপুর টুপুর
ঘাটে একলা মেঘলা দুপুর।
চোখের জলে ভাসছে পুকুর
বাবাটা, আজ কোন সূদুর ?
বর্ণালি ক্ষেতে সেনালি ধান
যেথায় বসন্তের পাখি গায় গান।
আসমানের রবি আজ মেঘের ছায়ায়
অনেক বড় হবি বলেছিলে আমায়,
বাবা, কতদিন দেখি না তোমায়।
২| ২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৩| ২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
আমিও বলি
বাবা আজ তুমি হারালে কোথায়
কতোদিন দেখিনা তোমায় ।
৪| ২৩ শে মার্চ, ২০২৩ রাত ১২:২৪
ইফতেখার ভূইয়া বলেছেন: বাবাকে-ই মনে পড়ে।
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২১
বাকপ্রবাস বলেছেন: আমার ছোট বোন মাকে বেশি সময় পায়নি, বাবা চলে যাবার পর সে অনেক কষ্টে আছে, প্রায়ই পোষ্ট লিখে মা বাবাকে নিয়ে, স্বল্প স্মৃতিগুলো হাতড়ে বেড়ায়