নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার তৃষ্ণার জল!

বেনামি মানুষ

কেউ না

বেনামি মানুষ › বিস্তারিত পোস্টঃ

হাসতে জানলে পৃথিবী উদ্ধার

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৩

হাসি হলো বিশ্ব দখলের সবচে বড় হাতিয়ার।
প্রতিদিন একটু একটু করে সুন্দর করে হাসার চেষ্টা করে করে একদম দক্ষ হয়ে যান।
হাসলে আপনারই লাভ।

রামগরুড়ের ছানার মতো থাকবেন না।
তাদের হাসতে মানা হলেও আপনার হাসতে মানা নাই।
হাসুন





হাসলে আপনার প্রতি লোক সদয় হবে।



হাসলে আপনি ভালো থাকবেন।



হাসলে আপনার মন ভালো থাকবে।



হাসলে আপনাকে সুদর্শন দেখাবে।



হাসলে আপনার বন্ধুসমাজে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে।



হাসলে আপনার চারপাশের শত্রু কমে আসবে।




হাসলে আপনার ব্যক্তিত্ব বাড়বে।



পরিমিত, সুন্দর, এবং প্রাণখোলা হাসি হাসুন।



ছবিসূত্র: অন্তর্জাল ও ফেসবুক

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: মানুষের হাসিমুখ আমার সব সময় ভালো লাগে। বিশেষ করে শিশুদের হাসি।
স্বচ্ছ পবিত্র।

আমি হাসতে চাই। কোনো কিছুতেই আমার হাসি আশে না। কেন?

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩২

বেনামি মানুষ বলেছেন: যদি আমি বলি তবে বলবো আপনি চেষ্টাই করছেন না।



আপনি চেষ্টা করে দেখুন সত্যিই হাসতে পারবেন।
হাসুন, হাসি আসবে।

২| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: হাসি মুখের আরও সুন্দর ছবি দিলে ভাল হতো। সবার মুখে হাসি ফুটে উঠুক।

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯

বেনামি মানুষ বলেছেন: সবাই হাসুক।

৩| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০১

শেয়াল বলেছেন: নেড়নেড়ে হাসি হাসলে মন্ত্রী হওয়া যায় :P


পোস্ট মজারু =p~

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১১

বেনামি মানুষ বলেছেন: শেয়াল বলেছেন: নেড়নেড়ে হাসি হাসলে মন্ত্রী হওয়া যায়



আপনি মন্ত্রি হোন, পরে আমাদের জন্য হাসি চর্চা কেন্দ্রের ব্যবস্থা কে দিয়েন।

অথবা আইন করে সবার হাসতে হবে এরকম ব্যবস্থা করে নিয়েন। তবে নিজের পদ সামলে! :P

৪| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: আমার ছবি কই !!! ;)


=p~

২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০২

বেনামি মানুষ বলেছেন: আপনার ছবিগুলো আমার খুব পছন্দের তাই পাবলিশ করে দেই নি। :)
আমার ব্যক্তিগত কালেকশনে রেখে দিছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.