নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
কবিতা ইয়াবার চাইতেও বেশি মাদকতাপূর্ণ। আমি ২৬ বছর ধরে কবিতা লিখি। ১৪ টি গ্রন্থ আছে। আমার অনেক কবিতাই প্রেমময় আর ইয়াবার চাইতেও ঢের বেশি মাদকতাময়। এ জন্য আমারও একদিন ক্রসফায়ার হয়ে যেতে পারে। আমি এক সময় ছাত্ররাজনীতি করতাম, তুখোড় ছাত্রলীগের নেতা (একটি ইউনিটের সভাপতি এবং কলেজ সংসদের জিএস প্রার্থী) ছিলাম।
(ছবিতে মতিয়া চৌধুরী, আইভি রহমান, সাহারা খাতুন, মুন্নজান সুফিয়ান, এনাদের সাথে (টাই পরা) আমি)
সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, আইভি রহমান, সাহারা খাতুন, মুন্নজান সুফিয়ান, এনাদের সাথে আমার দারুণ সখ্যতা ছিলো, আছে। জননেত্রীর সাথেও আমার ২/১ বার কথা হয়েছে। টুঙ্গিপাড়ায় তাঁর পায়ে সালাম করেই আমার ছাত্ররাজনীতির সূচনা হয়েছিলো ১৯৯০ সালে। আমার বাবা ভাষাসৈনিক এবং জাতীয় সম্মানপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সরকারী মুদ্রণালয়ের শ্রমকল্যাণ অফিসার, শ্রমিকলীগের সভাপতি এবং সিবিএ সভাপতি ছিলেন, তখন বঙ্গবন্ধুর সাথে বাবার খুব সখ্যতা ছিলো। আমার মননে বঙ্গবন্ধু, রক্তে বহে মুক্তির চেতনা আর অন্তরে সদা জয়বাংলা প্রবাহমান। এতকিছুর পরেও আমি নৈতিকভাবে ক্রসফায়ারকে সমর্থন করি না। দেশকে মাদকমুক্ত করার অনেক উপায় আছে, অনেক প্রিভেনশন স্ট্রেটেজি আছে, মাদকে আজ দেশ সয়লাব। আমি দুচোখে অন্ধকার দেখছি। পাশাপাশি একজন অপরাধীরও আইনি সহায়তা পাবার এবং আত্মপক্ষ সমর্থনেরও অধিকার আছে।
০২ রা জুন, ২০১৮ রাত ১১:০৯
জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ গুরু
২| ০২ রা জুন, ২০১৮ রাত ১১:১১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লাকী ভাই খবর ভালো?
ছাত্র রাজনীতি আমিও টুবটাক করেছি!
@"একজন অপরাধীরও আইনি সহায়তা পাবার এবং আত্মপক্ষ সমর্থনেরও অধিকার আছে।"
--১০০% সহমত।
৩| ০২ রা জুন, ২০১৮ রাত ১১:১২
কাইকর বলেছেন: একমত ভাই
৪| ০২ রা জুন, ২০১৮ রাত ১১:১৫
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার যেটুকু দক্ষতা, এতে এত কিছু সামাল দিতে পারের কথা নয়; সেজন্য বেগম জিয়া ও বেগম জিয়ার মিলিটারীর হত্যা পদ্ধতি শেখ হাসিনা অনুসরণ করছেন।
ছাত্রলীগের লোকজন কবিতা লিখতে পারে? এটা নিশ্চয় ৮ম বিস্ময়!
৫| ০২ রা জুন, ২০১৮ রাত ১১:১৬
চাঁদগাজী বলেছেন:
সাজেদা চৌধুরীর সাথে? উনি ডাকাত, জন্ম দিয়েছে ডাকাত!
৬| ০২ রা জুন, ২০১৮ রাত ১১:২৪
আমিনভাই বলেছেন: ছাত্রলীগের লোকজন কবিতা লিখতে পারে? এটা নিশ্চয় ৮ম বিস্ময়!
sondor bolechen chadgazi bai.
oneker vitor oni valo manosh bolei mone hochchhe.
৭| ০২ রা জুন, ২০১৮ রাত ১১:৪৬
কাওসার চৌধুরী বলেছেন: লাকী ভাই, আপনার ১৪টি কবিতার বই বের হয়েছে জেনে ভাল লাগল। কনগ্রেচুলেশন। আপনার কবিতা পড়ার অপেক্ষায় রইলাম। শুভ কামনা রইলো লাকী ভাই।
৮| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: হুম। ঠিক।
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০১৮ রাত ১১:০৪
সনেট কবি বলেছেন: সহমত নেতা।