নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৃত্তের ভিতরে বন্দী আমি ....!

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

জেরী

"কাউকে ব্লক করা হবেনা। যার ভালো লাগে মন্তব্য করবেন.....না লাগলে নিদেনপক্ষে মাইনাস দিয়ে চলে যাবেন"

জেরী › বিস্তারিত পোস্টঃ

সামুকে ভালোবাসি ♥

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮

পাশের বাড়ীর কুকুরের তিনটা বাচ্চা হলো পরে অনেকে দেখতে গেল।বাচ্চা দেখে ফিরে আসার পরে জনৈক ব্যক্তি 'ক','খ' আর 'গ' কে প্রশ্ন করলো কে কি দেখে আসলো। একই প্রশ্নের উত্তর তিন রকম আসলো.....



'ক' বললো -"চারটা সুন্দর সুন্দর কুকুরের বাচ্চা হয়েছে"



'খ' বললো -"চারটা কুকুরের বাচ্চার মধ্যে দুইটার গায়ের রং সাদা-কালোর মিক্সড আর বাকি দুইটা সাদা-বাদামীর মিক্সড"



শেষে 'গ' বললো -" দুইটা বাচ্চা ছেলে আর দুইটা বাচ্চা মেয়ে তবে ছেলে কুকুর বাচ্চার কানে দাগ আছে"



--------------------------------------------------------------------------এবার দু:খের কথা বলি। নিজের জন্মদিনেও এত আনন্দ পেতাম না যতটা না ব্লগ-বার্থডেতে আনন্দ লাগত। ব্লগে এসে দেখি পাঁচবছরের বুড়ি হয়ে বসে আছি। সেই সকাল থেকে লগ ইন হয়ে বসে আছি ভিজিটর লিস্টে প্রথম হলেই স্কীনশর্ট নিয়া পোস্ট দিবো। একবার দেখলাম তৃতীয় হইলাম,কি জানি একটা কাজে অন্য ডেস্কে গেলাম ফিরে এসে দেখি সপ্তম হয়ে বসে আছি :(( সকাল থেকে এভাবে বসে থাকতে দেখে পাশ থেকে



একজন বললো-"আজাইরা কাম"



দ্বিতীয় একজন বললো-"হুরর,মন দিয়া কাজ করেন"



আরেকজন বললো-"সারাদিন বসে থাকেন ,একবার না একবার প্রথম হবেন-ই"



সবশেষে আমি মনে মনে বলি-"সারাবছর পোস্ট না লিখলে ও ব্লগে নিজের বর্ষপূর্তিতে সবাইরে জানান দিয়ে পোস্ট লিখে কত মজা পাই তারা বুঝবেনা"



একেকজনের বিবেচনাবোধ একেকরকম। কারো কাছে ব্লগটা টাইমপাসের,কারো কাছে আজাইরা কাজ কিন্তু আমার কাছে ব্লগটাকে বিনোদনের অন্যতম মাধ্যম মনে হয়। এই মায়া আর ভালোবাসা নিয়েই ব্লগিং করে গেছি। ব্যস্ততার জন্য আজ আর ঐভাবে ব্লগে আসা হয়না,কিন্তু সামুর জন্য ভালোবাসা আগের মতই অটুট আছে এটা অনস্বীকার্য!

মন্তব্য ৪৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: বর্ষপূর্তির তো ১ সপ্তাহ চলেই গেল :(

এনিওয়ে , অনেক অনেক শুভেচ্ছা রইল !:#P !:#P !:#P

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৩

জেরী বলেছেন: ধন্যবাদ ভাই:) আগে নাচানাচি করে পোস্ট দিতাম এখন বয়স হইছে তো মনে থাকেনা। স্মরণশক্তি বেইমানি করে আর কি

২| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৭

আমিনুর রহমান বলেছেন:


বর্ষপূর্তির শুভ কামনা রইল।

২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৫

জেরী বলেছেন: শুভকামনার জন্য অনেক ধন্যবাদ ভাই :)

৩| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৮

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: শুভেচ্ছা জানাতে লগ ইন করলাম, পুরানো দিনের কাউকে তো আজকাল খুজে পাওয়া যায় না

২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৫

জেরী বলেছেন: আমি তো মাঝে অনেকটা দিন পাসই ভুলে গেছিলাম :((

৪| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৩

ম্যানিলা নিশি বলেছেন:

হায় হায় পাঁচ বছরেই বুড়ি, আমি তাইলে মাত্র যৌবনে পা রাখলাম মনে লয়।

২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৭

জেরী বলেছেন: একটানা পাঁচ বছর ব্লগিং করাটা বুড়া বুড়াই লাগে। একটা সময় সবাই খুব উৎসাহ নিয়ে শুরু। পরে ব্যস্ততার চাপে ব্লগিং এর উৎসাহের ভাটাও পরে

৫| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৩

মুরাদ-ইচছামানুষ বলেছেন:
শুভ বর্ষপূর্তি।

২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৮

জেরী বলেছেন: শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ @মুরাদ-ইচছামানুষ

৬| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

আরিফ রুবেল বলেছেন: আপনাকে ব্লগীয় উপদেষ্টা পরিষদে মনোনয়ন দেয়ার তীব্র দাবী জানাই !

B-) B-) B-)

২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:২০

জেরী বলেছেন: এই আবেদনের দাবী পূরণ না হলে কিন্তু ভাই টানা হরতালের কর্মসূচী দিবেন ভাই। মনে না থাকলে আমিই আপনারে মনে করাইয়া দিব :P

৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৬

মুনসী১৬১২ বলেছেন: শুভেচ্ছা

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৫

জেরী বলেছেন: ধন্যবাদ ভাই :)

৮| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৯

হাসান মাহবুব বলেছেন: সামুর ক্লাসিক ব্লগারদের একজন জেরী। শুভেচ্ছা। আমাদের সময়ের কেউই এখন আর নাই ব্লগে।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

জেরী বলেছেন: হামা ভাই আপনার মন্তব্য পেয়ে খুশী হলাম। পুরানো ব্লগারদের মধ্যে আপনাকেও দেখি এখনো ব্লগিং করতে এই স্পিরিট দেখে ভালোই লাগে :)

৯| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৯

আমিভূত বলেছেন: ভালোবাসা থাকলে এতদিন পরে ব্লগে আসতেন ? ঘন ঘন আসলে আমাদের নতুনদের ভালই লাগবে :)
শুভেচ্ছা !!

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৮

জেরী বলেছেন: মাঝে পাস ভুলে গেছিলাম বলে অনেকটাদিন লগইন করা হয়নাই। এখন লগইন না করলেও অফলাইনে পড়ে যাইতো :)

শুভেচ্ছা পেয়ে আনন্দিত...!

১০| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

বর্ষপূর্তির শুভ কামনা রইল।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৯

জেরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

১১| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮

সমুদ্র কন্যা বলেছেন: শুভেচ্ছা জেরীবু' !:#P !:#P

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫০

জেরী বলেছেন: অনেক ধন্যবাদ সমুদ্রকন্যা আপুঊঊ :)

১২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৬

মামুন রশিদ বলেছেন: নিজের ব্লগিং প্লাটফর্মের প্রতি এই ভালোবাসা সবার জন্য অনুকরণীয় ।



বর্ষপূর্তির শুভেচ্ছা আপু !:#P !:#P !:#P !:#P !:#P

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫১

জেরী বলেছেন: ব্লগে না আসলেও কিংবা না লিখলেও সামুর জন্য ভালোবাসা কমেনা,বরং আগেই মতন আছে :D

১৩| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৬

মাহমুদা সোনিয়া বলেছেন: অভিনন্দ! অভিনন্দন! অভিনন্দন! !:#P !:#P !:#P

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫২

জেরী বলেছেন: অভিনন্দনের জন্য অনেকককক ধন্যবাদ @সোনিয়া আপু

১৪| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার ব্লগ জীবন আরো দীর্ঘ হোক, শুভকামনা রইল... মাঝে মধ্যে দু'কলম লিখে যাবেন... :)

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৩

জেরী বলেছেন: হ্যা ইচ্ছা রাখি ভাই নিয়মিত না হোক অন্তত মাঝে মধ্যে দু'কলম লিখার :)

১৫| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৩

অদ্ভুত_আমি বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা আপু :) :) :)

আর কিন্তু পাসওয়ার্ড ভুলা চলবে না আপু ।

সামুকে সত্যিই ভালোবাসি ♥ , অনেক কিছু শিখেছি সামু থেকে ... .. .

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৫

জেরী বলেছেন: কত কাঠখড় পুড়াইয়া যে আজ সামুতে আসলাম।পাস ভুলে খাইয়া ফেলছি

১৬| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :) :)


৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৫

জেরী বলেছেন: কি হইছে?

১৭| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৬

বড় বিলাই বলেছেন: বিলেটেড হ্যাপি ব্লগ বাড্ডে।

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৮

জেরী বলেছেন: থ্যাংকস আফা :)

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯

নীল মুদ্রা বলেছেন: হুমমমম বেশ...............

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৯

জেরী বলেছেন: আচ্ছা .....।

১৯| ০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

কাব্য বলেছেন: ভইন , শইলডা ভালানী?

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৯

জেরী বলেছেন: হ....ভালৈ আছি

২০| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৩

মেহবুবা বলেছেন: শেষ লাইনের কথাগুলো মনের কথা ।
ভাল থেকো ।শুভেচ্ছা ।

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৫

জেরী বলেছেন: আপনাকে ও শুভেচ্ছা আপু

২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১০

আরিফ রুবেল বলেছেন: ব্লগের উপদেষ্টা পরিষদের সদস্য বানানোর দাবিটা কি আবার উঠাবো ? B-)

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৭

জেরী বলেছেন: নাহ....আমি এখন ভাল লাগে না পরিষদের স্থায়ী সদস্যপদে আছি

২২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫১

সোনাগাজী বলেছেন:



আবার লেখার শুরু করেন।

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৮

জেরী বলেছেন: আপনি কি পুরানো ব্লগার?

২৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি বহুত পুরান। বেশি করে লেখেন।

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৯

জেরী বলেছেন: হ ভাই,বয়স ম্যালা হইছে

২৪| ২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:১৫

রোবোট বলেছেন: Hello

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫০

জেরী বলেছেন: হাই রোবট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.