নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৃত্তের ভিতরে বন্দী আমি ....!

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

জেরী

"কাউকে ব্লক করা হবেনা। যার ভালো লাগে মন্তব্য করবেন.....না লাগলে নিদেনপক্ষে মাইনাস দিয়ে চলে যাবেন"

জেরী › বিস্তারিত পোস্টঃ

আমি আমার আমিতে আমিময়

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৮

করোনাকালীন সময়ে যখন মুখে মাস্ক পড়া লাগত তখন থেকেই এই অদ্ভুত অভ্যাস দেখা দিল।মাস্ক পড়ে রাস্তা দিয়ে হেটে যাই পরিচিত মানুষরা,রিলেটিভরা এমনিকি আমার কাছের একবান্ধবী ও দেখি আমাকে চিনে না।বান্ধবী পাশ কাটিয়ে চলে যাচ্ছে আর আমি মাস্কের আড়ালে মুচকি মুচকি হাসছি।এর পর থেকেই যখন তখন অনেকেই দেখলেই তাড়াতাড়ি নাকের মাস্ক টেনে প্রায় চোখ পর্যন্ত উঠিয়ে আনি যাতে করে সামনের মানুষটা আমাকে না চিনে ফেলে। অনেকবার ভেবেছি আমি কি অন্যদের কাছে থেকে পালিয়ে বেড়াচ্ছি? শেষে বুঝলাম আমি আসলে নিজের কাছ থেকে নিজেই পালিয়ে বেড়াচ্ছি।

এভাবে পালিয়ে কতদিন আর বাঁচা যায়।ফোন আছে,ফেসবুক,নানা মেসেঞ্জার সাইট তো আছেই।তো সেখানে ও এই খেলা শুরু করে দিলাম।ফোন ধরা অফ,ইচ্ছা করেই ফোন সাইলেন্ট রাখি।অফিসের কাজে শুধু কথা চলত।কোন কোন সময় তো কথার মাঝেই ফোন কেটে দিয়ে বসে আছি।কেন জানি না আর কথা বলতে, কথা শুনতে ভাল লাগত না।পরে কেউ যখন জানতে চাইত অমুকদিন কথার মাঝে ফোন কেটে দিলাম কেন? তখন ভাব নিয়ে বলতাম, ব্যালেন্স ছিল না কিংবা ফোনের ঝামেলা ছিল।কয়েকদিন আগে ও আমার দেশের বাইরে থাকা বান্ধবীর সাথে কথা বলার মাঝেই ওয়াইফাই কানেকশন অফ করে দিয়ে বসে আছি। যখন সারা সপ্তাহে ফোন এভোয়েড করতাম তখন শুক্রবার অফডেতে সকালে টাইট করে নাস্তা খেয়ে তারপর সারা সপ্তাহের মিসডকল ঘেটে ঘেটে তাদেরকে কলব্যাক করে শর্টকাটে সরি আর হাই-হ্যালো বলতাম।

হুট করে কেন সবকিছু থেকে দূরে থাকছি কারণ খুঁজতে গিয়ে দেখলাম অন্যদের সাথে ফোনে,মেসেঞ্জারে যখন বলি তখন বেশির ভাগ সময়ই সত্য বলিনা।ব্যাপারটা এমন ফোন দিয়ে কেউ যখন জানতে চায়, কেমন আছ? উত্তর দেই, ভাল আছি(কিন্তু আসলে আমি মোটেও ভাল নেই)।জব কেমন চলের জবাব দেই মোটামুটি (অথচ প্রায় দিনই মেনে হয় জব ছেড়ে দেই)।এমন টুকটাক মিথ্যা কথা বলা থেকে নিজেকে মুক্তি দিতেই মাস্কের আড়ালে চলে গেছি। আমার যখন টিনেজ চলছিল তখন আমি পুরাই এক্সট্রোভার্ট (বহির্মুখী) টাইপের ছিলাম।সারাদিন হাহা,হিহি চলত।ক্লাশে ননস্টপ কথা বলার জন্য আমার বাংলা টিচার কবিতাদিদি আমাকে টকিং মেশিন নাম দিছিল,মাঝে মধ্যে কানে ধরে দাঁড় করিয়ে ও রাখত।আমার স্কুলজীবন কেটেছে এক মিশনারি হোষ্টেলে। সেখানে আমাকে বানানো হইছে সেকেন্ড মনিটর। যার কাজ হলো যারা স্টাডি টাইমে কথা বলে তাদের নাম লিখে জমা দেয়া।অথচ নিজের বকবকানিই থামে না, অন্যদের মনিটর কিভাবে করব? এরপর কলেজ লাইফে এসে অ্যাম্বিভার্ট টাইপের (উভয়মুখী) হয়ে গেলাম। মুডের এমন অবস্থা এই গ্রীষ্ম, এই বর্ষা,এই শীত।কখনো অনেক আনন্দে থাকি কখনো কান্নাকাটি করে নায়িকা অঞ্জু ঘোষের(ছোটবেলায় আমি অঞ্জু ঘোষ হতে চাইতাম) মতন চোখ মুছি আবার আয়নায় দেখি কান্নাকাটি করার পর দেখি চেহারা্য় অন্যরকম ঝিলিক মারে। আর বয়স ত্রিশের কোটা পেরোতেই পুরাপুরি ইন্ট্রোভার্ট (অন্তর্মুখী) স্টেজে চলে গেছি এবং সেটা এখনো চলছে। দুনিয়ার সবকিছু থেকে যত গুটিয়ে নেওয়া যায় ততই শান্তি লাগে।

একটা সময় রাত দিন এক করে ব্লগে থাকা মানুষ কিভাবে জানি নিজেকে গুটিয়ে ফেললাম।নিজের বাড্ডে আর ব্লগ বাড্ডে জুলাই মাসে হওয়াতে সব সময় ব্লগ বাড্ডেতে ঘটা করে পোস্ট দিতাম।২০১৩ সালে লাস্ট ব্লগ বাড্ডেতে পোস্ট দিয়েছিলাম।যাইহোক,এখন ২০১৪-২০২৩ সাল থেকে সব অর্থাৎ ষষ্ঠ - পঞ্চদশ ব্লগীয় বর্ষপূর্তির আনন্দে অবশেষে পোস্ট দিলাম !:#P


সবাই ভাল থাকবেন......শুভ ব্লগিং

মন্তব্য ২৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ষোল বছর আগে থেকে ব্লগে আছেন। আপনাকে অভিনন্দন।

আপনারা বেশ মজা করতেন মনে হয় ব্লগে। আশা করি আবার নিয়মিত মজা করবেন।

সপ্তাহে অন্তত কয়েক ঘণ্টা সব ধরণের যোগাযোগের মাধ্যম (মোবাইল, অন্তরজাল ইত্যাদি) বন্ধ করে দিয়ে রাস্তা দিয়ে হিমূর মত হেটে বেড়ানো দরকার।

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫১

জেরী বলেছেন: ভাই,কারেকশন হবে। ১৫ বছর ৪ মাস হবে আসলে ব্লগের বয়স।আমি এখন ব্লগে লিখতে গিয়ে রীতিমতো বিপদে পড়ি। এজন্য ফোনে পোস্ট লিখলাম আর লিখার টাইমে ১৬ বছর মনে হচ্ছিল বার বার।

হা আগে ব্লগে অনেক মজা হতো।আমার খুব খারাপ একটা সময়ে আমি ব্লগে সময় কাটিয়ে সেই খারাপ সময়ের বাজে এফেক্ট থেকে মুক্তি পেয়েছিলাম।

এমনিতেই ফোন অফ রাখার বড্ড বাজে অভ্যাস আমার।সবাই বকা দেয়।গত নভেম্বরে কক্সবাজারে গিয়ে খুব সকালে সী-বীচের পাড় ধরে প্রায় ঘন্টা দুয়েক বালু মিশিত পানিতে পা ডুবিয়ে হেটেই গেছি।এত সুন্দর একটা অনুভুতি বলে বুঝাতে পারব না।তবে ঢাকার রাস্তায় উদ্দেশ্য বিহীন ভাবে হাটা অসম্ভব। প্রচুর মানুষ,নানা দোকানপাট আর মটর বাইকওয়ালারা তো আছেই বাইক নিয়ে মেইন রোড ছেড়ে হাটার রাস্তায় বাইক উঠাইয়া দেয়।

২| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৪২

সপ্নীল বলেছেন: কাকতালীয় ভাবে আমারও সামু তে আসা প্রায় ১৬ বছর ২ মাস। আমিও আপনার মতো সর্বশেষ পোস্ট করেছিলাম ফেব্রুয়ারী ২০১৮ তে। তারপর হারিয়ে গিয়েছিলাম সামু থেকে কোন এক অজানা কারণে।
আপনি তো তাও নিজেকে আবিষ্কার করতে পেরেছেন ইন্ট্রোভার্ট/এক্সট্রোভার্ট। .. হিসেবে, আমি আজও নিজেকেই চিনতে পারিনি।
আজকেই আমার পুরোনো প্রোফাইল উদ্ধার করলাম। আপনাদের লেখা সেই শুরু থেকেই পড়তাম, আমি নিজে আসলে ব্লগার না মূলত পাঠক। মাঝে মাঝে ২-১ তা কবিতা নামের কথামালা পোস্ট করতাম। এটুকুই , আর চুপি চুপি পড়তাম আপনাদের মতো অনেকের ভালো ভালো লেখা।
আপনার ফিরে আসা সামুর ব্লগারদের উজ্জীবিত করবে নিঃস্বন্দেহে। আমরাও পাবো ভালো ভালো লেখা। ভালো থাকুন নিরন্তর।

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫২

জেরী বলেছেন: আমার যখনই মন খারাপ লাগে ব্লগ পড়ি,কারন ব্লগে নানা পোস্ট পড়তে পড়তে অটোমেটিকভাবে মন খারাপ ভাব কেটে যেত।কালকের পোস্ট ও কিন্তু মন খারাপ নিয়েই লেখা।মাঝে পাসওয়ার্ড ভুলে যেতাম তবে অফলাইনে পড়তাম।

নিজেকে আবিষ্কার করতে অনেক সময় লেগেছে ভাই।যতদিন নিজেকে ভাল ভাবে বুঝতে না পারবেন ততদিন লাইফের যত প্রবলেম আসবে সব দোষ ফ্যামিলি,আশেপাশের মানুষদের উপর চাপিয়ে নিজেকে ভুয়া স্বান্তনা দেই আমরা।কিন্তু যখন নিজেকে বুঝবেন তখন এটা ও বুঝবেন নিজের লাইফের প্রবলেমের জন্য প্রথমে দায়ী নিজেই তারপরে আনুসাংগিক আর ও অনেক কিছু থাকে। এখন নিজে দায়ী হলে নিজেকে তো মেরে ফেলতে পারব না।চেষ্ঠা থাকে প্রবলেম সলভ করে সামনে যাতে ভাল ভাবে চলতে পারি সেই ভাবে নিজেকে গাইড করা।

ভাল থাকবেন ভাই।রেগুলার হবো কিনা জানি না তবে অফলাইনে হলে ও পড়ব ব্লগের লেখা।

৩| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৯

করুণাধারা বলেছেন: দশ বছর চার মাস পর পোস্ট দেয়া প্রমাণ করে যে ব্লগ ছেড়ে যাওয়া সহজ নয়, আশা দেখায় যে সকল পুরানো ব্লগাররা এভাবেই ফিরে আসবেন। :D

শুভ প্রত্যাবর্তন জেরী। এবার আমার পোস্টে জেরীর নাম জুড়ে দেবো।

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৪

জেরী বলেছেন: হা আপু ব্লগ ছাড়া সহজ নয় এটা সত্য।অফলাইনে আমি ব্লগ পড়ি। লগইনের ঝামেলায় পড়ি, প্রায়ই পাসওয়ার্ড ভুলে যাই।

ভাল থাকবেন আপু

৪| ০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৭

অধীতি বলেছেন: শুভ প্রত্যাবর্তন। দশ বছর চাট্টি খানি কথা নয়।

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৫

জেরী বলেছেন: হা হা :) :)

ব্লগটা আসলে নেশার মতন।আমার নিজেরই অবাক লাগে এতদিন কিভাবে আছি

৫| ০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৮

শায়মা বলেছেন: জেরীমনি
১৬ বছর ব্লগে কাটলো বটে। হ্যাঁ এক সময় আমরা বর্ষপূর্তি পোস্ট ঈদ পোস্ট গিফ্ট পোস্ট কত রকমের পোস্ট দিতাম। কত রকম হাসি ঠাট্টা মজা গজায় কাটানো দিন ছিলো।

আবার কি আগের মত ফিরে আসা হবে না তোমার?

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৪

জেরী বলেছেন: শায়মা বইন,জানি না আগের মতন ব্যাক করতে পারব কিনা। গত ৬ মাস আগে মায়ের ক্যান্সার ধরা পড়েছে,সেকেন্ড স্টেজে আছে। মনটা বড্ড বিষন্ন লাগে।এতদিন ধরে লিখতে চাইছি পারছিনা।অথচ কাল লিখে ফেললাম খুব মন খারাপ অবস্থায়।মাকে অপারেশন করে,ইন্ডিয়া ডাক্তার দেখাইয়া রেডিওথেরাপি দেবার পর মাসখানেক ভাল ছিল।গত কয়েকটা দিন ধরে উনার আবার শরীর খারাপ।এটা নিয়েই আপসেট ছিলাম।নিজেকে অনেক কষ্টে সামলাচ্ছি।কারণ আর ডিপ্রেশনে যেতে চাচ্ছিনা। বাবা মায়ের এক মেয়ে তো খারাপ লাগাটা বেশিই লাগে।

আমি ব্লগের বাড্ডে পোস্ট,আড্ডা পোস্ট,ঈদের নানা গিফট সেলামি সহ পোস্ট গুলাকে ভীষণভাবে মিস করি।

৬| ০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩১

নতুন বলেছেন: জেলীবু অনেক দিন পরে :)

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৫

জেরী বলেছেন: আহ! :) জেলীবু ডাকটা অনেকদিন পরে শুনলাম।

প্রায়ই ব্লগে লগইন করে ভাবি আমার নামটা সবার উপরে পাবো।কিন্তু আপনারা কয়েকজন কেউ না কেউ মাথার উপর বসেই থাকেন।আমাকে কবে ফাস্ট হতে দিবেন বলেন তো ভাই B-)

৭| ০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: ব্লগে আসুন।
লিখুন। পড়ুন। মন্তব্য করুন।

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৭

জেরী বলেছেন: ব্লগে আসি তবে অফলাইনে বেশির ভাগ।

আগে লিখতাম। ১০ বছর ধরে আইলস্যা ভূতের কারনে লিখা হয়না

পড়ি প্রায়ই অবশ্যই অফলাইনে।

মন্তব্য ও করি হুট হাট করে।

আর হা আমি আপনার ব্লগ ও পড়েছি। ভাবী আর কন্যাকে নিয়ে লেখাগুল ও পড়েছি।তাদের জন্য শুভকামনা থাকলো ভাই।

৮| ০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩২

অপু তানভীর বলেছেন: মাস্ক পরার সব থেকে বড় সুবিধা আমার কাছে এটাই মনে হয় । চারিদিকে সবার কাছ থেকে লুকিয়ে চলাচল করা যায় । রাস্তা ঘাটে পরিচিত মানুষের সাথে দেখা হওয়াটা আমার কাছে বড্ড বিরক্তির একটা ব্যাপার । আজীবন আমি দেখেও না দেখার ভান করে চলে এসেছি । একবার বাসে উঠেছি । দেখি এলাকার এক বড় ভাই । আমি আস্তে করে একেবারে পেছনের সিটে চলে গেলাম যাতে সে আমাকে না দেখতে পায় ।

অনেক দিন পরে আপনার পোস্ট পড়লাম । ভাল আছেন তো ?

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৯

জেরী বলেছেন: এই তো ভাই আপনি আর আমি সেইম টু সেইম।চিমটি দেবার ইমো নাই আফসোস।

রাস্তাঘাটে পরিচিত মানুষের দেখা হবার চেয়ে ভয়ংকর লাগে তাদের আজাইরা প্রশ্ন।আর ও বিরক্ত লাগে নিজের উপর কারন পরিচিত মানুষকে দেখে বিরক্ত লাগছে ঠিকই কিন্তু দাঁত বের করে মেকি হাসি দিয়ে জবাব দিতে হচ্ছে।এই জন্য আই লাভ্যু মাস্ক

ভাল আছি কিনা জানি না, থাকার চেষ্ঠা করি।আর হা আপনি কিন্তু বেশ ভাল লিখেন।আপনার গল্প লেখার হাত ভাল

৯| ০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫১

রানার ব্লগ বলেছেন: দশ বছর পর পোস্ট দেবার জন্য ধন্যবাদ। আশাকরি জেরির পিছে পিছে টমের ও আবির্ভাব হবে ।

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৬

জেরী বলেছেন: টম যে কোন দেশে আছে জানি না ভাই।সেও ফিরে আসলে ভাল হবে।

ভাল থাকবেন।

১০| ০১ লা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১২

হাসান মাহবুব বলেছেন: কেমন আছেন জেরী? একদম অ্যানোনিমাসই থেকে গেলেন সবার কাছে সবসময়!

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৮

জেরী বলেছেন: আছি হামা ভাই নানা ঝামেলার মধ্যে

একদম অ্যানোনিমাস থাকার বেশ মজা সেটা মাঝে মাঝে টের পাই।একদিন এক খাবারের দোকানে খাচ্ছি আমার পাশের টেবিলে একজন ব্লগার বসা।খেয়ে চুপচাপ ঊঠে আসছি।পরে ফেসবুকে সেই ভাইয়াকে নক দিয়ে জানালাম উনি সন্ধ্যায় আমার পাশের টেবিলে বসা ছিল।আরেকদিন বাসে ব্লগার নীরাকে দেখলাম।সে সামনের দিকে বসা আমি একটু পিছনে ছিলাম।এপেক্সের দোকানে সেদিন ব্লগার উকিল শামীম ভাইকে দেখলাম,সাথে উনার বাবুটা ছিল।আমি সবাইকে চিনি অথচ তারা আমাকে চিনে না অদ্ভুত রকমের শিশুসুলভ আনন্দ লাগে B-)

১১| ০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: আহ! :) জেলীবু ডাকটা অনেকদিন পরে শুনলাম।

প্রায়ই ব্লগে লগইন করে ভাবি আমার নামটা সবার উপরে পাবো।কিন্তু আপনারা কয়েকজন কেউ না কেউ মাথার উপর বসেই থাকেন।আমাকে কবে ফাস্ট হতে দিবেন বলেন তো ভাই B-)


ঠিক আছে আমি লগ আউট করলাম।

ইফতেখার ভূইয়া
মারুফ রাশেদ
সপ্নীল

ভাই আপনারাও লগ আউট করেন....

জেলীবু কে ফাস্ট হইতে দেন... প্লীজ... B-))

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৪

জেরী বলেছেন: সমস্যা নাই অপেক্ষা করি কবে ফাস্ট হই।অবশ্য মডু হইলে সবাইরে অফ দেখাইয়া একাইয়া অনলাইনে বসে থাকতাম।তখন আমিই ফাস্ট,আমিই লাস্ট B-))

ইফতেখার ভূইয়া,মারুফ রাশেদ,সপ্নীল ..এই ভাইদের কি লগ আউট হবার জন্য ঘুষ টুশ কিছু দিতে হবে নাকি? টমের সাথে মারামারি করে এক টুকরো চীজ চুরি করছি,ঘুষ হিসেবে দিতে রাজী আছি 8-|

১২| ০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৪

ঢাবিয়ান বলেছেন: এখন যুগ হচ্ছে প্রচন্ড খারাপ থাকা অবস্থাতেও '' আমি ভাল আছি '' বলার যুগ। অথচ একটা সময় ছিল যখন অকারনে মন খারাপ হলেও বলতাম '' ভাল নাই , মনটা বিশেষ ভাল না ''। এখন এটা বললে আপনার সামনে যে আছে , সে যে কত আনন্দে আছে , কত খুশিতে আছে সেই গল্প করে আপনার মেজাজের চৌদ্দটা বাজিয়ে দিবে!

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪২

জেরী বলেছেন: হা হা ভাই :) ভালোই বলেছেন


আমি নিজে অবশ্যই চেষ্ঠা করি কাউকে "কেমন আছে" প্রশ্নটা না করার।কারন ভাল না থাকলে ও এমনি এমনি বলবে ভাল আছে।অন্যকে মিথ্যা বলে পাপ করার হাত থেকে বাঁচাই আর কি =p~

১৩| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১১

নতুন বলেছেন: লেখক বলেছেন: সমস্যা নাই অপেক্ষা করি কবে ফাস্ট হই।অবশ্য মডু হইলে সবাইরে অফ দেখাইয়া একাইয়া অনলাইনে বসে থাকতাম।তখন আমিই ফাস্ট,আমিই লাস্ট B-))

ইফতেখার ভূইয়া,মারুফ রাশেদ,সপ্নীল ..এই ভাইদের কি লগ আউট হবার জন্য ঘুষ টুশ কিছু দিতে হবে নাকি? টমের সাথে মারামারি করে এক টুকরো চীজ চুরি করছি,ঘুষ হিসেবে দিতে রাজী আছি


কিচ্ছুই দিতে হবেনা. জেলীবু র সাথে কেউই পাঙ্গা নিতে আসবেনা।

আমি নিজে অবশ্যই চেষ্ঠা করি কাউকে "কেমন আছে" প্রশ্নটা না করার।কারন ভাল না থাকলে ও এমনি এমনি বলবে ভাল আছে।অন্যকে মিথ্যা বলে পাপ করার হাত থেকে বাঁচাই আর কি =p~


আমাদের দেশে 'কেমন আছেন' আসলে বিদেশীদের হাই, হেলোর মতন। আমরা সবাইকেই জিজ্ঞাস করি। যদিও সবাই প্যাড়ার মাঝে থাকি।

কিন্তু অন্য ভাবে চিন্তা করলে আমরা আসলেই অন্য অনেক মানুষের থেকে ভালো আছি্ । আর ভালো থাকা তো একটা চয়েস মাত্র। সব কিছু নিয়ে যখন মন সন্তুস্ট থাকে তখন অবশ্যই বলা যায় ভালো আছি।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২২

শায়মা বলেছেন: মায়ের কথা জেনে খুব খারাপ লাগছে জেরীমনি! উনার জন্য অনেক অনেক দোয়া রইলো। ভেঙ্গে পড়ো না কারণ তুমি একটাই সন্তান। তোমাকেই শক্ত থাকতে হবে সবচাইতে বেশি।


অনেক ভালো থেকো।

১৫| ২২ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৪০

বিজন রয় বলেছেন: হারিয়ে গেল জেরী?

ফিরে আসুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.