নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা পড়িয়া রয় অবহেলায়, তাহা সমগ্রই আমার কী-প্যাডের, দূর্দান্ত গতি ছড়ায়। যদি কোন অন্ধ/বদ্ধ মনের দ্বার একবার খোলা যায়?\n

আসিফুজ্জামান জিকো

অাইন বিভাগ..

আসিফুজ্জামান জিকো › বিস্তারিত পোস্টঃ

আমার একটা এশিয়া কাপ লাগবো, মাশরাফীকে দেবার জন্যে..

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৩:২৯




তখন ৭টা ৩০, হঠাৎ কুন্ডলী পাকানো ধুলো উড়ে এলো, কয়েক মিনিটেই মোটা সোটা বড় বড় বৃষ্টির ফোটা...

আকাশের কালো দেখে বাসা থেকে বের হতে কেমন জানি খচ করে উঠেছিল মনটা।

দাড়িয়ে আছি এক নম্বর গেইটের তিন নম্বর টিকিট চেকিং মেশিনের সামনে। লাইনে দাড়ানো অবস্থায় বৃষ্টি আমি আর গায়ে জড়ানো পতাকাটারে সম্পূর্ণ চিপ্টে লেপ্টে দিয়ে গেলো। ভেজা জবুথবু তবু মানুষগুলো জমে আছে জড়ো সড়ো।
কেউ নড়েনা। আজব বাঙ্গাল মুলুকের মানুষেরা!

আমার পা সম্পূর্ণ ডুবে আছে, মনে হয় প্লাবন হচ্ছে ভিতরে।
কি বলা যায় এই পোড়া বৃষ্টিরে?

এর কোন নাম নেই।
এই বৃষ্টিতে আমার মন ভিজছে না।
এই বৃষ্টিতে কোন কবিতা আসেনা।
প্রাণহীন বৃষ্টি এটা, একদম মরা মরা।
বাংলার সব শস্য ডুবে যাচ্ছে।

গৃহস্থের বাড়ি, ঘর, দুয়ার, দুধেল গাই কিংবা মাঠ ভর্তি সদ্য সোনালী হয়ে ওঠা শস্যের গোটা ক্ষেত!
কৃষকের বুকে আগাম দূর্ভিক্ষের হাহাকার!
চাষী মাটি চষে।
সে টের পায়, সব বুঝে যায়, মাটি পানি আর বায়ু নিয়েই তার কারবার।

প্রকৃতি ভুল করে, এত মানুষের অভিশাপের তপ্ত শ্বাস, অনিচ্ছায় হৃদয় ফুটো হয়ে বেরুচ্ছে দীর্ঘনিশ্বাস যখন এই জনপদে,,

অন্যপাশে আজ বৃষ্টির জন্যে পূজো হবে,
দেবতার লেংটি ঠিক ঠাক রবে বলে,
কিছু পশু বলীর ভূরিবোজ উৎসব...

আমার হিংসে হয়না, ভালো লাগে, শুধু ভাইয়ের লাল চোখেই যত ঝামেলা...

বলতে বলতে আমি ছাড়পত্রে ঢুকেছি,
আসেন আমার সাথে, দেখি কি হয়?


- ওটা আমি, জবুথবু ভেজা কাপড় একটু শুকনো, মনটা এখনো চাঙ্গা হতে পারেনা, ভেজা পীচে আমাদের ব্যাটে বল ঠিকঠাক আসেনা যে?


তখন বারোটা,
ভালো গেলো ওভারটা।


নাসির বল করছে, বেরিয়ে আসলাম।
আমার কোন অজুহাত নেই, হেরে যাচ্ছি।
বল গুলো ওদের ব্যাটে আসছে।
আমাদের সাব্বিরের প্রথম বল থেকে হীটিং পাওয়ার, ও লাগাইতে পারছিলো না খুব চেষ্টাতেও। তখন ঘাসে পানি, পীচ আঠালো।

বৃষ্টি হিসেব নিকেশ পাল্টে দিলো।
রিকশা পাইনি, চিক্কর শুনি, মনে হয় উইকেট,
বহু প্রতিক্ষীত সেই ব্রেক থ্রু কেউ আনলো, ততক্ষণে ক্যান্সার তীব্র আমার বাংলা দেহে।

আমার কোন অজুহাত নেই, হেরে যাচ্ছি।
তবে শেষের শুকনো হয়ে আসা পীচে যে দল ব্যাট করতো সেই চালক...

আমি বৃষ্টি ঘৃণা করি, প্রচণ্ড, ঠিক মাঝমাঠের পা খুড়িয়ে দৌড়ে আসা ছেলোটারে যে পরিমাণ ভালবাসি, তার বীপরীত।

সামনের কোন বারে,
যেদিন বৃষ্টি মিথ্যে,
প্রখর রৌদ চকচকা,
আমার একটুও কষ্ট হয়না,
ঢাকার সব রাস্তা আজকে ছিলো একটা..

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৮

বিজন রয় বলেছেন: একদিন আমরা ফাইনালে জিতবই। সেদিন বেশি দুরে নয়।

পোস্টে +++++

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১:২০

আসিফুজ্জামান জিকো বলেছেন: আমি নড়াইলের পোলা, আম্রা খালি বাংলা নামাইতে জানি বিজন ভায়া। আমি স্রেফ বাংলাদেশ করি, স্রেফ বাংলাদেশ

২| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৪

ফয়সাল রকি বলেছেন: ততক্ষণে ক্যান্সার তীব্র আমার বাংলা দেহে-- সবার দেহেই এই ক্যান্সার দানা বাঁধে, তবুও আমরা এই ক্যান্সারকে ভালবাসি, ভালবেসে যাবো।

০৯ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৫৮

আসিফুজ্জামান জিকো বলেছেন: বাংলা ক্রাক

৩| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩

আরাফআহনাফ বলেছেন: "সামনের কোন বারে,
যেদিন বৃষ্টি মিথ্যে,
প্রখর রৌদ চকচকা,"

আশায় বাঁধি বসতি,
নিশ্চয়ই আমরা জিতব একদিন।

০৯ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৫৯

আসিফুজ্জামান জিকো বলেছেন: জিতবোই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.