নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৬ জার্মানি বিশ্বকাপে জিনেদিন জিদানের ফ্রান্সকে ট্রাইবেকারে হারায়ে চ্যাম্পিয়ান এই ইতালি ।যে দলটি 'নেক্সট টু' অর্থাত্ পরের দুই বিশ্বকাপে হোম ব্যাক করল গ্রুপ পর্বের বাধা পেড়েনোর আগেই ।২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান হিসাবে গ্রুপ পর্ব থেকে বিদায় !আর ২০১৪ তা টানা দুই বার এ নিয়ে ছাড়ল 'ইতালি' !এখন তাদের হ্যাট্রিক দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত !
যদিও 'গ্রুপ ডি' কে বলা হয়েছে গ্রুপ অব ডেথ ।ডি তে ডেথ বলে নয় , এই গ্রুপেই যে রয়েছে সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ান ইংল্যান্ড ,ইতালি ও উরুগুয়ে ।গ্রুপে কোস্টারিকাকে ধরা হয়েছিল দুর্বল দল হিসেবে ।কিন্তু 'The great show on Earth' বলে কথা । সেই কোস্টারিকাই কিনা গ্রুপের খেলা গুলোতে থাকল অপরাজিত ।ইতালি ও উরুগুয়ে সমান ব্যবধানে হারিয়ে আগেই ২য় পর্ব নিশ্চিত করা এই দল আজ ইংল্যান্ড এর সাথে করল 'গোলশূন্য ড্র' ।আর ইংল্যান্ডের বিদায় ঘন্টা বেজে গিয়েছিল অনেক আগেই ,তবে নিয়ম রক্ষার এই ম্যাচটিতেও তো অন্তত জিততে পারত এই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ানরা (স্পেনের মত না হলেও অন্তত ১-০ গোলে)।তবে কৃতিত্ব কোস্টারিকাকে দিতেই হবে ।কোস্টারিকাকে আমি বিশ্বকাপের ফেবারিট বলব না ,কিন্তু বিশ্বমঞ্চের ফেবারিট তাদের বলতেই হবে ।কারণ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ানদের(ইতালি ,ইংল্যান্ড) ফের বিশ্বস্বপ্ন দেখার আগেই বিশ্বঘুম পাড়িয়ে দিল তো তারাই ।
©somewhere in net ltd.