নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুকতারার সঙ্গী

জে.এস. সাব্বির

অদ্ভূত!

জে.এস. সাব্বির › বিস্তারিত পোস্টঃ

বায়োমেট্রিকের শেষ সময়ঃ আরোও একটা সিমকার্ডের আত্মকথা (কবিতা)

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১

আজকেই তাহলে শেষ!
মৃত্যুর কিছু আগে তাই ।
কিছু ছন্দ বলে যাই ।
আমার এযে মালিক-এনা
আছে দারুণ বেশ ।

কত সহোদর ছিলাম আমরা
এই মালিকের অধীনে ।
বুকের উপরে পিঠ ঠেকিয়ে
রহিয়াছি কত সঙ্গোপনে ।
অব্যবহৃত থাকায় আমরা ,
আসত যখন বোনাস
সেলফোনেল ভিত্রে ঢুকিয়ে মোদের
চালাত দিনরাত খুনাস ।

এই পৃষ্ঠা ঐ পৃষ্ঠা করে
ইন্টারনেট জগত্‍ দাপাতো
মিনিমাইজে চব্বিশ ঘন্টা-
আপলোড ডাউনলোড চলতো ।

রাত দিন কত মিষ্টি কণ্ঠ
এই ফোনেত বাজত ।
যতক্ষণ না ফ্রী-মিনিটগুলা
জিরো ব্যালেন্সে আসত ।

আরো কতকি চলতে হ্যাতায় ।
অনেক কিছুই ন জানা ।
কিছু মিছু আছে যাহা
বলতে আছে মানা ।
নিষেধ নয়রে নিষধ নয়রে
মান হানি হয় ,মনা ।
=====
যাকগে আমার মালিক কিন্তু
বিশাল একটা আবাল ।
আমার মৃত্যুর আগেই আমার
জানটা করছে যে আজ কু'লাল ।
ইর্মাজেন্সী ব্যালেন্স লইয়া
সব করিছে শেষ ।
রসগোল্লার লোভে টিপ মারেন নাই
আছেন দারুণ বেশ ।

বায়ু-মেট্রিক রেজস্টেশনে
বাড়ত আমার আয়ু ।
মালিক সাব মোরে বিদায় দিবে
তবু করবে না বায়ু ।

'দাদা'র আমলের লোকজনেরা
ভরপেট রসগোল্লার লাইগ্যা
জমি-জমা যা আছে-তারে
দিয়া সব ,একখান টিপসই দিয়া।

আজকের যুগের 'বায়ু'র নামে
চলছে রসগোল্লা বিতরণ
সবাই সেই টিপসই দিয়া করছে
শনির আহরণ ।

ভাল থাকুক দাতাগোষ্ঠী
করুক রসগোল্লা দান ।
মালিকরা সব রসগোল্লা খান
দিয়া মনওপ্রান ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজকের যুগের 'বায়ু'র নামে
চলছে রসগোল্লা বিতরণ
সবাই সেই টিপসই দিয়া করছে
শনির আহরণ ।

ভাল থাকুক দাতাগোষ্ঠী
করুক রসগোল্লা দান ।
মালিকরা সব রসগোল্লা খান
দিয়া মনওপ্রান ।।
+==
বুঝেও অবুঝ সবে
রাষ্ট্র যখন খড়গ লয়ে
বাধ্য করে দিতে টিপ
আমজনতা নিরুপায় তাই চুপ।।

৩০ শে মে, ২০১৬ দুপুর ১:৩৮

জে.এস. সাব্বির বলেছেন: গরিবের বাড়িতে
ভৃগুদার পা
দিতে নাহি পারিলামও
এক কাপ চা
=======,===
রাষ্ট্রের নীতি কথা
কি আর বলিবো
'বায়ু' নামে ছুড়ি ঠেকিয়ে
বোধহয় সব কেড়ে নিলো ।

আমরা সবে পরে রইলাম
হয়ে নিরূপায়
এহা ছাড়া বাকি নাইযে
আর কোন উপায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.