নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝিরিঝিরি আবাহনে কে ডাকে আমায়
মন শুধু তারই পানে ছুটে চলে যায়।
কেউ ভিজতে চায় প্রানখুলে
হাতে হাত রেখে কারো সাথে
কারো আনন্দ ভেজাতে
ভিজিয়ে ভেজে সে উন্মাতে
বাঘিনী হয়ে সে ফেরে যথা
হিংস্রী হয়ে খেলে পৈচাশিকতা
তবুও থেমে থাকে না কিছু
হাল ধরে সেই অযাচিতরা
এক মুষ্টি হাসিতে ফিরে আসে বৃষ্টিধারা
খুজে পাই মুক্তঝরা
ছবিঃ ইন্টারনেট
০৬ ই জুন, ২০১৭ রাত ১২:৫৪
জে.এস. সাব্বির বলেছেন: মন্তব্য খানি আরো ভাল।। ধন্যবাদ লেখোয়ার ভাই/আপু
২| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৫
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর পোস্ট, ভালো লাগলো +
০৭ ই জুন, ২০১৭ ভোর ৪:৪১
জে.এস. সাব্বির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই
৩| ০৫ ই জুন, ২০১৭ রাত ৮:০৭
সুমন কর বলেছেন: গুড পোস্ট।
০৭ ই জুন, ২০১৭ ভোর ৪:৩৮
জে.এস. সাব্বির বলেছেন: ধন্যবাদ সুমন ভাই
৪| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:২৭
শায়মা বলেছেন: ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে
এ গানটাই মনে পড়লো ভাইয়া!
০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৩২
জে.এস. সাব্বির বলেছেন: সমশেরিকা আপুমনি...... কেমন আছেন আপনি????
৫| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৩৬
শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়ু!
কই হারায় গেছিলা?
দেখিনি অনেকদিন!
০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৫৪
জে.এস. সাব্বির বলেছেন: "নিউ এন্ট্রী" নামে এক জগৎ আছে পৃথিবীতে ..... হেথা ছিলাম আপু
৬| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৪৬
আহমেদ জী এস বলেছেন: জে.এস. সাব্বির ,
সুন্দর হয়েছে ।
০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৫৫
জে.এস. সাব্বির বলেছেন: ধন্যবাদ জী এস ভাই....
৭| ০৭ ই জুন, ২০১৭ রাত ১০:০৫
জুন বলেছেন: আমার বাংলার প্রকৃতি দেখে মুগ্ধ হোলাম জে.এস. সাব্বির ।
শায়মার দেয়া লিঙ্কের গানটা সত্যি অসাধারন ।
+
০৮ ই জুন, ২০১৭ রাত ১২:৫৩
জে.এস. সাব্বির বলেছেন: জুনাপু.... আপনাকে পেয়েই এত্তগুলান খুশি হইয়াছি!! আর আমার বাংলার প্রকৃতি মুগ্ধ করেই যাবে
সমশেরিকা আপুমনির দেওয়া গান মুগ্ধ করে গেছে আমাকেও।।
৮| ০৭ ই জুন, ২০১৭ রাত ১০:১৯
শায়মা বলেছেন: নিউ এন্ট্রি!!!!!!!
এলিয়েনদের দেশে!!!!!!!
০৮ ই জুন, ২০১৭ রাত ১২:৪৬
জে.এস. সাব্বির বলেছেন: এলাকার নাম "নিউ এন্ট্রি"। বাস করে "নিউ এন্ট্রি"। স্কুল, ব্যারাক সবকিছুই "নিউ এন্ট্রি"।। সে এক অদ্ভুত অসম্ভব অসুন্দর জীবন আপু; জীবনের গোড়াপত্তন।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৪
লেখোয়াড়. বলেছেন: ভাল।