নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুকতারার সঙ্গী

জে.এস. সাব্বির

অদ্ভূত!

জে.এস. সাব্বির › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম: করোনা

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫১



চীন হতে শুরু করে
সারা বিশ্ব ঘুরে
কোথায় থামিবে সে-
মোরা কেউ জানি না।

বিশ্ব জগৎ জুরে
হায় হায় রব তুলে
কি বলিতে চায় সে-
মোরা কেউ জানি না।

দেশে আর মহাদেশে
নাই কোন ভেদাভেদ
ইউরোপ আমেরিকা
সব আজি বিচ্ছেদ

কেউ কারো নয়
আবার সবাই সবার
এক করোনায় তাহা
জানালো আবার

"যাহাই করো না কেন
যথেষ্ট নয়
দূরে থেকে এক হ্ও"-
করোনায় কয়।

"বাড়ী আছে গাড়ী আছে
থাকুক না ভাই
তুমিও আলাদা নও"
বলে দিতে চাই।

করোনাতো রোগ নয়
হুশিয়ারি বার্তা
যুগে যুগে জানিয়েছে
মোর সৃষ্টিকর্তা


ছবি কৃতজ্ঞতা: ইন্টারনেট।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিতায় সত্য কথা ফুটে উঠেছে ।

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪৮

জে.এস. সাব্বির বলেছেন: সত্য বলিতে হবে
উপায় আর নাই
সত্য বলিয়া যদি
মাফ পাইয়া যাই।

২| ৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: ভালো।

৩১ শে মার্চ, ২০২০ সকাল ৮:৪২

জে.এস. সাব্বির বলেছেন: করোনা তো ভালো নয়
কারো অজানা নয়
তবুও কি হলো ভালো!
শুনে পিলে চমকালো!!

৩| ৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৩

নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে ভালো লেগেছে।

৩১ শে মার্চ, ২০২০ সকাল ৮:৪৪

জে.এস. সাব্বির বলেছেন: অনুভূতি বুঝাতে
হইয়াছি ব্যর্থ
কবিতা ভালো হলে
মোর কিবা স্বার্থ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.