| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুজিবের বিচারের প্রতিবাদে বিশ্বজনমত
ওয়াশিংটন : ১০ই আগষ্টমার্কিণ সেনেটর এগার জন সদস্যবাংলাদেশ নেতা শেখ মুজিবর রহমানের প্রাণ রক্ষা করা হবে এটাই তারা আশা করেনএই কথা পাক সরকারকে জানানোর জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে দাবী জানান।
জেনেভা ঃ জেনেভা থেকে পাওয়া এপির খবরে প্রকাশ, শেখ মুজিবর রহমানের প্রস্তাবিত বিচারের বিরুদ্ধে পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খাঁর কাছে আন্তর্জাতিক জুরিষ্ট কমিশন প্রতিবাদ জানিয়েছেন।
নিউইয়র্ক ঃ উথান্ট উদ্বিগ্ন। রাষ্ট্র সংঘের একজন মুখপাত্র বলেন যে, লেঃ জেঃ মনে করেন, শেখ মুজিবের ভাগ্যের কোন অবাঞ্ছিত পরিণতি ঘটলে তার গুরুতর প্রতিক্রিয়া পাক সীমান্তের বাইরেও অনিবার্য হবে।
ওয়াশিংটন ঃ সিনেটর হ্যারিস মার্কিণ সরকারের কাছে শেখ মুজিবের প্রাণ রক্ষার দাবী জানান। পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ফুলব্রাইটও অনুরূপ দাবী জানান।
সিনেটর হ্যারিস বলেন, রাশিয়া, চীন এবং ভারত পাকিস্তান যুদ্ধশঙ্কা রয়েছে। পৃথিবীর চারটী বৃহৎ রাষ্ট্র যুদ্ধে লিপ্ত হলে মার্কিণ যুক্তরাষ্ট্রের পক্ষে দূরে সরে থাকা সম্ভব হবে না। তাঁর মতে মার্কিণ সরকারের দক্ষিণ পূর্ব এশিয়ায় ভ্রান্ত নীতিরই পরিণতি আজকের এই যুদ্ধাশংকা।
সোনার বাংলা (বাংলার কথা) ১ : ১ ১৪ আগস্ট ১৯৭১
©somewhere in net ltd.