![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমে শুকরিয়া আদায় করি আমার মহান স্রষ্টা আল্লাহতালার কাছে তিনি আমাকে ও আমার পরিবারও বন্ধু সকলকে সুস্থ ও সকল রোগ থেকে পানাহ দাণ করছেন।
ও সর্বদা সকল প্রকার রোগ থেকে সাফায়ত দাণ করুক ও বিপদ মুক্তো রাখুক।(আমিন)
............
আজ আমি খুব ভাক্রান্ত মন নিয়েই বলছি।এ কেমন দুনিয়া?
আমি কুড়িল হয়ে # তুরাগ বাসে রামপুরা আসছি,তখন জ্যামের মধ্যে বাসটা উত্তর বাড্ডা কিছখন থামে,
হঠৎ বাসে একটি মেয়ে উঠে,
সে মেয়েটি উঠে খুব লজ্জাকর ভাবে বলল।আমার মা'র দুটি কিডনি নষ্ট ও আমি ক্লাস টেনে পড়ছি আমার ছোট আর ভাই বোন আছে,কেউ পারেন তো এই অসহায়কে কিছু দিয়ে সাহায্য করুন।
(মেয়েটি দেখে মনে হল,এ কোন ভদ্র পরিবার সন্তান।আর তার বলার সুরে কষ্ট ও লজ্জা,কান্না অনুভব করলাম)।
অনেককাল ধরে একটা বাক্য শুনে আসছি,বিপদে পড়লে মানুষের সভাভ নষ্ট হয়।
আমি জানিনা বাসে দেখ মেয়েটির ভাগ্যে কি আছে?আল্লাহ তাকে কেন এই বিপদ দিলেন জানিনা।
(আল্লাহ্ যা করেন সকলের মঙ্গলের জন্যই করেন)
আমি মসজিদের ধাড় কাছেয়েও জাইনা,তারপরও শুকরিয়া জানাই আল্লাহ্ কাছে।
আর আমি দোয়া করি বাসে দেখা মেয়েটির জন্য আল্লাহ্ তাকে সকল প্রকার বিপদআপদ থেকে রক্ষা করুক।(আমিন)
দ্বিতীয় বার যদি বাসে দেখা মেয়েটির সাথে দেখা হয়,তাহলে আমি তার সকল ঘটনা জানতে চেষ্টা করব।
আজেবাজে বহু টাকা নষ্ট করি বা করেন বন্ধুগণ।
যদি বাসে দেখা মেয়েটির সাথে দেখা হয়,আমি #ফেসবুকে/ব্লগে আপনাদের কাছেও সাহায্য চাইব।
তখন কেউ না বলতে পারবেননা।
মানুষ মানুষের জন্য।
যদি কেউ আমার লেখাটা পড়ে থেকেন,একটু ভাবেন তার জায়গাটাতে যদি আপনি থাকতেন।
ভাবুন একটি বার?
মানুষ যদি মানুষের উপকারে না আসে,তাহলে সে মানুষ নয়।
অন্যের উপকারেও অসিম একটা আনন্দ খুঁজে পাওয়া যায়।
ধন্যবাদ।
বি:দ্র:এবং আমি দৃষ্টি আকর্ষণ করতে বলছি স্যামহোয়ার ব্লগের এডমিন কে,যেন তিনি একটি উদ্যোগ গ্রহণ করেন।একটি তহবিল ফান্ড খোলবার জন্য যে যা পাড়ে বর্ণ ধর্ম বিভেদ ভুলে সহযোগিতার হাত বাড়াতে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৬
দয়াল ভাই বলেছেন: ধন্যবাদ।আশাকরি পাশে থাকবেন।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৮
প্রবাসী দেশী বলেছেন: মানুষ যদি মানুষের উপকারে না আসে,তাহলে সে মানুষ নয়।
অন্যের উপকারেও অসিম একটা আনন্দ খুঁজে পাওয়া যায়।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৮
দয়াল ভাই বলেছেন: অসিম আনন্দটা ভাগ করে নিতে পারি?
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩১
টুনটুনি০৪ বলেছেন: অবশ্যই।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০
প্রবাসী দেশী বলেছেন: অসিম আনন্দটা ভাগ করে নিতে পারি? :
আমার তো মনে হয় সমস্যাটা তো এখানেই , ভাগ করলেই তো অর্ধেক হয়ে যাচ্ছে আমাদের বর্তমান সমাজের মানুষের তো পুরোটাই লাগবে !
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৮
টুনটুনি০৪ বলেছেন: আপনি ঠিক বলেছেন।