নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারে নয় আলোতে ভয় ! দৃশ্যগুলো শব্দময়, শূন্যতার ভীড়ে হারিয়েছে স্তব্ধ সময়..

জুনা্যেদ সিদ্দিক

সত্যকে আলিঙ্গন করতে যদি মরণমরণও আসে,ফাঁসির দড়িতে যেন মুচকি হাসে!

জুনা্যেদ সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

"পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের উক্তি পড়ুন,সাফল্যের দরজা খুলুন,,

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

♠♠♠ সাফল্যের ৩টি শর্তঃ
- অন্যের থেকে বেশী জানুন!
- অন্যের থেকে বেশী কাজ করুন!
- অন্যের থেকে কম আশা করুন
---------- উইলিয়াম শেক্সপিয়ার।
♣♣♣সুন্দর ভাবে বাচতে হলে তোমার দুটো জিনিস দরকার তা হচ্ছে বুদ্ধি এবং রুচিবোধ
--------জে জি হুইটিয়ার।
♠♠♠ আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়
-------------- শেকসপীয়ার।
♣♣♣কেউ বা মরে কথা বলে,আবার কেউ বা মরে কথা না বলে
--------রবীন্দ্রনাথ ঠাকুর।
♠♠♠ চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না।
--------------- রবি ঠাকুর।
♠♠♠ ''মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন,
কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে''
---------- কাজী নজরুল ইসলাম।
♣♣♣তোমার যদি পরিতৃপ্ত মন থাকে তবেই তুমি জীবনকে উপলদ্ধি করতে পারবে
---------প্লুটাস।
♠♠♠ বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম।
---------------- কাজী নজরুল ইসলাম।
♠♠♠ জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম,
যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না।
----------- জন ডব্লু গার্ডনার।
♪♪♪মানুষের কল্পনাশক্তি না থাকলে পৃথিবীর এত উন্নতি সাধিত হত না
----------মার্শাল।
♠♠♠ ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা ...
মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয়
শুরু করে তারা তা নিজেও জানেনা ।
------------- সমরেশ মজুমদার ।
♠♠♠ বিরক্তিকর কোনো মানুষ ফ্রড হতে পারে না । পৃথিবী তে ফ্রড মাত্র ই ইন্টারেস্টিং ক্যারেক্টার হয় ।
----------- হুমায়ূন আহমেদ।
♣♣♣জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই
--------ইমারসন।
♠♠♠ প্রেম হয় শুধু দেখা ও চোখের
ভাল লাগা থেকে, রাগ থেকে
প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম
হয়, প্রেম হয়
অপমান থেকে, এমনকি প্রেম
হয় লজ্জা থেকেও। প্রেম
আসলে লুকিয়ে আছে মানবসম্প্রদায়ের
প্রতিটি ক্রোমসমে। একটু সুযোগ
পেলেই সে জেগে উঠে।
---------------- হুমায়ূন আহমেদ।
♥♥♥মানুষের জীবন এক চমৎকার উপকথা,যা বিধাতা নিজে লিখেছেন
--------হ্যন্স ক্রিশ্চিয়ান এন্ডারসন।
♠♠♠ একজন সুন্দর, আকর্ষণীয় রমণীর পাশে ২ ঘণ্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে!! এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় ২ মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন!!
------------- আলবার্ট আইনস্টাইন।
♣♣♣জীবন মানেই সাফল্য এবং সাফল্য মানেই দুর্ভোগ
-------ভ্যানলুন।
♠♠♠ আমি সবসময়ই পরীক্ষার বিরোধীতা করি। পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে। শিক্ষার্থীর জীবনে কোন ভাবেই দুইটির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়। আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করতাম। শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনতো তা হলেই আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম।
-------------আইনস্টাইন।
♠♠♠ দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।
------------অ্যারিস্টটল।
♠♠♠ স্বপ্ন সেটা নয় , যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে
সপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না
------------ ডঃ এ.পি.জে.আব্দুল কালাম।
♠♠♠ আমি বিশ্বের সব ইহুদী মারতাম, কিন্তু কিছু ইহুদী বাঁচিয়ে রাখলাম যাতে পুরো বিশ্ব বুঝতে পারে যে কেন আমি তাদের মেরেছি"
---------------- হিটলার।
♠♠♠ যখন তুমি মারা যাবা
তখন তোমার ব্যাংকে
যে পরিমান টাকা থাকবে
সেটা হল ওই টাকা
যা তুমি তোমার প্রয়োজনের চেয়ে
অতিরিক্ত কাজ করে আয় করেছ.....
------------- হিটলার।
♠♠♠ ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে,
কিন্তূ সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে |
----------- শেকসপীয়ার।
♠♠♠ মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!
---------- হুমায়ুন আহমেদ।
♠♠♠ পাখি উড়ে গেলেও পলক
ফেলে যায় আর মানুষ
চলে গেলে ফেলে রেখে যায়
স্মৃতি ।
--------- হুমায়ূন আহমেদ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৮

বিজন রয় বলেছেন: দারুন সব কথারা!

২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৪

ফ্রিটক বলেছেন: সুন্দর লাগল।

৩| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২২

জুনা্যেদ সিদ্দিক বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.