![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যকে আলিঙ্গন করতে যদি মরণমরণও আসে,ফাঁসির দড়িতে যেন মুচকি হাসে!
বিয়ে হচ্ছে বুদ্ধির কাছে কল্পনার জয় আর দ্বিতীয় বিয়ে হচ্ছে অভিজ্ঞতার কাছে আশার জয়
------স্যামুয়েল জনসন।
ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্ত
------------রবীন্দ্রনাথ ঠাকুর।
ভালবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভাল। বিয়ে হলে মানুষটা থাকে ভালবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়ত বা ভালবাসাটা থাকে,শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালবাসা এই দুয়ের মধ্যে ভালবাসাই হয়ত বেশি প্রিয়।
-------হুমায়ূন আহমেদ
মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে , কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে । মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গেছে বটে , কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিৎ উপরে আছে , সেইজন্যই তাড়া
--------রবীন্দ্রনাথ ঠাকুর।
নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, স্ত্রীর সম্বন্ধে তাহার ভাবটা সেইরূপ হইয়া উঠে
---------রবীন্দ্রনাথ ঠাকুর।
যাকে তাকে গছিয়ে দেওয়ার নামই বিবাহ নয় ! মনের মিল না হলে বিবাহ করাই ভুল
---------শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৩
জুনা্যেদ সিদ্দিক বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২১
বিপরীত বাক বলেছেন: শেষ কোট টা এ যুগে ভুল।
৩| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৬
অগ্নি কল্লোল বলেছেন: ভাল লাগলো।
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৫
জুনা্যেদ সিদ্দিক বলেছেন: ধন্যবাদ।
৪| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০২
আরণ্যক রাখাল বলেছেন: খালি এই কয়টা?
৫| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিয়ে না করলে কী হয়?
হতাশ স্বামীর প্রশ্ন।
বিয়ে করলে কী হয়?
বাচ্চা কাচ্চা হয় আর কিছুদিন পর পর স্ত্রীর সাথে ঝগড়া হয়-ছাপোষা স্বামীর উত্তর।
৬| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬
ঝাপসা বালক বলেছেন: আমাদের রেল মন্ত্রীর একটা উক্তি রাখা দরকার ছিল ।
৭| ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১:৫২
বিবাহ অভিযান বলেছেন: খুব ভালো বলেছেন: ভাল লাগলো।view this link
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪১
হালি্ বলেছেন: রবিদার কথাডি ভালা পাইলাম