নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

আমাদের মাকড়সার কোমর

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৭





বিখ্যাত ব্যক্তিত্ব প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ অনুদিত একটি বই পড়েছিলাম ছোটবেলায়। নাম ' সূর্যি মামার রথে" দুনিয়ার প্রায় সব দেশের একটি করে ছোট ছোট উপকথা বইটিতে স্থান পেয়েছিল। তার মধ্যে একটা গল্প ছিল 'মাকড়সার কোমর এত চিকন কেন'? সেটা কোন দেশের উপকথা এখন আর মনে নেই। যাক গল্পটা বলি।

আমরা এখন মাকড়সার কোমর যেমন চিকন দেখি একসময় কিন্ত তা ছিল না। যথেষ্ট মোটাসোটা কোমড় নিয়ে তারা পৃথিবীতে ঘুরে বেড়াতো। তেমনি সময় এক দেশে এক মাকড়সা ছিল ভীষন লোভী আর পেটুক টাইপের। কোনখানে রান্নাবান্নার গন্ধ পেলে তাকে আটকে রাখা দায়।



সেই গ্রামে কোন ভোজসভা হয়েছে আর মাকড়সা মশাই যায়নি এমনটা খুব কমই ঘটেছে। কিন্ত অনেক সময় খবর না পাওয়ায় সে কোন কোন ভোজনপর্বে হাজির হতে পারতোনা । এটা ছিল তার জন্য ভীষন মনবেদনার এক কারন।



অনেক ভেবে ভেবে সে একদিন একটি বুদ্ধি বের করলো ।বুদ্ধিটা হলো যদি সে তার কোমরে একটি দড়ি বেধে ভাড়া করা দুজনের হাতে দিয়ে রাখে তবে যেদিকে টান পড়বে বুঝবে সেখানেই খাওয়া দাওয়া চলছে।যা ভাবা তাই কাজ। কোমরে একটা লম্বা দড়ি বেধে দুজনের হাতে দিয়ে মাকড়সা মনের সুখে ঘুমায়।আর দড়ির যেদিকে অর্থাৎ ডান দিকে টান পড়লে ডান দিকের দাওয়াত খেয়ে আসে, বা দিকে টান পড়লে বাদিকে। এভাবে ভালোই দিন কেটে যাচ্ছিল।

কিন্ত একদিন ঘটলো বিপত্তি।সেদিন একই সাথে দুটি ভোজসভা তাও আবার গ্রামের দুই প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে।আর মাকড়সার নির্দেশ মত সাথে সাথে দুজনই তখন প্রচন্ড জোরে দড়ি ধরে দুদিকে টানতে শুরু করলো।মাঝখানে বেচারা মাকড়সার কোমর। সেই প্রচন্ড টানাটানির চোটে মাকড়সার কোমড় এত চিকন হলো যা আমরা এখন দেখে থাকি। আর যা কিনা কোনদিনই আগের মত হলো না। তারপর থেকে সারা দুনিয়ার সব মাকড়সার কোমরই চিকন /:)



আমাদের অবস্থাও বর্তমানে সেই মাকড়সার মত হতে চলেছে ? তবে হলে মন্দ না !! চিকন কোমর কিন্ত সৌন্দর্যের প্রতীক :P

মন্তব্য ৬৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২২

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল, কিছুক্ষনের জন্য পন্চান্ন ষাট বছর পেছনে চলে গেছিলুম। ধন্যবাদ আপনাকে।

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৪

জুন বলেছেন: অনেক ধন্যবাদ ঢাকাবাসী,
অনেকদিন পর মনে হয় আপনাকে দেখলুম:)

২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
হিহিহ, মজা :) ||

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯

জুন বলেছেন: মজা ইমরাজ কবির মুন :-* :|

৩| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩০

মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা !! সকাল বেলা একচোট হাসার সুযোগ দেবার জন্য অনেক ধন্যবাদ আপু।

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪

জুন বলেছেন: তাই নাকি !! অনেক খুশী হোলাম মহামহোপাধ্যায় হাসতে ভুলে যাবার দেশে হাসাতে পেরে :)
অনেক ধন্যবাদ ।

৪| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪১

মুরশীদ বলেছেন: দুই দলের টানাটানিতে আমাদের কোমরও বর্তমানে মাকরসার সাইজ হতে চলেছে ;) +++++

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০১

জুন বলেছেন: ক্যাটরিনা কাইফের সাইজ জিরো :!>
সে না খেয়ে না খেয়ে বানিয়েছে আর আমাদেরটা অটোমেটিক হচ্ছে ;)

৫| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫

জুল ভার্ন বলেছেন: চমতকার পোস্ট!!!

প্রতি দিনের মত আজও অনেকগুলো পত্রিকার হেড লাইনে চোখ বুলাচ্ছিলাম-কোথাও কোনো সুসংবাদ নেই-শুধু ধংশের ইংগীত! সত্যি আমরা কোন দেশে বাসকরছি! সরকার কোথায় নিয়ে যাচ্ছে-দেশটাকে? কি পরনতি অপেক্ষা করছে এদেশের মানুষের ভাগ্যে? সভ্যতা আর বর্বরতার মাঝখানকার সীমারেখা খুব সুক্ষ্ম। মহাত্মা গান্ধী আর ণরাধম(নরেন্দ্র মোদী)মোদী একই সংস্কৃতির মানুষ হয়েও কর্ম আর মানষিকতায় কতইনা বিপরীত!

সপ্তম ভাল লাগা।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৭

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুলভার্ন মন্তব্যটি যথার্থ হয়েছে, অনেক ভালোলাগলো অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে। আশাকরি এখন থেকে আপনাকে নিয়মিত পাবো ব্লগে সাথে আপনার মুল্যবান তথ্যপুর্ন পোষ্টসহ ।
শুভকামনা দ্বিপ্রহরের.....

৬| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

সায়েম মুন বলেছেন: ইদানীং আমার কোমড় অনেক বেড়ে গেছে। এরকম প্রযুক্তি হলে মন্দ হয় না। :P
গল্পটা পড়তে গিয়ে হাসি পেল। সেই সাথে সারকথায় এসে মনটা খারাপও হলো।

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭

জুন বলেছেন: কেন বউয়ের হাতের মজাদার রান্না খেয়ে মুন ??
হু সার কথাটাই তো আমাদের জন্য অত্যন্ত মর্মভেদী :(
সকালের শুভেচ্ছা....।

৭| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৯

সুন্দর সমর বলেছেন: বইটা আমিও পড়েছিলাম। শিশুকালে। বইয়ের নামটা ও কিছু কাহিনী ছাড়া আর কিছুই মনে নেই। তবে ওটা বড়ই উপাদেয় ও সুস্বাদু ছিল। ওটাতে আফগানিস্তানের একট রূপকথা ছিল। মনে আছে কি কাহিনীটা?
ধন্যবাদ।

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪১

জুন বলেছেন: অনেক ধন্যবাদ মন্ত্যবের জন্য :)
আমিও ঐ শিশুকালেই পড়েছিলাম। কত পুরোনো বই আছে আমাদের আর এই বইটা একজন ধার নিয়ে হারিয়ে ফেলে। এরপর অনেক খুজেও আর বইটি পাইনি। গল্প দুয়েকটা হাল্কা মনে আছে। আফগানিস্তানেরটা মনে নেই ভাই।
আপনার কাছে বইটার খোজ থাকলে কাইন্ডলি একটু জানাবেন।

৮| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

আমিভূত বলেছেন: উপযুক্ত সময়ের গল্প ! ভালো লাগলো :)

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪২

জুন বলেছেন: ভালোলাগলো শুনে আমারও অনেক ভালোলাগলো আমিভুত :)
অনেক ধন্যবাদ ।

৯| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৩

অদ্বিতীয়া আমি বলেছেন: চমৎকার লাগল , পড়তে

এবং আপু , শেষ কথায় যা বলেছেন , সময়ের সাথে যথার্থ

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৪

জুন বলেছেন: সময়ের সাথে যথার্থ অদ্বিতীয়া আমি ;)

১০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চিকন কোমর কিন্ত সৌন্দর্যের প্রতীক!!! হাসতেই আছি B-)) B-)) B-))

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৯

জুন বলেছেন: মিছা বলি নাই জনৈক গন্ডমুর্খ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা খেয়াল করেন। আর স্বাস্থ্যগত কারনও আছে =p~

১১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

মুনসী১৬১২ বলেছেন: ধূসর সময়

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৯

জুন বলেছেন: :( :( মুনসী

১২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: একটা চোরকে প্রশ্ন করা হলো : তুই কত পরিমানে মাইর সহ্য কর্তে পারবি ?

উত্তরে সে বলল: যদি বাঁইন্ধা মারেন তাহলে যত দেবেন ততই পার্মু। আর যদি ছেড়ে দিয়ে মারেন তাহলে দু একটা। তারপরই দৌড় লাগামু।

আমরা তো বাঁধা চোর।

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০১

জুন বলেছেন: আমরা তো বাঁধা চোর

কি দুঃসহ মর্মান্তিক জীবন আমাদের মেঘনা পাড়ের ছেলে :(

১৩| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫০

স্পাইসিস্পাই001 বলেছেন: চিকন কোমর কিন্ত সৌন্দর্যের প্রতীক :P.....;).....:P

গল্পটা ভাল লাগলো....ধন্যবাদ আপু শেয়ার করার জন্য

... ভাল থাকবেন...

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৯

জুন বলেছেন: আপনিও ভালো থাকুন স্পাইসি :)

১৪| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: এখন কোমড় ছিঁড়ে যাওয়ার অপেক্ষায় আছি আপু :D



ফেসবুকে একটা আইডি খুলেছি আপু।আপনাকে পেলে ভালো লাগবে আপু।
View this link

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৯

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কুনো এড করেছি :)

১৫| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩১

জুন বলেছেন: :| :|

১৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:০১

হিবিজিবি বলেছেন: চিকন কোমর কিন্ত সৌন্দর্যের প্রতীক :) :)

কিন্তু ভয়ে আছি কখন যে এটা ছিড়ে যায়!!!!!!!!!!!! :(

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

জুন বলেছেন: তাই নাকি হিবিজিবি :|
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য :)

১৭| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৬

চাচামিঞা বলেছেন: ওরে রে..... দারুন লিখসেন তো !

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ চাচামিঞা, তবে এটা আমার লেখা নয় :)

১৮| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২২

সারেমল বলেছেন: ভালো লাগলো

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০২

জুন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সারেমল :)

১৯| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস পাঞ্চ!

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৯

জুন বলেছেন: অনেক ধন্যবাদ পান্চটা বোঝার জন্য আলঊদ্দিন আহমেদ সরকার :)

২০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বুঝতেই পারছি, একটু বেশি দেরী করে আপনার ব্লগে আসা হয়ে গেল। চমৎকার গল্প। একেবারে আমাদের জীবনের গল্প। দেশের জনগনের অবস্থা তো মাকড়সার কোমরের অবস্থার মতো। আর কত দিন যে এভাবে চলবে?

ভালো থাকুন জুনাপু।

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২১

জুন বলেছেন: আমারও একই অবস্থা সজীব, বাংলাদেশে না থাকার জন্য উত্তর দিতে দেরী হয়ে গেল ।
আপনিও ভালোথাকুন সবসময় :)

২১| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

শেরজা তপন বলেছেন: বুঝলাম...উদাহরনটা খারাপ না।

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ শেরজা তপন। কাল রাতে দেখলাম অনেকগুলো পর্বের পোষ্ট দিয়েছেন। সময় নিয়ে পড়বো। জার্নির ধকল এখনও সামলে উঠতে পারিনি ।

২২| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৮

রেজোওয়ানা বলেছেন: জুন আপু, গেলা কোথায়?

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫

জুন বলেছেন: হায়দরাবাদ, বিশাখাপটনম, পুরী, কলকাতা হয়ে ২৪শে মার্চ রাত ১২টায় বাংলাদেশে অবতরন রেজোওয়ানা :#>

২৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৮

নেক্সাস বলেছেন: বেশ হাসলাম। ধন্যবাদ

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬

জুন বলেছেন: হাসাতে পারার জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সাস :)

২৪| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর হয়েছে..১৪তম ভালো লাগা।

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৭

জুন বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার। অফলাইনে দেখলাম বেশ কিছু পোষ্ট আপনার, সময় নিয়ে পড়ে কিছু বলবো । না পড়ে কি কিছু বলা যায় বলুন !

২৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৬

বাঘ মামা বলেছেন: আপু কেমন আছো তুমি?



গল্পটা পড়ে হাসছি,তুমি খুব অল্প কথায় অনেক দামি কথা বলো সে আমি জানি,তোমাকে পড়া হয়,আসিনা বলে ভেবনা আমি ভুলে গেছি,অফলাইন পড়ার একটা সিস্টেম আছে জানোইতো।

আমার জন্য দোয়া করো

শুভ কামনা সব সময় আপু।

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

জুন বলেছেন: আরে বাবা বাঘ মামা দেখি ..কতদিন পর দেখলাম..উধাও হয়ে গিয়েছো নাকি শুনি ??
তা জানি অফ লাইন কিন্ত আমি যে অন লাইনে দেখতে চাই বাঘকে:)
শুভকামনা তোমার জন্যও অনেক অনেক.....

২৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

সায়েদা সোহেলী বলেছেন: :) অনেক দিন আগের গল্প ভুলে গিয়েছিলাম , এখন আর এসব শিক্ষনীয় গল্প আমার সন্তানদের শুনাতে পারি না , তারা শুনতে চায় এলিয়েন এর গল্প । চায় হেরি পটার বুকস. :(

লেখাটা ২০/২৫ দিন আগের . দরি টানাটািনত এখনো চলছে । কোমর কি আছে জায়গায়? ?

ওনেক ধন্যবাদ । ভালো ধাকবেন

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

জুন বলেছেন: ঠিকই বলেছেন আপনি । এখন কোন বাচ্চা আর এসব শুনে না :(
অনেক অনেক ধন্যবাদ সুন্দর এক মন্তব্যের জন্য সায়েদা সোহেলী :)

২৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

জেমস বন্ড বলেছেন: :-B :-B

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৩

জুন বলেছেন: :-* :-*

২৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৯

অ্যানোনিমাস বলেছেন: মজা পেলাম জুনাপা !! :P

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১

জুন বলেছেন: অনেক ধন্যবাদ অ্যানোনিমাস মজা লাগলো বলে :)

২৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: নতুন লিখা চাই।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৩

জুন বলেছেন: দিলামতো কিন্ত কোন খবর নেই /:)

৩০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: :D :D

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

জুন বলেছেন: :-* :-*

৩১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা! যে তুলনাটা দিলেন আপা!!!
B-) B-) B-) চিকন কোমরের মেয়েদের এখন থেকে মাকড়শা বলে ডাকব। ;) ;)

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

জুন বলেছেন: হু এটা কিন্ত সৌন্দর্যের প্রতীক কাল্পনিক _ ভালোবাসা :!>
অশেষ ধন্যবাদ :)

৩২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কেমন আছেন? :P

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

জুন বলেছেন: মোটামুটি ..অনেক ঝামেলার মধ্যে দিয়ে দিন যাচ্ছে।
খবর নেবার জন্য অনেক ধন্যবাদ রইলো :)

আপনি কেমন আছেন স্বর্না ??

৩৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭

শোভন শামস বলেছেন: পুরনো গল্পের কথা গুলো ভালই লাগে

ধন্যবাদ

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

জুন বলেছেন: ঠিকই বলেছেন শোভন শামস। শিক্ষনীয় কিন্ত কাজে লাগাইনা :|
মন্তব্যে ধন্যবাদ অনেক।
ভালো আছেন তো ??

৩৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২

মেহেদী হাসান মানিক বলেছেন: হাচা কতা????

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৪

জুন বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.