নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুর্য রোশনির মাস জুন ।
জানিনা আজ থেকে কত বছর আগে আজ এই দিনে উনি ওনার মা এর কোল আলো করে এই পৃথিবীতে এসেছিলেন। তবে ওনার মা যে একজন সফল পুত্রের গর্বিত মাতা এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। আজ তার সেই পুত্র তাজবীন তথা রামনের শুভ জন্মদিনে আমার প্রান ঢালা শুভেচ্ছা রইলো ।
নীলাকাশে এক টুকরো মেঘের মত শান্তিময় হোক তার জীবন।
মিথুন রাশির মানুষ গোলাপ সুগন্ধি মাসের শুভেচ্ছা।
সবশেষে কেক ছাড়া আজকাল আমাদের জন্মদিন কি হয় !
মা এর হাতে তৈরী সেই পায়েসের যুগ কোথায় হারিয়ে গেছে ।
সামু থেকে হারিয়ে যাওয়া আমার আরেক প্রিয় ব্লগার হুপফুলফরইভার এরও আজ শুভ জন্মদিন ।তাকেও জানাই কেক সহ অনেক অনেক ফুলেল শুভেচ্ছা।
২| ১২ ই জুন, ২০১৩ সকাল ৮:১১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দুজনকে জন্মদিনের শুভেচ্ছা
৩| ১২ ই জুন, ২০১৩ সকাল ৮:১৪
বাংলাদেশী দালাল বলেছেন: শুব জন্মদিন জুন এবং তাজবীন ।
৪| ১২ ই জুন, ২০১৩ সকাল ৮:২১
সত্যচারী বলেছেন: শুভ জন্মদিন
৫| ১২ ই জুন, ২০১৩ সকাল ৮:২৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: শুভ জন্মদিন
৬| ১২ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: শুভ জন্মদিন জুন আপু।
শুভ জন্মদিন তাজবীন।
৭| ১২ ই জুন, ২০১৩ সকাল ৮:৪২
মামুন রশিদ বলেছেন: দুজনকেই জন্মদিনের শুভেচ্ছা ।
প্রিয় জুনা'পু ওরফে জোনাকি আপুর জন্য স্পেশাল,
বৃষ্টি ভেজা জুনে 'করমচা' শুভেচ্ছা ।
৮| ১২ ই জুন, ২০১৩ সকাল ৯:২০
লেখোয়াড় বলেছেন:
আপনার আর রামনকে জন্মদিনের শুভেচ্ছা।
ভাল থাকুন সারাজীবন।
৯| ১২ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হ্যাপি বার্থডে টু ইউ........... হ্যাপি বার্থডে টু ইউ...........হ্যাপি বার্থডে টু জুন আপু.......হ্যাপি বার্থডে টু ইউ...............
হাততালি........(কেক কাটা হচ্ছে_)
১০| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার আর রামনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
১১| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৮
শাহেদ খান বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা !
(নিজের জন্য কেক-এর একটা পিস কেটে নিয়ে গেলাম )
১২| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৯
মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে শুধু শুভেচ্ছা ।
রামন ভাইকে জন্মদিনের শুভেচ্ছা ।
১৩| ১২ ই জুন, ২০১৩ দুপুর ২:০১
সোহাগ সকাল বলেছেন: আজকে আপনার জন্মদিন! এইটা হতে পারেনা! কেক-টেক দাওয়াত-মাওয়াত কিছু নাই!
রামনকে জন্মদিনের শুভেচ্ছা। আপনারটা নাই!
১৪| ১২ ই জুন, ২০১৩ দুপুর ২:০২
ভিয়েনাস বলেছেন: শুভ জন্মদিন প্রিয় জুনাপু, রামন ও তাজবীন
১৫| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: শুভ জন্মদিন!!!
১৬| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
ত্রাতুল বলেছেন:
কেক্কুক খাইতে আইছি! হোগলা বিছাইয়া বইলাম!
১৭| ১২ ই জুন, ২০১৩ রাত ৮:২৫
আমিভূত বলেছেন: শুভ জন্মদিন ব্লগার তাজবীন এবং জুন আপু
১৮| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:৫৫
মুরশীদ বলেছেন: হ্যাপী বার্থডে রামন,
মেনি হ্যাপি রিটার্নস অফ দ্যা ডে ।
১৯| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:০৬
ইমরাজ কবির মুন বলেছেন:
সবাইকে হ্যাপি বার্থডে ||
২০| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:০৯
তন্দ্রা বিলাস বলেছেন: আপনাদের দুজনকেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।
শুভ জন্মদিন।
২১| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৫৯
মহামহোপাধ্যায় বলেছেন: তিন ব্লগারের জন্মদিনে রইল অনেক অনেক শুভেচ্ছা। মনে হয় একঘন্টা দেরী করে ফেলেছি
২২| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:০৪
ফারজুল আরেফিন বলেছেন: শুভ জন্মদিন।
২৩| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:০৮
তারছেড়া লিমন বলেছেন: শুভ জন্মদিন
২৪| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:৪১
আল ইফরান বলেছেন: শুভ জন্মদিন
২৫| ১৩ ই জুন, ২০১৩ রাত ২:১৭
*কুনোব্যাঙ* বলেছেন: মিথুন রাশি [ মে ২১ - জুন ২০ ]
শাসক গ্রহ :বুধ
সংখ্যা :৫
বৈশিষ্ট্য :বাতাস
শুভ রং :হালকা সবুজ, আকাশি, ক্রিম, কমলা ও লাল
ধাতু :রুপা ও প্লাটিনাম
শুভ রত্ন :পান্না, ফিরোজা, জেড ও বেরিল
শুভ দিন :বুধবার
মিথুন পুরুষ বা নারী সবাই রক্ষণশীল। পুরোনো আমলের কথাবার্তা কিংবা ব্যক্তিদের ব্যাপারে, কিংবা যারা কোনো একটা অবস্থানে দাঁড়িয়ে নিজেদেরকে মেনে নিতে পারে না তাদের ব্যাপারে খুবই অধৈর্য গোছের। মিথুনেরা সাধারণত অন্যদের তুলনায় আকর্ষণীয়ভাবে চিকন, লম্বা, প্রাণশক্তিপূর্ণ হয় যদি না তাদের উপর গ্রহ-নক্ষত্রের নেতিবাচক প্রভাব থাকে। তাদের অনেকের মধ্যেই একটা ছোট এবং তীক্ষ বৈশিষ্ট্য থাকে যেন তারা কোনো একটা নাটকের বিশেষ একটি চরিত্রের অতিথি শিল্পী। তাদের অনেকের চোখ আবার বাদামী। মিথুনেরা তাদের চোখ কয়েক সেকেন্ডের বেশি কোনো কিছুতে স্থির রাখতে পারে না। বস্তুত, তাদের সতর্ক, সদা-চঞ্চল চোখগুলোই হয়তো তাদেরকে চিনবার সহজতম উপায়। মিথুনদেরকে কোনো মানসিক ক্ষিপ্রতার চ্যালেঞ্জ করাটা সম্পূর্ণ বৃথা, কেননা তারা কথা দিয়ে নিজেদেরকে খুব ভালোই প্রমাণ করতে পারে আর খুব সহজেই সে করতে পারে। তারা নিজের পায়ে দাঁড়ানো অবস্থায় কিংবা অন্য যেকোনো অবস্থায়ই খুব তীক্ষভাবে বিদ্রূপাত্মক হতে পারে, আর তারা চালাকিতে প্রায় সবাইকেই ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য রাখে। কিছু কিছু মিথুন জাতক-জাতিকারা অন্য যারা ধীর-স্থিরভাবে চিন্তা করে অভ্যস্ত তাদেরকে নিজেদের ক্ষীপ্র মানসিক ক্ষমতার দ্বারা বোকা বানিয়ে কিংবা চিন্তামগ্ন করে তুলে একধরনের দুষ্টু প্রকৃতির আনন্দ উপভোগ করে থাকে।
মিথুনদের সবচেয়ে আলোচিত বিষয় হলো দ্বৈততা। তারা দুটো কাজ একসাথে খুব সহজেই করতে পারে। ওই দুটোর যেকোনো একটা কাজই হয়তো অনেকই তত সহজে করতে পারবে না।
অস্থির প্রকৃতির বুধ-স্বভাববিশিষ্ট মিথুনেরা সব সময়ই উত্তেজনা আর পরিবর্তন প্রত্যাশা করে। আর এসব না পেলে তারা অন্যমনস্কভাবে বিষণ্ন হয়ে ওঠে। প্রত্যেক মিথুনের মধ্যেই নিজেদের ভেতরের আসল লক্ষ্য আর উদ্দেশ্যকে চেপে রাখার একটা দৃঢ় সংকল্প থাকে।
মিথুন আর লেখালেখির মধ্যে একটা অদ্ভুত যোগাযোগ রয়েছে। এই রাশি নিজেই লেখালেখির ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। তাই প্রায় সব মিথুনই যেকোনো একটা বুদ্ধিদীপ্ত মন্তব্য করে বুদ্ধিমত্তার সাথে আরও কিছু শব্দ সহজেই জুড়ে দিতে পারে। প্রচুর সংখ্যক মিথুন আছেন যারা বিজ্ঞাপনচিত্র, ভাষণ, প্রামাণ্য চিত্র, নাটক এবং বই ইত্যাদি লেখালেখির সাথে জড়িত। কিন্তু বইগুলো হবে উপন্যাস, কিংবা পাঠ্যবই, কিংবা বাস্তবভিত্তিক কাহিনী এবং জীবনবৃত্তান্ত।
মিথুন গাছে বসা একটা পাখিকে আকর্ষণ করে বাইরে বের করে আনতে সক্ষম এবং তার জন্যে পাঁচটি নতুন গানও সে বানিয়ে দেবে। কিন্তু তার বুধ শাসিত অস্থির মনটা সহজেই এড়িয়ে যাবে তার ঘরের পেছনের সেই নীলকণ্ঠ সুখের পাখিটিকে যে বছরের পর বছর ধরে তার জন্যে ব্যাকুল হয়ে অপেক্ষা করছে।
এটুকুই মিথুনকে ব্যাখ্যা করতেই যথেষ্ট।
বন্ধুত্ব ও জীবন সঙ্গী---
এ জাতক/জাতিকার সঙ্গে তুলা ও সিংহ রাশির কারও সঙ্গে সম্পর্ক গভীর হতে পারে। এ জাতকের সবচেয়ে ভালো বন্ধু হতে পারে মেষ জাতিকা। আবার অনেক সময় এ জাতিকার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে কর্কট জাতকের। মিথুন ও সিংহের সমন্বয়ে ভালোবাসার ঘর হতে পারে দৃঢ়। এদের প্রধান শত্রু হতে পারে কুম্ভ জাতক/জাতিকা।
** ফেসবুক বিল্লি র সৌজন্য প্রাপ্ত
২৬| ১৩ ই জুন, ২০১৩ রাত ২:২০
*কুনোব্যাঙ* বলেছেন: *সৌজন্যে
২৭| ১৩ ই জুন, ২০১৩ রাত ৩:৪২
রামন বলেছেন:
এই পোস্টে যে সকল সন্মানিত ব্লগার তাদের মূল্যবান মন্তব্য দিয়েছেন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই অভিনন্দন এবং কৃতজ্ঞতা।
সেই সাথে পোস্টদাতার জন্য রইলো একরাশ শুভেচ্ছা।
২৮| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:০৩
ঘাসফুল বলেছেন: কেক্কুক কি শ্যাষ?
হেপ্পি বার্থ ডে রামন...
২৯| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:০৭
আরজু পনি বলেছেন:
তাজবীন নামটা পড়ে মেয়ে মনে করেছিলাম।
দু'জনের জন্মদিনেই শুভেচ্ছা রইল।।
৩০| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:১২
দায়িত্ববান নাগরিক বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা ব্লগার রামনকে !
৩১| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৫
রামন বলেছেন:
আরজুপনি @
আপনি ঠিকই ধরেছেন। তাজবীন / তাসবিন ( tasbin )নাম সাধারনত মেয়েদের হয়ে থাকে। এখানে যে তাজবীনের কথা বলা হয়েছে তিনি আমার মিসেস। আমি যখন প্রথম সামুতে রেজিস্ট্রি করি তখন আমার মিসেসের ই-মেইল আইডি ব্যবহার করেছিলাম এবং পরবর্তীতে কোনো একটি কারণে জুনকেও এই আইডিটি দিয়েছিলাম। এখানে জুনের ইচ্ছাকৃত কোন ভুল নেই কারণ আমি কখনই বিষয়টি তাকে খোলাখুলি বলিনি- প্রয়োজন হয়নি তাই।
শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ।
৩২| ১৪ ই জুন, ২০১৩ রাত ২:৪৫
ঘুড্ডির পাইলট বলেছেন: কয়দিন আগে আপ্নার জন্মদিন গেছে !!! উইশ করলাম মাগার খানা পাইলাম না ।
৩৩| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৬
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা এখানে রামন আর হুপের সাথে আমাকেও শুভেচ্ছা জানিয়েছেন
@ কুনো এই বিশাল রিসার্চের জন্য তোমাকে এক্সট্রা ধইন্যা ।
আর রামন @ আমি দুক্ষিত আমি না জেনে ভাবীর নামটা ব্যাবহার করায়। অনেক নাম ছেলে মেয়ে উভয়েরই হতে পারে যেমনঃ নাসিম, নাহিদ, শওকত এসব নাম আমার আত্মীয়দের মধ্যেই আছে। তাই ভেবেছি এটাও হয়তো .।।।
৩৪| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: লেট হ্যাপী বার্থডে। জুনআপুকে কেও রামন দুজনকেই শুভেচ্ছা।আমিও মিথুন রাশির পাবলিক।এই লেখা মিস হলো বিভাবে বুঝলাম না।একাল সেকাল যে কালই হোক জন্মদিন ব্যাপারটাআনন্দের। যেমন ভাবে মৃত্যুটা অনেক কষ্টের।
১৪ ই জুন, ২০১৩ রাত ৮:১৭
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার আমাদের পক্ষ থেকে।
দু একদিন দেরী কোন ব্যাপার না।
আর আমারতো সারামাসই জুন
৩৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৩২
আরমিন বলেছেন: বার্থ ডে আপু , কেমন আছেন ? আমাদের ফিলিপাইনের ছবি দেখার দাওয়াত থাকলো !
১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৩
জুন বলেছেন: ওকে যাবো ফিলিপাইন দেখতে অবশ্যই আরমিন
নেট এত স্লো কাল থেকে সামুতে লগ হতে পারি না। তাছাড়া নিজের কিছু ঝামেলাও আছে
অনেক ধন্যবাদ শুভেচ্ছার জন্য, ভালো থাকা হোক আরমিনেরও
৩৬| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৩৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক দেরিতে, তবু বলছি- শুভ ভূমিষ্ঠক্ষণ।
৩৭| ১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩১
কালোপরী বলেছেন: শুভেচ্ছা
৩৮| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:৩১
মোঃমোজাম হক বলেছেন: মাইরি বলছি পায়েসের ছবি দেখে লোভ সামলানো দায়
১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৪
জুন বলেছেন: ঠিক বোলেচেন তো দাদা
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০১৩ সকাল ৮:০৪
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: একজন আরেকজন কে বার্থডে উইশ করলেই হবে খালি ? সমস্ত ব্লগার দের দাওয়াত দিতে হবে ।