নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

মন্তব্য সমস্যা :( মডারেটরডের দৃষ্টি আকর্ষন

২৬ শে জুন, ২০১৫ সকাল ১০:৩৭

মন্তব্য এর ঘরটি দেখতে পারছিনা । না নিজেরটা না অপরেরটা :(
কারো পোষ্টে করা মন্তব্যের উত্তর ও দেখতে পাচ্ছিনা । মডারেটরের দৃষ্টি আকর্ষন করছি ।

ভাই যারা ২ মন্তব্য করেছেন আপনাডের কারো মন্তব্যই দেখটে পাইন। কারো লেখায় মন্তব্য করতে পারিনা । নিজের পোষ্টে কারো মন্তব্যের জবাব দিতে পারছিনা :((
কি হলো :-&

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৫ সকাল ১০:৪৪

প্রামানিক বলেছেন: এটা একটা সমস্যা বটে। মডারেটরের সহযোগীতা কামনা করছি যাতে আমার এই বোনের মন্তব্য সমস্যার দ্রুত সমাধান হয়।

২| ২৬ শে জুন, ২০১৫ সকাল ১০:৫৪

ভারসাম্য বলেছেন: আমি দেখতে পাচ্ছি অবশ্য, কিন্তু আমার অন্য সমস্যা। সমস্যা আমার না, সাইটের। এক এক ব্লগারের জন্য একেক রকম সমস্যা। তবে একজনের সমস্যায় আরেকজনও আক্রান্ত। যেমন মন্তব্য করতে আমার সমস্যা না হলেও, আপনার সমস্যার কারনে আমি হয়তো এই মন্তব্যের উত্তর পাব না যথাসময়ে। আবার আমার পোস্টেও অনেকের মন্তব্য পাব না হয়তো। একইভাবে আমার যে সমস্যা, সেটা আপনার না থাকলেও, ঘুরেফিরে আপনিও ভুক্তভোগী। সর্বসাকুল্যে শেষপর্যন্ত ব্লগসাইটটিই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের আর এমন কী ক্ষতি! :)

৩| ২৬ শে জুন, ২০১৫ সকাল ১১:১৩

কলমের কালি শেষ বলেছেন: আমিতো সমস্যাই জানাতে পারছি না । কারণ ''আপনার সমস্যা জানান'' অপশনটি থেকে ম্যাসেজই যাচ্ছে না । :(

৪| ২৬ শে জুন, ২০১৫ সকাল ১১:৩২

জাকির হায়দার বলেছেন:

৫| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৬

জাকির হায়দার বলেছেন: @কলমের কালি শেষ আপনার সমস্যা মেইল করতে পারেন [email protected] । আমি ''আপনার সমস্যা জানান'' থেকে চেসটা করেছি। এটা কাজ করছে।

৬| ২৬ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার মনে হয় ব্রাউজারের ক্যাশ পরিস্কার করুন অথবা সবচেয়ে ভালো হয় ব্রাউজার আনইন্সটল করে নতুন করে ইন্সটল করে নিয়ে দেখতে পারেন। অনেকের সমস্যার ক্ষেত্রেই মনে হয় কাজে দিবে। আর জুন আপুতো কিছুই দেখতে পারছেন না, তাই আপনাকে আর কেম্নে কি জানাবো?

৭| ২৬ শে জুন, ২০১৫ বিকাল ৫:২৩

কামরুন নাহার বীথি বলেছেন: ব্লগ বিপর্যয়ের পরে আমার সমস্যা হচ্ছিল, লেখা কোনভাবেই প্রথম পাতায় প্রকাশ হচ্ছিল না!

৮| ২৬ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

সুমন কর বলেছেন: আপু আপনি, [email protected] এখানে আপনার সমস্যা জানিয়ে মেইল করুন।

৯| ২৬ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: বিপর্যয়ের মুখে জুন আপা!! মেইল দ্যান, নাইলে মডূ চেনা থাকলে নক করেন।

১০| ২৬ শে জুন, ২০১৫ রাত ১০:০৫

জুন বলেছেন: আপনাদের পরামর্শে আবার আমার প্রিয় সামুতে ফিরে আসলাম ।
সববাইকে আমার প্রানঢালা শুভেচ্ছা :D

১১| ২৭ শে জুন, ২০১৫ রাত ১:০৫

মোঃমোজাম হক বলেছেন: কবে ব্লগ ত্যাগ করেছিলেন জানলামইনা ;)

১২| ২৭ শে জুন, ২০১৫ রাত ১:৫০

সচেতনহ্যাপী বলেছেন: আমার সমস্যাগুলো মিটে গেছে।। তবে আমি চাইছি অনেক সময় মন্তব্য পোষ্ট করার পর মনে হয়,এভাবে না হয়ে ওভাবে হলে ভাল হতো।। মানে পোষ্টের মত মন্তব্যের ঘরেও এডিট অপশনটা।।

১৩| ২৯ শে জুন, ২০১৫ সকাল ১১:৩৪

দীপান্বিতা বলেছেন: এখন ঠিক হয়েছে! ... আপনার নতুন পোস্টের জন্য অধীর আগ্রহে আছি ...

১৪| ২৯ শে জুন, ২০১৫ রাত ১০:৩৭

এহসান সাবির বলেছেন: নতুন পোস্ট কই আপু?

১৫| ০১ লা জুলাই, ২০১৫ সকাল ৯:৫৪

কাবিল বলেছেন: কদিন আগে সামুর সমস্যা ছিল, এখনও দেখি ঝিম ঝিম ভাবটা আছে।

১৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: আমি অনেকের বহু পুরনো লেখায় মন্তব্য করেই যাচ্ছি, কিন্তু তারা বোধহয় তা মোটেই দেখতে পাচ্ছেন না।

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

জুন বলেছেন: হা হা হা ভাই খায়রুল আহসান আসলে আমি এত দৌড়ের উপর আছি তা বলার নয়। এসে যখন একের পর এক পোষ্ট দিবো তখন বুঝতে পারবেন আমি কি অবস্থায় ছিলাম। এখনো মাত্র রুমে ঢুকেই নেটে ঢুকলাম। ছেলেকে রেখে এসেছি ব্যংকক, সে আসবে না। তার কোন খবর আছে কি না দেখার জন্য। সুতরাং নানা রকম দৌড়াদৌড়িতে অনেক কিছুই দেখতে পাচ্ছি না :)

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

খায়রুল আহসান বলেছেন: Take your time, June.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.