নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৮
জুন বলেছেন: আমারও তাই মনে হয়েছিল সাইরাস
২| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫
সুমন কর বলেছেন: তেমন কিছু নই
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯
জুন বলেছেন: কৈ আর তেমন কিছু
৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭
গেম চেঞ্জার বলেছেন: হুঁ......
(তাহলে আপনি দেশে!)
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯
জুন বলেছেন: হ্যা অনেক দিন হলো দেশে । আবার যাবার প্রস্ততি নিচ্ছি
৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭
আরণ্যক রাখাল বলেছেন: বেঁচে আছি
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০২
জুন বলেছেন: আল্লাহতালার অশেষ রহমত আরন্যক
৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১০
জুন বলেছেন: ভয়ংকর
৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৮
রমিত বলেছেন: বেঁচে আছি। আমি ঢাকায়। তবে মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছিনা।
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০১
জুন বলেছেন: আমার স্বামী বাসার বাইরে ছিল । ভুমিকম্প থামার পর নেমে গেলাম নীচে কিন্ত মোবাইলে নেটোয়ার্ক পাচ্ছিলাম না ।
৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯
প্রামানিক বলেছেন: ভুমিকম্পের খবর দেয়ার জন্য ধন্যবাদ আপা।
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০১
জুন বলেছেন: আমি সাথে সাথেই টের পেয়েছিলাম প্রামানিক ভাই । আল্লাহর অশেষ রহমত যে বেচে আছি ।
৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪
মিজানুর রহমান মিরান বলেছেন: শেষ হয়েছে, কিন্তু টের পাইনি!
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০২
জুন বলেছেন: অনেকে যারা রাস্তায় বা গাড়ীতে ছিল তারা টের পায়নি শুনেছি
৯| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৭
সচেতনহ্যাপী বলেছেন: একটু আগেই নিকটজনদের কাছ থেকে জানতে পারলাম।। কন্যার কথা মরলে তিনজন একসাথেই মরতে চাই।। তা না হলে তুমি আরেকটা স্বর্না এনে নেবে।। ।। এতো বড় হয়েছে, বুদ্ধি বাড়ে নি,যদিও শয়তানী বুদ্ধি ষোলআনাই।। হাঃ হাঃ হাঃ।।
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৪
জুন বলেছেন: বাচ্চারা বাবা মা এর কাছে কখনো বড় হয় না সচেতনহ্যাপী
১০| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৮
সচেতনহ্যাপী বলেছেন: কিছু মনে না করলে বলবো,ফেবু ষ্টাইলের পোষ্ট কেন!!
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৩
জুন বলেছেন: তখনো ভুমিকম্প হচ্ছিলো সচেতনহ্যাপী, তাই স্ট্যাটাস এর মত পোষ্ট
১১| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৬
রঙ তুলি ক্যানভাস বলেছেন: খুব ভয় পেয়েছিলেন নাকি আপু? ইদানিং আর তেমন ভয় লাগেনা,এত ঘন ঘন হচ্ছে!!তবে আগে একবার মাঝরাতে যে বড় একটা ভুমিকম্প হল সেবার ভালই ভয় পেয়েছিলাম। এত জোরে কাপছিল সব, ভেবেছিলাম আমি একলা মরে পড়ে থাকব মজার ব্যাপার হল যেবারই একটু বড় ভূমিকম্প হয় আমি একা থাকি আর কাল ভূমিকম্প থামার পর বারান্দা থেকে দেখলাম মানুষ সব রাস্তায়,কেন যে মানুষ আতংকিত হয়ে এমন করে...
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪১
জুন বলেছেন: প্রথম দুলুনিটা পাত্তা দেই নি। তখন বসে বসে ট্যাবে সামুকে নিয়েই ছিলাম রঙ তুলি। তাই এই স্টাটাস মার্কা পোষ্ট। তারপর যখন ভালোমত শুরু হলো তখন ডাইনিং রুমের পিলারের নীচে দাড়ালাম।
আমি রাস্তায় নামলাম সব কিছু থেমে যাবার পর অবস্থা দেখতে। কখন জানি মরি তবে মরার ও তো হাই টাইম যাচ্ছে
১২| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭
ইমরাজ কবির মুন বলেছেন:
asha kori manosik dhakka kataye uthte parsen etokkhone.
noboborsher shuveccha Juneunty
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৯
জুন বলেছেন: আপনার জন্য ও রইলো নববর্ষ এর রঙিন শুভেচ্ছা ইমরাজ কবির মুন।
১৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৬
উদাসী স্বপ্ন বলেছেন: ভূমিকম্পের জন্য কি নববর্ষ পালন স্থগিত আছিলো নাকি? নয়া পুস্ট চাই ফটুক স হ!
১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৩
জুন বলেছেন: আমিতো নব বর্ষ পালন করি না উদাসী। নয়া পুষ্ট রেডী হচ্ছে একেবারে আমার নিজ হাতে তোলা ছবি দিয়ে। একটু অয়েট করেন
১৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪২
এডওয়ার্ড মায়া বলেছেন: শুভেচ্ছা আপু
১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৩
জুন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
১৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৩
হাফিজ বিন শামসী বলেছেন: কোন ক্ষয়ক্ষতি?
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০১
জুন বলেছেন: না ভাই আল্লাহতালার অশেষ রহমত ছিল।আশাকরি আপনাদেরও কোন ক্ষয় ক্ষতি হয়নি।
১৬| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৬
ফয়সাল রকি বলেছেন: শুভ নববর্ষ জুন আপু...
ভূমিকম্পের সময় বাসে ছিলাম, জ্যামে। বুঝতে পারি না।
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০১
জুন বলেছেন: শুভ নববর্ষ আপনার জন্যও ফয়সাল রকি ।
১৭| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৭
মির্জা বাড়ির মেজো বউ বলেছেন: ভুমিকম্প রোধে বিল্ডিং এর বেইজ ডিজাইন করার আগে যা যা করণীয়
১৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮
খায়রুল আহসান বলেছেন: চারদিন পরে দেখলাম, তবুও মাত্র দুটো শব্দের এই পোস্টটাকে ভালো লাগলো।
অনেককে বলাবলি করতে শুনলাম, আজ রাতে (আগামী ২৪ ঘন্টায়) নাকি ভূমিকম্প হবার সম্ভাবনা আছে। জানেন কিছু বা শুনেছেন কিছু?
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩
জুন বলেছেন: আজ রাতে! কি বলেন এই সব! শুনেই তো ভয় পাচ্ছি
দোয়া করবেন যেন প্রথম ধাক্কাতেই মরে যাই। স্ল্যবের নীচে চাপা পরে ধুকে ধুকে মরতে চাই না খায়রুল আহসান। ভালো থাকুন, সুস্থ থাকুন যা আমাদের এই বয়সের জন্য সবচেয়ে বেশি কাম্য।
১৯| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২
খায়রুল আহসান বলেছেন: দোয়া করবেন যেন প্রথম ধাক্কাতেই মরে যাই -- মরে যাবার দোয়া কখখোনই করবোনা। আল্লাহ না করুক, এমন দুর্যোগ যদি আসেই, তবে আল্লাহতা'লা যেন তাঁর অপার করুনায় আপনাকে এবং পরিবারের সবাইকে সম্পূ্র্ণ সুস্থ অবস্থায় বাঁচিয়ে দেন।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০
জুন বলেছেন: আমাদের প্রতি এতখানি মমতা প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে খায়রুল আহসানল। আপনার ও আপনার পরিবারের নিরাপত্তার জন্য সর্ব ক্ষমতাময় আল্লাহতালার কাছে দোয়া রইলো।
২০| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সবাই দেয় ফেবু স্ট্যাটাস আর আপনি ব্লগে পোস্ট !! সিরাম !!
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭
জুন বলেছেন: আমার যে ফেবু নাই
২১| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বলেন কি? কি হইছে আপনার ফেবু একাউন্ট? ছিলতো একটা যদ্দূর জানতাম!
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৪
জুন বলেছেন: নেই
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৪
-সাইরাস বলেছেন: ৫.৫ এর নিচে হবে না মনে হয় B:-)