নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু ঠিক হলো কি না দেখার জন্য মোবাইল দিয়ে একটি পরীক্ষামুলক ছবি ব্লগ । বিড়ালের ছবিটি ছাড়া সব আমার মোবাইলে তোলা। এখন মনে হচ্ছে সামুর কারিগরী ত্রূটি সেরে গেছে । আমি প্রথম পৃষ্ঠায় ফ্লাডিং করতে চাইছিনা তাই কিছু লিখে চলেছি। প্রথম ছবিটি আমার জানালা থেকে শপিং মলের ছাদ আর মেঘলা আকাশ ।
আমার জানালা দিয়ে ব্যাস্ত সমস্ত রাস্তা আর মেঘে ঢাকা সাঝের আকাশ
কিউট এই বিড়ালটির ছবি আমার গ্রুপ থেকে নেয়া
বির্ক্রীর জন্য সাজানো বর্নিল অর্কিড
বাগান সাজানোর উপকরন এই মাটির তৈরী বুড়ো
প্রিয় ক্যাকটাস
মিলিয়ন হার্টস নামের এই প্ল্যান্ট আমার শখের
আমার শখের স্নেক প্ল্যান্ট
কাশফুলের নরম ছোঁয়ায়, দিয়াবাড়ী
রাজার মৃত্যুতে ব্যংককের রাস্তা হলুদ সাজে সাজিয়েছে সেখানকার ফুল ব্যাপারীরা
প্রিয় পেঁচা ও হাতী, কৃষ্টালের
শেষ দুটি ছবিতে আমার কারিগরী দক্ষতা ফুটিয়ে তুলতে চেয়েছি
নতুন পোষ্ট দিচ্ছি আগামীতে, সেখানে মন্তব্য করার জন্য আবেদন রইলো
৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫
জুন বলেছেন: রাকু হাসান
প্রথম মন্তব্যের জন্যও আপনাকেও দিলাম এক মা ও ছেলের ছবি ।
পরীক্ষামূলক মানে সামু খুলতেই দেখলাম লেখা পোষ্ট করা যাচ্ছে না বলে এক পোষ্ট । তাই আমি এটা পরীক্ষামূলক ভাবে দিতে বসলাম যে পোষ্ট হয় কি না ! সাকসেসফুল
২| ৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জুন আপি পরীক্ষামূলক বিষয়টা কেটে দিন ।সব ক্লিয়ার । সুন্দর সব ছবি ।
৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০১
জুন বলেছেন: হাসু মামা আমিও সেটা পরীক্ষার জন্য এই পোষ্ট
আগামীতে একটা পোষ্ট দিবো তখন একটি সুচিন্তিত মন্তব্যের আশা করি আপনার কাছ থেকে ।
৩| ৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
স্রাঞ্জি সে বলেছেন:
মাহজাবীন আপুউউউউউউউউউ। রাকুর মত আমারও প্রশ্ন পরীক্ষামূলওকে কেন হে?????.
আচ্ছা। বই টা কি বের করবেন। না বের হইছে।
৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪
জুন বলেছেন: অনেক দিন পর আপনাকে ব্লগ এবং আমার বাসাতেও দেখতে পেলাম স্রাঞ্জি স্রে !!
কোথায় হারিয়ে গিয়েছিলেন ?
লেখাটি অনেক পুরনো তবে এই নভেম্বরে একটা ম্যাগাজিনে বের হয়েছে । পেপার আর ম্যগাজিনে টুকটাক লেখা অনেকই বের হয়েছে । তবে বই লেখার মত লেখা আজও লিখতে পারি নি তাই ঐ দুঃসাহস করি না
সামনের দিনগুলোতেও সাথে থাকবেন সেই প্রত্যাশায়
৪| ৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১১
জুন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৫| ৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর।
৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭
জুন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ফরিদ আহমদ চৌধুরী ।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বিড়ালের চাহনিতে মায়া আছে
পরীক্ষামূলক হোক আর যাই হোক, বিড়াল দেখতে পারলাম, অনেক সুন্দর বিড়াল।
৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৪
জুন বলেছেন: অবশ্যই বিড়ালের চাহনিতে মায়া আছে সৈয়দ তাজুল ইসলাম
নিন আপনাকেও একটি বিড়াল উপহার দিলাম
আর বিড়াল নিয়ে আমার লেখা এই পোষ্টটি পড়ার অনুরোধ রইলো যদি সত্যি আপনি বিড়াল ভালোবাসেন
"তুং তুং " এক মুটু বিড়ালের উপাখ্যান
৭| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১২
ল বলেছেন: Excellent
৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
জুন বলেছেন: Many many thanks ল
৮| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬
আহমেদ জী এস বলেছেন: জুন,
হা....হা.........হা...... ঘুম থেকে উঠলেন কিনা জানিনে! সামু ঠিক হয়েছে সেই কখন আর আপনি কিনা এখন সামু ঠিক হলো কিনা টেষ্ট করতে নেমে পড়েছেন ?
কথায় আছেনা , শাপে বর! তেমনটাই হয়েছে মনে হয় । সামু এমন বেঠিক না হলে আপনার দেখা কি মিলতো ? সেই যে কবে থেকে সমুদ্র সৈকতে বসে হাওয়া খাচ্ছেন আর এমুখো হলেনই না!
নতুন পোস্ট দেবেন বলেছেন। বলেছেন, সেখানে মন্তব্য করতে। তার খবর নেই এখনও। সামু তো ঠিক হয়েছে।
নতুন পোস্টের চেহারা দেখতে সামু যেন আবার বেঠিক হয় সেই দোয়া করতে হবে?????????
৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
জুন বলেছেন: আহমেদ জী এস
কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো তাই ভাবছি ।
তবে কথা হলো এই যে আমাদের অনেক কাজ আছে
আপনাদের মত এত সময় সামুতে বসে থাকবো সেই ফুরসৎ কই
সামু ঠিক হয়েছে সেই কখন আর আপনি কিনা এখন সামু ঠিক হলো কিনা টেষ্ট করতে নেমে পড়েছেন ? তাই যদি হবে তো অপু তানভীর ৮টা ৩৮ এ ও পোষ্ট দিতে গিয়ে বাধা পাচ্ছে ??
আর সমুদ্র সৈকতে বসে আছি ঝিনুক কুড়াবো বলে
আগামী পোষ্টেও আপনার এমন হাস্যরসে পরিপুর্ন একটা দরবারী মন্তব্য চাই বলে রাখছি
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
৯| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২০
স্রাঞ্জি সে বলেছেন:
পরীক্ষা চলতেছে তাই, ব্লগে আসা একটু কম হয়ে গেছে।
আপু এমন করে বলতেছেন কেন। আমার বিশ্বাস আপনার বইয়ে অবশ্যই মজাদার ভ্রমণ গল্প পাব। যদি বলি সৈয়দ মুজতবা আলীকেও হার মানাবে আপনার বই ।
আবার আসাতে, আরো কিছু ছবি পেলাম। কাশ আমার খুবই প্রিয়।
অর্কিডগুলো মন কাড়ল। বুড়োটার কি চাহনি, ভারী দুষ্টু মনের হচ্ছে ।
০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
জুন বলেছেন: পরীক্ষা চলতেছে তাই, ব্লগে আসা একটু কম হয়ে গেছে।
এরপর আর কথা চলে না স্রাঞ্জি স্রে ।
আশাকরি ভালো একটি ফলাফল হবে
কাশফুল আমারো ভীষন প্রিয় । আর মাটির তৈরী বুড়োটাকে ভীষন নিখুত করে বানিয়েছে শিল্পী এটা মানতেই হয় ।
ওরা বাগানে শুধু গাছই বোনেনা স্রাঞ্জি স্রে, বাগানের মাঝে মাঝে বিভিন্ন ভাস্কর্য্য ব্যবহার করে এক অনন্য সৌন্দর্য্য সৃষ্টি করে ।
আরেকবার আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে । সকালের শুভেচ্ছা ।
১০| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০
মনিরা সুলতানা বলেছেন: প্রথম ছবি' টা কী যে সুন্দর !
বেড়াল , অর্কিড আর ম্যাগাজিনে তোমার লেখার ছবি তে ও ভালোলাগা।
নতুন পোস্টের অপেক্ষায় রইলাম।
০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬
জুন বলেছেন: ্প্রথম দুটো ছবি আমারও ভীষন প্রিয় মনিরা । গেল বর্ষায় বিকেলে জানালায় দাঁড়িয়ে আছি হঠাৎ তাকিয়ে দেখি আকাশ জুড়ে নীলাভ কালো মেঘ ফুলে ফেপে উঠছে যেন । তাড়াতাড়ি মোবাইলে তুলে রাখলাম ।
ভালোলাগার জন্য আন্তরিক ভালোলাগা রইলো ।
নতুন পোষ্ট দিবো শীঘ্রই ।
সকালের শুভেচ্ছা
১১| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
অপু তানভীর বলেছেন: এখনও ঠিক হইছে বলে মনে হয় না । নতুন পোস্ট করতে গিয়ে দুইবার আমাকে জানানো হল যে আমি নাকি নতুন পোস্ট করা থেকে ব্যান অবস্থায় আছি । তৃতীয়বারের চেষ্টাতে পোস্ট করতে সক্ষম হলাম !
০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭
জুন বলেছেন: আমার এটাও একটি টেস্টিং পোষ্ট অপু তানভীর । মোবাইল দিয়ে দিয়েছি । তা বর্তমানে আপনার কি অবস্থা ? পোষ্ট দিতে পেরেছেন কি সাফল্যের সাথে ?
১২| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর
০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯
জুন বলেছেন: পোষ্টটি দেখা ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আর্কিওপটেরিক্স
১৩| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৬
কাওসার চৌধুরী বলেছেন:
আপু, আপনার ভ্রমণ কাহিনীগুলো আমার বেশ ভাল লাগে। একজন্য সময় সুযোগে এগুলো পড়ি। ছবিগুলো আপনার ব্লগের প্রাণ। আজও তার ব্যতিতিক্রম হয়নি। প্রতিটি ছবিই ভাল লাগার। আর নীচের আঁকা ছবিগুলো তো স্পেশাল। নতুন পোস্টের অপেক্ষায় রইলাম।
০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৪
জুন বলেছেন: আপু, আপনার ভ্রমণ কাহিনীগুলো আমার বেশ ভাল লাগে। কাউসার চৌধুরী আপনার এই লাইনটি পড়ে অনেক ভালোলাগলো । ছবগুলো ভালোলাগলো জেনে খুব খুশী হোলাম । সাথে থাকবেন সেই প্রত্যাশায় ।
শুভকামনা জানবেন ।
১৪| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর ছবি ব্লগ +++
০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৩
জুন বলেছেন: সামান্য পোষ্টটির প্রশংসার জন্য অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর ।
১৫| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১
মোস্তফা সোহেল বলেছেন: আপু আপনি তো অনেক সুন্দর জায়গাতে থাকেন।
ছবি গুলো অনেক ভাল লাগল।
সামুতে তো মাঝে মাঝে গন্ডগোল লাগে।তা চোঁখে পড়লে তখন মনে হয় আর যদি আর কখনও সামু ওপেন না হয় তাহলে আর সামুর কারও সাথে কথা হবে না।
০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৭
জুন বলেছেন: সামুতে তো মাঝে মাঝে গন্ডগোল লাগে।তা চোঁখে পড়লে তখন মনে হয় আর যদি আর কখনও সামু ওপেন না হয় তাহলে আর সামুর কারও সাথে কথা হবে না। এমন যদি ঘটে তবে তা হবে অত্যন্ত দুঃখজনক মোস্তফা সোহেল। ক্খনো কখনো মনে হয় আমরা সবাই একে অপরের আত্মার আত্মীয় ।
সব সময় সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ।
১৬| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মোবাইলে তোলা হলেও ছবিগুলো কিন্তু ঝাক্কাস হয়েছে।
০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৯
জুন বলেছেন: হেনা ভাই আজ বেশ কয়েক বছর হলো ছবি তোলার জন্য আমি বেশিরভাগ সময় মোবাইল ব্যবহার করি । হাতের ব্যথার জন্য ভারী ক্যামেরা ব্যবহার করতে কষ্ট হয় । প্রশংসার জন্য অনেক অনেক ধন্যবাদ
আমাদের প্রিয় ভাই এর গার্ল ফ্রেন্ড ভালো আছেতো ??
১৭| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১২
অয়ি বলেছেন:
আপনার ছবি তোলার হাত আছে ।
০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩১
জুন বলেছেন: ছবি তোলার হাত আছে কি না জানি না অয়ি ।
ফোন দিয়ে ঝটপট তুলে ফেলি যা দেখি সামনে ।
প্রশংসার জন্য আন্তরিক ধন্যবাদ ।
১৮| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪১
শায়মা বলেছেন: কোন শপিং মল আপুনি!!!!
০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮
জুন বলেছেন: শায়মা বহুদিন পর এলে খুব ভালোলাগলো দেখে । এটা দ্যা মল গ্রুপের মল আমাদের বাসার পাশেই। ছবিতে দেখো । এই গ্রুপে রয়েছে দ্যা মল , এম্পরিয়াম, সিয়াম প্যারাগন,পাওয়ার মল,গুরমেট মার্কেট যেখানে আমাদের পদচারনা সবচেয়ে বেশি , স্পোর্টস মল আরো অনেক কিছু আছে শায়মা ।
১৯| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৩
অব্যক্ত কাব্য বলেছেন: চমৎকার ছবি ব্লগ আপু
০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪০
জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে অব্যক্ত কাব্য
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন ।
২০| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: টেষ্ট হেলেও সুন্দর সব ছবি দেখার সুযোগ করে দিলেন।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
জুন বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন সাথে থাকার জন্য সকল সময়
২১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১১
পদাতিক চৌধুরি বলেছেন: একি আপু ! আমি যখন 7 নম্বরে প্রথম কমেন্ট করলাম তখন আমাকে বলল যে সরি লেখক এই পোস্টের জন্য কমেন্ট নিচ্ছেন না । এখন দেখছি এতগুলো কমেন্ট হয়ে গেছে কেমন জানি না আমার এ কমেন্ট কমেন্ট হবে কিনা।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩২
জুন বলেছেন: পদাতিক চৌধুরী আরেকবার কষ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
মনে হয় তখনো সামু ঠিক হয়নি । আর সেজন্যই তো এটা ছিল আমার পরীক্ষামুলক পোষ্ট ।
মোবাইল এ থাকা দু চারটি ছবি দিয়ে এটা পোষ্ট করেছিলাম দেখার জন্য ।
শুভেচ্ছা সকালের সকল সময় মন্তব্যে উৎসাহিত করার জন্য
২২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বনসাইওলা কাকুর পেছনের জন তুমি না সামনের?
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
জুন বলেছেন: বাপ্রে ঃ--
গরীবের দুয়ারে হাতীর পারা
ওরে বুবু সরে দাড়া
না বাপু আমি কোন কাকুর আগে পিছে নই ,
আমি মোবাইলের পিছনে
অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা
২৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সন্ধ্যা থেকে চতূর্থবারের চেষ্টায় কমেন্টা গেলো শ্যাষম্যাষ। কমেন্ট অপশন কি অফ করে রেখেছিলে?
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
জুন বলেছেন: কমেন্ট অপশন কি অফ করে রেখেছিলে?
না বাপু এমনিতে গরীব ব্লগার, পোষ্টে মন্তব্য ক্ষরা তারুপর কমেন্ট অপশন বন্ধ রাখলে কি চলে
এত কষ্ট করার জন্য সত্যি আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে
শুভকামনা সকালের ।
২৪| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪
চাঙ্কু বলেছেন: আপনার বিড়ালের ছবি দেখে ব্লগার "বড় বিড়াল" এর কথা মনে পড়ে গেল! উনার মত বিড়ালপ্রেমী ব্লগে খুব কম লোক দেখেছি!!
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
জুন বলেছেন: জী চাঙ্কু আমারো বড় বিড়ালের কথা মনে পরে অনেক ।
তবে উনি ছিলেন বড় বিড়াল প্রেমী।
আর আমি হোলাম ছোট বিড়াল প্রেমী ঠিক এই রকম
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ
২৫| ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭
কাবিল বলেছেন:
ভালো
বেশি কথা বলা ভালো না।
কম কথা বলাই ভালো।
আর বেশি কিছু বললাম না।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪
জুন বলেছেন:
ধন্যবাদ কাবিল ।
বেশি কথা বলা ভালো না।
কম কথা বলাই ভালো।
২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবি ব্লগে ভাললাগা, ভালবাসা।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫
জুন বলেছেন: ছবি ব্লগে ভাললাগা, ভালবাসা।
এর উপর আর কথা নেই মাইদুল সরকার ।
অশেষ ধন্যবাদ
২৭| ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৭
করুণাধারা বলেছেন: সবচেয়ে ভালো লেগেছে প্রথম ছবিটা- আকাশ দেখে মনে হচ্ছে যেন জলরঙে আঁকা! বাকি ছবিগুলোও ভালো! নানান ধরনের ছবি দিয়ে সাজানো পাঁচমিশালী ছবি ব্লগ দেখে মনে হল, আপনি মাঝে মাঝে এমন ছবি ব্লগ তো দিতে পারেন। দোয়া করি আপনার হাতের ব্যথা কমে যাক। (একটা মন্তব্যে আপনি হাতের ব্যথার উল্লেখ করেছিলেন)
ভালো থাকুন।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯
জুন বলেছেন: করুণাধারা ,
প্রথম ছবিটি আমারো অনেক প্রিয় । তবে অল্প কিছু ছবি ফোনে রেখেছিলাম । তাই দিয়ে সেদিন সামু ঠিক হয়েছে শুনে খুব দ্রুত এই পোষ্ট দিতে চেষ্টা করছিলাম দেখার জন্য । তাই ছবির কোন আগামাথা, ছোট বড় কিছুই ঠিক করিনি ।
জী বর্তমানে যে ডাক্তার দেখাচ্ছি তার ঔষধেই কিছুটা আরোগ্যের পথে । দোয়া করবেন ।
আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রইলো
২৮| ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৭
ভুয়া মফিজ বলেছেন: অত্যান্দর (অত্যাধিক সুন্দর) ছবি ব্লগ।
প্রথম ছবিতে সুইমিং পুলটা কি শপিং মলের ছাদে? দেখে তো সাতার দিতে ইচ্ছে করছে।
ছবিগুলো দেখে আনন্দ পেলাম।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৯
জুন বলেছেন: সকালের শুভেচ্ছা ভুয়া মফিজ,
জী মলের ছাদেই সুইমিং পুল সাথে বোটিং র্যাফটিং এর ও ব্যবস্থা আছে । আশে পাশে গাছ পালার ফাকে ক্ষুদে রেস্তোরা ।
আনন্দ পেয়েছেন জেনে ভালোলাগলো আমারও
ধন্যবাদ ।
২৯| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমাদের প্রিয় ভাই এর গার্ল ফ্রেন্ড ভালো আছেতো ??
হাঁ, হাঁ, আমার গার্লফ্রেন্ড ভালো আছে। তবে খুব চঞ্চল হয়ে গেছে। কয়েকদিন আগে তোলা ওর একটা ছবি দেখুন বোন।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১০
জুন বলেছেন: হেনা ভাই আপনার গার্লফ্রেন্ড দেখেতো আমিই মুগ্ধ হয়ে গেলাম । মাশাআল্লাহ দারুন মিষ্টি হয়েছে বাবুটা ।
অনেক আদর দিবেন সাথে দোয়াও রইলো যেন সুস্থ থাকে ।
৩০| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
টারজান০০০০৭ বলেছেন: বেড়ালের ছবিটাইনা সবচেয়ে সুন্দর !!
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১২
জুন বলেছেন:
নিন আরেকটি বিড়াল দিলাম আমার গ্রুপ থেকে
৩১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @টারজান০০০০৭ঃ তোমার আমার মতন বিডাল না অবশ্যি.....
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৬
জুন বলেছেন: @টারজান০০০০৭ঃ তোমার আমার মতন বিডাল না অবশ্যি.....
ঠিক ঠিক কি করি ।
আপনার জন্য রইলো এক বিড়াল । এইটা কি আপনেদের মত
৩২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: বাপ্রে ঃ--
গরীবের দুয়ারে হাতীর পারা
ওরে বুবু সরে দাড়া
না বাপু আমি কোন কাকুর আগে পিছে নই ,
আমি মোবাইলের পিছনে :`<
তবেতো সামনের জনই..........কিচ্ছু বুঝেনা ছাই।
বিডালের পাড়ায় পেনিক স্ট্রোক
০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩২
জুন বলেছেন: তবেতো সামনের জনই..........কিচ্ছু বুঝেনা ছাই।
জী আজ্ঞে বুড়োর সামনের জনই তো বুড়ির থাকার কথা তাই না
অসংখ্য ধন্যবাদ কি করি
বিড়াল ভালোলাগায় অনেক ধন্যবাদ । এটা আমাদের গ্রুপ থেকে নেয়া
৩৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬
নজসু বলেছেন:
নতুন ছবি ব্লগের অথবা নতুন কোন লেখায খোঁজে এসেছিলাম।
২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪
জুন বলেছেন: নজসু
আমার লেখার খোজ নেয়ার জন্য আপনার এই আগমনকে কিভাবে ধন্যবাদ জানাবো ভেবে পাচ্ছি না । আসলে দেশের বাইরে । ফোন দিয়ে লেখালেখি হাতের ব্যাথা নিয়ে একটু কষ্টকর । আমি খুব লজ্জিতও এতদিন আপনাদের মন্তব্যের জবাব না দিতে পারার জন্য ।
শীঘ্রই সব ঝামেলা কাটিয়ে ফিরে আসবো । দোয়া করবেন এই প্রত্যাশা রইলো
৩৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
ছবি ব্লগ দারুন হয়েছে । জানালার বাইরের ভিউ টা দারুন ।
২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬
জুন বলেছেন: ছবি ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ অপু দ্যা গ্রেট । অত্যন্ত লজ্জিত দেরীতে উত্তরের জন্য । অনেক শুভকামনা রইলো ।
৩৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২
নীল-দর্পণ বলেছেন: ছোটবেলা থেকেই একটা বিষয় মাথায় গেঁথে গেছিল বিড়াল ছোঁয়া দিলেই হাতে লোম লাগবে আর হাত সাবান দিয়ে ধুতে হবে। আম্মার কারনে এটা হয়েছিল। বিড়ালের বাচ্চা দেখতে খুবই কিউট লাগে। কিন্তু ঐযে মাথায় গেঁথে গেছে একটা বিষয়, এখন ধরটে গেলেও কেমন যেন লাগে।
বরাবরের মতই ভালো লাগা রেখে গেলাম।
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২
জুন বলেছেন: অনেকদিন পর আপনাদের মন্তব্যের উত্তর দিচ্ছি খুবই লজ্জিত নীল দর্পন । তাতে হাত ব্যাথা নিয়ে আবার ফোনে । বিদেশীরা সবাই বিড়াল নিয়ে খায় ঘুমায় । আমাদের নবীজিও বিড়াল পালতেন এ জন্য মালয়েশিয়ানরা অনেকেই বিড়াল পালে । আর থাইল্যন্ডেতো তারা রাজার হালে আছে । এদের জন্য শপিং মলের গুরমেটে একটা সেকশনই আছে তাদের খাবার শ্যাম্পু ঘর খেলনা আরো যে কতকিছু । এদের ভ্যাকশিন দেয়া থাকে তাই কোন অসুখের সম্ভাবনা নেই বল্লেই চলে ।
ভালোলাগার জন্য অনেক অনেক ভালোলাগা রইলো ।
৩৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
ফয়সাল রকি বলেছেন: ছয় নম্বর মন্তব্যের জবাবের তিনটা বিড়াল বেজায় সুন্দর।
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
জুন বলেছেন: ঠিকই বলেছেন ফয়সাল রকি । আসলেই কিউট । মন্তব্যের উওর দিতে দেরীর জন্য আন্তরিক দুঃখিত ।
৩৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩
আহমেদ জী এস বলেছেন: জুন,
অনেক অনেকদিন পরে আমার লেখা অনেক আগের একটি কবিতা "কতোদিন পরে"তে কারন বশতঃ ঢুঁ মারতে গিয়ে দেখি কেমন করে যেন আপনার একখানি মন্তব্যের জবাব ফসকে গেছে।
তবে আমার সাম্প্রতিক পোস্টে সেই যে - কথা বলতে আরেকবার আসবো । বলে ফাঁকি দিয়ে গেলেন, সেরকম আমি কিন্তু সেই পোস্টে আপনার মন্তব্য বহু পুরোনো বলে ফাঁকি দিয়ে এড়িয়ে যাইনি। জবাব দিয়ে এসেছি।
দেখুন ---কতোদিন পরে !
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
জুন বলেছেন: আপনার কবিতার মত আমিও কতদিন পরে ব্লগে আসলাম । নেট সমস্যা ছাড়াও ফোনে লিখতে কষ্ট হওয়ায় কারো জবাব দেয়া বা মন্তব্য করা হচ্ছেনা । আশাকরি আগামীতে এ সমস্যা কাটিয়ে উঠে ব্লগে পুরোপুরি সক্রিয় হবো । ততদিন ভালো থাকবেন আশা করি । শুভেচ্ছান্তে --
৩৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
শ।মসীর বলেছেন: আপনের ছোট বিলাই দেখে বড় বিলাই এর কথা মনে পড়ল
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
জুন বলেছেন: অনেক অনেকদিন পর শামসীর আপনাকে আমার পোষ্টে দেখে খুব ভালোলাগলো ।
আমারো বড় বিলাই এর কথা অনেক মনে পরে । আশাকরি ওনার বাবুটা এতদিনে বড় হয়ে গেছে আর বিড়াল আপাও আমাদের মাঝে ফিরে আসবে ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
৩৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
নজসু বলেছেন:
নতুন ছবি কবে পাবো আপা?
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
জুন বলেছেন: আপনার নাম মনে হয় সুজনই হবে । ভাই সুজন আমি বর্তমানে ফোনের উপর নির্ভরশীল । ইচ্ছে আছে ঢাকায় ফিরে পোষ্ট দেবো । তার জন্য অর্ধেক লিখে ল্যপটপের ওয়ার্ড ডকুমেন্টে সেভ করে রেখে এসেছি । গিয়েই দিতে পারবো আশাকরি । ততদিনে নিশ্চয় আমাকে ভুলে যাবেন না
শুভকামনা রইলো ।
৪০| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সুন্দর হয়েছে ছবি ব্লগ আপু ...
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
জুন বলেছেন: অনেক অনেকদিন পর জহির !! খুব ভালোলাগলো আপনার ছোট্ট একটুখানি মন্তব্য দেখে । আশাকরি ভালো আছেন আর এখন কোথায় আপনি ??
৪১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনার বাসা কি ব্যাংকক ? সিয়াম প্যারাগনের প্রথমাংশের উচ্চারণ আমার হিসাব মতে সায়াম হবার কথা। এটা থাইল্যাণ্ড ( পবিত্র ভূমি) এর আগের নাম। যার কথা আমরা ছোট বেলায় শুন শ্যাম দেশ বলে।
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
জুন বলেছেন: আমার সাময়িক আস্তানা বলতে পারেন এটি এম কামাল। তবে বছরের অনেকটা জুড়ে থাকা হয় এই শ্যামদেশে । আমি এই শ্যামদেশের ইতিহাস নিয়ে অনেক লিখেছি ব্লগে । এর উচ্চারন ওরা করে সাইয়াম ।
বহুদিন পর পুরোনো সহব্লগারদের মন্তব্য দেখে কিযে ভালোলাগছে তা বুঝিয়ে বলার মত নয়।
অনেক ভালো থাকবেন
৪২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪১
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ জুন আপা।
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
জুন বলেছেন: প্রামানিক ভাই আপনার মন্তব্য আর ব্লগ ডেতে আপনার হাস্যজ্বল ছবি দেখে খুব ভালোলাগলো । মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ।
৪৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
ইসিয়াক বলেছেন: অসম্ভব সুন্দর সব ছবি গুলো।ধন্যবাদ
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে ইসিয়াক । মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ।
৪৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫
নীলপরি বলেছেন: দারুণ লাগলো । +++++
তবে দেখতে দেরী হোলো ।
শুভকামনা
২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫
জুন বলেছেন: দেরী হলেও এসেছেন, দেখেছেন, মন্তব্য করেছেন এবং ভালোলাগাও দিয়েছেন নীলপরী । এত কিছুর জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন
৪৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: আপুনি নতুন কোনো পোস্ট দিয়েছেন কিনা তা খোঁজ নিতে এসেছিলাম।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৩
জুন বলেছেন: না পদাতিক আমি দুঃখিত আর কোন নতুন লেখা এখন পর্যন্ত দিতে পারিনি
আশা করছি নতুন বছরের শুরুতেই আপনাদের সামনে হাজির হতে পারবো
খোজ নেয়ার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে ।
৪৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮
আহমেদ জী এস বলেছেন: জুন,
বছরটি সূর্যমুখি ফুলের মতোই রঙিন হয়ে মুখ তুলুক আরো আরো ছবি ব্লগ নিয়ে.....
০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩
জুন বলেছেন: আপনার দেয়া বছর পুর্তির শুভেচ্ছা বানীটি দেখতে বড্ড দেরী হয়ে গেলো আহমেদ জী এস ।
যার জন্য যারপরনাই আমি দুঃখিত ।
আপনার জন্যও রইলো নববর্ষের একরাশ শুভেচ্ছা
৪৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কি খবর আপু? কেমন আছেন?? নতুন বছর ভাল কাটুক সেই প্রত্যাশা রইল ...
০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
জুন বলেছেন: আরেহ জহির যে ! আমি ভালো আছি , তবে আপনি কেমন আছেন ? দেশে ফিরে এসেছেন কি !
আপনার নতুন বছরও ভাবী বাচ্চাদের নিয়ে আনন্দে কাটুক সেই দোয়া করি ।
৪৮| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৪
শোভন শামস বলেছেন: সুন্দর পোস্ট, নতুন বছরের শুভেচ্ছা
০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
জুন বলেছেন: বহু দিন পর আমার ব্লগ বাড়িতে আপনাকে দেখে খুব ভালোলাগলো শোভন শামস ।
আপনার জন্যও রইলো নতুন বছরের শুভেচ্ছা
৪৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৭
উম্মু আবদুল্লাহ বলেছেন: প্লাস। আমার নিজের দুটো বিড়াল রয়েছে। একটি প্রায় সিনিয়র ক্যাট। সারাক্ষন শুয়ে থাকে, চলাফেরা করতে পছন্দ করেনা। অন্যটি আবার কিটেন বা শিশু বিড়াল। সারাক্ষন লাফালাফি করে। আপনার পোস্ট দেখে একবার মনে হল ওদের ছবি দেই। পরে ভাবলাম থাক। ব্লগে বেশীক্ষন থাকতে আমার ভাল লাগে না। মোবাইলে তোলা ছবিগুলো আবার ব্লগে লোড করব - ভীষন ক্লান্তি লাগে।
১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৭
জুন বলেছেন: উম্মু আবদুল্লাহ প্রথমেই আমার ব্লগে আপনাকে স্বাগত জানাই ।
কেন জানি মনে হচ্ছে এবারই প্রথম এসেছেন আমার ব্লগ বাড়ীতে ।
অবশ্য ভুল ও হতে পারে
যাই হোক পোষ্টটি দেখা , মন্তব্য করা ও বিড়াল প্রিয় জেনে খুব খুশী হয়েছি ।
বিড়াল নিয়ে আমার লেখা পোষ্টটি পড়ে দেখবেন আশাকরি ।
যেহেতু বিড়াল প্রেমিক আপনি তাই অবশ্যই আপনার ভালোলাগবে ।
"তুং তুং " এক মুটু বিড়ালের উপাখ্যান
অশেষ ধন্যবাদ শুভেচ্ছা জানবেন ।
৫০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১০
ডঃ এম এ আলী বলেছেন: ব্লগে বেশী সময় দিতে পারছিনা । অনেক মুল্যবান পোষ্টই দেখা হয়ে উঠছেনা ইদানিং ।
কাজের ফাকে স্বল্প সময়ের জন্য সামুতে এসে দেখতে চাইলাম আপনার বিষয়াদি ।
ক্ষনিকের দেখার সাথে প্রিয়তে নিয়ে গেলাম সৃস্টিশীলতার এক অনুপম নজীর ।
নতুন বছরের শুভেচ্ছা রইল ।
১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০২
জুন বলেছেন: ডঃ এম এ আলী প্রথমেই আমার সকালের শুভেচ্ছা নিন । কেমন আছেন এখন ? আশাকরি একটু ভালো, যখন লিখেছেন কাজের ফাকে ব্লগে আসতে পারছেন না । যাইহোক আপনি এখন সুস্থ এটা বুঝতে পেরে খুব ভালোলাগছে । আশাকরি এরই ফাকে সুযোগ করে আমাদের জন্য আপনার অত্যন্ত উচুমানের তথ্য সমৃদ্ধ লেখা নিয়ে আসবেন সহসাই ।
আপনার জন্যও নতুন বছরের শুভেচ্ছা .। ফলে ও ফসলে ভরে উঠুক আপনার বাগান
৫১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬
মেহেদী হাসান হাসিব বলেছেন: অসাম ছবি ব্লগ
১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পোষ্টটি ভালোলাগায় মেহেদী হাসান হাসিব ।
স্বাগত আমার ব্লগে
৫২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮
অভি চৌধুরী বলেছেন: ভালা পাইলাম গো আপা
১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৪
জুন বলেছেন: আমার ব্লগ বাড়ীতে আপনাকে দেখে আমিও ভীষন খুশী হয়েছি অভি চৌধুরী ।
স্বাগত আমার ব্লগে
৫৩| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৬
ডঃ এম এ আলী বলেছেন: প্রতি মন্তব্যের শুভ সকাল কথা কটি দেখে মনে পরে গেল পাঠক মন্তব্যহীন
আমার কবিতার মত দেখায় একটি লেখা শুন্য হৃদয় এর কথা যার শেষ লাইন দুটি ছিল
ভোর রজনীতে শুভ সকাল
কথাটুকুই শুধু লেখা থাক
অনেক দিন পরে কারো কাছ হতে রাত জেগে গবেষনামুলক লেখার পরে প্রায় রজনী শেষে ডুলু ডুলু চোখে সামুর পাতায় শেষ যবনিকায় একটু চোখ বুলিয়ে কারো কাছ হতে শুভ সকাল বারতাটুকু দেখে এখন কেন জানি মনে হচ্ছে আবার না হয় দীর্ঘদিন পরে কবিতার মত দেখায় আবল তাবল লেখার জগতেই ফিরে যাই , সময়ও কম লাগবে, কিছু না কিছু লেখাও হবে ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪০
জুন বলেছেন: মন্তব্যের উত্তর দিতে দেরী হয়ে গেল ড: এম এ আলী , তার জন্য আমি আন্তরিক দুঃখিত । ঘরে বাইরের অসুমার কাজ শেষে সামান্যই সময় থাকে ব্লগে আসার । যাই হোক কোন অজুহাতই কাম্য নয় মন্তব্যের উত্তর দিতে দেরী করার জন্য ।
কারো কাছ হতে শুভ সকাল বারতাটুকু দেখে এখন কেন জানি মনে হচ্ছে আবার না হয় দীর্ঘদিন পরে কবিতার মত দেখায় আবল তাবল লেখার জগতেই ফিরে যাই , সময়ও কম লাগবে, কিছু না কিছু লেখাও হবে ।
তাই করুন প্রিয় ব্লগার । আপনার অন্যান্য লেখার মতই দারুন হবে সেই সব কবিতার সম্ভার সে বিশ্বাস আমার আছে।
আপনার কবিতার প্রতীক্ষায় রইলুম
শুভ দ্বিপ্রহর
৫৪| ১৩ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:৩৫
অনল চৌধুরী বলেছেন: ক্যানাডা থাকেন?
১৩ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:০৭
জুন বলেছেন: না তো অনল চৌধুরী।
৫৫| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৩:৪২
অনল চৌধুরী বলেছেন: তাহলে কোথায়?
২৭ শে জুলাই, ২০১৯ রাত ৯:১৭
জুন বলেছেন: ঢাকা ব্যংকক ঢাকা এই দুই দেশেই আমার দৌড় অনল চৌধুরী ।
বহু বহুদিন পর আপনার মন্তব্যটি চোখে পড়ার জন্য আমি আন্তরিক দুঃখিত
ভালো থাকবেন আর সাথে থাকবেন এই প্রত্যাশায়
৫৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৩:২৮
অনল চৌধুরী বলেছেন: দেলতে হলেও তো দেখেছেন ।
আমি নারীর অধিকার-সন্মান আর মর্যাদার জন্য লিখি।কিন্ত তারাই আমার লেখায় মন্তব্য করে সবচেয়ে কম।
এটাই দুখজনক।
০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫
জুন বলেছেন:
আমি নারীর অধিকার-সন্মান আর মর্যাদার জন্য লিখি।কিন্ত তারাই আমার লেখায় মন্তব্য করে সবচেয়ে কম।
এমন লেখায় নারীদের অবশ্যই বেশি বেশি মন্তব্য করা উচিত অনল চৌধুরী
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫
রাকু হাসান বলেছেন:
সেইইইইইইইইইইইইই জুন আপুর বিড়াল । পরিক্ষামূলক কেন ?