নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিং পাওয়ার মহানাখন টাওয়ার
আজ শুক্রবার সকাল থেকে ৬টি বিস্ফোরনে কেপে উঠে ব্যংকক নগরী যখন সেখানে একটি আন্তর্জাতিক সন্মেলন আসিয়ান অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে আসিয়ানের সদস্য দেশ ছাড়াও অতিথি হিসেবে আছে রাশিয়া চীন এবং থাইল্যান্ডের দীর্ঘদিনের মিত্র আমেরিকা।
এই বোমাগুলো তিনটি বিস্ফোরিত হয়েছে তাদের সরকারী কার্যালয় চাং ওয়াথানাতে । চতুর্থটি বিস্ফোরিত হয় নি ।
বাকী দুটি বিস্ফোরিত হয়েছে আমাদের থেকে ৬টি স্টেশন পরে চং ননসি বিটিএস স্কাই ট্রেন স্টেষনের কাছে মহানাখন টাওয়ারে।
ডান দিকে রাতের মহানাখন টাওয়ার, দুটি বোমা এখানে বিস্ফোরিত হয়
অপুর্ব সুন্দর নান্দনিক ডিজাইনের এই টাওয়ারের মালিক ভিচাই শ্রীবাধনা যিনি সম্প্রতি হেলকপ্টার এক্সিডেন্টে মারা গিয়েছেন। তিনি ইংল্যন্ডের একটি ফুটবল ক্লাবের মালিক ছিলেন এবং সুবার্নভুমি এয়ারপোর্টের ডিউটি ফ্রি শপ কিং পাওয়ারের মালিক।
আমার বারান্দা থেকে রাতের স্কাই ট্রেন স্টেশন
একটু আগেই আরেকটি বোমায় কেপে উঠলো সালাদায়েং স্কাই ট্রেন স্টেষন যা আমাদের ষ্টেশন থেকে কয়েকটি ষ্টেশন পরেই । এই স্টেশনগুলো একটা থেকে আরেকটায় ট্রেনে যেতে সর্বোচ্চ সময় লাগে দুই কি তিন মিনিট । আরো অবিস্ফোরিত বোমা উদ্ধার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ।
থাইল্যান্ডের প্রধান সরকারী অফিস চাং ওয়াথানা এখানে তিনটি বোমা বিস্ফোরিত হয়েছে। আমাদের প্রতি বছর যেতে হয় ইমিগ্রেশন সংক্রান্ত কাজে
আমি প্রথমেই ভাবলাম মুসলিম সেপারিটিস রা কি জড়িত ? পরে শুনি সবার সন্দেহ রাজনৈতিক। প্রধানমন্ত্রী খুব শীঘ্রই এদের ধরার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে। তবে এ বিষয়ে আমি একজনকে বললাম তোমাদের দেশ তো ল্যান্ড অভ স্মাইল সে বিষন্ন গলায় উত্তর দিলো ইট ওয়াজ মামা
পৃথিবীতে কোথাও মনে হয় শান্তি নেই আর ।
৩নং ছবিটি আমার মোবাইলে বাকি সব নেট ।
০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৪১
জুন বলেছেন: সত্যি ভয়ংকর ভুয়া। এই মাত্র খবর পেলাম এয়ারপোর্ট লিঙ্ক স্টেশন হুয়ামাকে একটি অবিস্ফোরিত বোমা নিস্ক্রিয় করা হয়েছে। আমিতো যাওয়া আসার মাঝেই থাকি যেহেতু দেশ থেকে এত কাছে ।
২| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:১৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন। কোথাও শান্তি নেই; ধর্মীয় ভুল শিক্ষার কারণে, রাজনৈতিক কারণে, ব্যবসায়িক কারণে কিছু মানুষ পৃথিবাটাকে নরকে পরিণত করছে।
বিস্তারিত জানতে আগ্রহী। আপডেট কইরেন।
০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৬
জুন বলেছেন: ধর্মীয় ভুল শিক্ষার কারণে, রাজনৈতিক কারণে, ব্যবসায়িক কারণে কিছু মানুষ পৃথিবাটাকে নরকে পরিণত করছে।
আপনার কথার সাথে সহমত জুনায়েদ বি রাহমান
৩| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:১৫
জাহিদ হাসান বলেছেন: এই ঘটনা বাংলাদেশের কোন টিভি চ্যানেলের নিউজে এখনো বলেনি। কেন?
০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৭
জুন বলেছেন: এখনো জানে না মনে হয় জাহিদ হাসান
৪| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভয়ংক্র কাহিনি, ভয় লাগে না আপি। আল্লাহ আপনাদেরকে নিরাপদে রাখুন
০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৯
জুন বলেছেন: সত্যি ভয়ংকর , ভয় লাগছে । কাল আমার ছেলে আসবে । সেতো এয়ারপোর্ট লিঙ্ক দিয়েই আসবে। সেখানেও একটু আগে একটি বোমা পাওয়া গিয়েছে
৫| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপুনি,
খুবই সংঘাতের ঘটনা। অত্যন্ত ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। পোস্ট পড়ে মনে হচ্ছে বোধ হয় আপনি এই মুহূর্তে ওখানে আছেন। সাবধানে থাকুন। আপনার পরবর্তী খবরের অপেক্ষায় রইলাম। সাথে বাকি সফরটা নির্ঝঞ্ঝাটের কামনা করি।
শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় আপুনিকে।
০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:২৫
জুন বলেছেন: আপনার জন্যও রইলো শ্রদ্ধা ও শুভকামনা পদাতিক চৌধুরী।
ঘটনা পর্যবেক্ষনে মনে হচ্ছে রাজনীতির খেলা ।
৬| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৪
ভুয়া মফিজ বলেছেন: খবর বিস্তারিত পড়লাম। ভয় দেখানোর জন্য বোমাগুলো ফাটানো হয়েছে। লোকজনকে মারার জন্য না।
তবুও সাবধান থাকবেন। খবরের লিংক দিলাম একটা view this link
০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:২৮
জুন বলেছেন: অনেকেরই একই ধারনা ভুয়া মফিজ । বোমা ফাটিয়ে ভুয়া ভয় দেখানো
সাবধানে থাকলেই বা কি , কপালে থাকলে কিচ্ছু করার নেই
তবুও আপনাদের আন্তরিকতার জন্য অশেষ ধন্যবাদ
৭| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৬
নতুন বলেছেন: রাজনিতিকরা নিজেদের সাথে` সব কিছুই করতে পারে...
নিরাপদে থাকবেন...
০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:২৯
জুন বলেছেন: ঠিকই বলেছেন নতুন , তবে আজ সব দেশেই গনতন্ত্র নির্বাসিত । সবার মুখ চেপে ধরে আছে সব দেশের তথাকথিত নির্বাচিত সরকার ও প্রশাসন যন্ত্র ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো ।
৮| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৭
রাজীব নুর বলেছেন: আপনার ছবি পছন্দ ভালো।
বেছে বেছে চমৎকার সব ছবি ব্যবহার করেছেন।
০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৩২
জুন বলেছেন: তিন নম্বর ছবিটি ছাড়া বাকি তিনটি নেট থেকে নেয়া।
মহানাখনের ছবি তোলা একটু কষ্ট ।
ধন্যবাদ রাজীব নুর
৯| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
এর আগের বারের বোমাহামলা মুসলিম চরম্পন্থিরাই করেছিল।
০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৫০
জুন বলেছেন: জী মুসলিম অধ্যুষিত এলাকাগুলো স্বায়ত্বশাসন চেয়েছিল এবং এর জন্য তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল হাসান কালবৈশাখী । কিন্ত বিচক্ষন রাজা ভুমিবল যার উপাধী রামা IX তিনি অত্যন্ত কৌশলে তাদের আয়ত্বে এনেছিলেন ।
এখানে একটা কথা উল্লেখ না করে পারছি না । থাই চক্রী বংশের রাজারা সিংহাসনে বসলে রামা উপাধী ধারন করেন । যেমন ভুমিবল রামা IX , তার ছেলে বর্তমান রাজা রামা X অর্থাৎ রামা দশ । বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক এ বিষয়ে লিখতে গিয়ে লিখেছেন রামা আই এক্স রোডেও বোমা হামলা হয়েছে, অর্থাৎ রোমান হরফে IX নাইনকে উনি আই এক্স লিখেছেন । এখানে হবে রামা নাইন রোডেও
১০| ০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৪:১১
মা.হাসান বলেছেন: বড় ভয় খেয়ে গেলাম। আপনার এবং শ্রদ্ধেয় খায়রুল আহসান সাহেবের কিছু পোস্ট পড়ে থাইল্যান্ড যাবার ইচ্ছে ছিল, ৬ তারিখ সকালে ব্যাংকক পৌছানোর কথা। ভয় লাগছে। আমি অবশ্য ব্যাংককে থাকবো না, চিয়াং মাই আগে যাবো এর পর টাকায় কুলালে সিয়াম রিপ। আশা করি সব ঠিক হয়ে যাবে। আপনি সাবধানে থাকবেন।
০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৫৩
জুন বলেছেন: ভয় পাবেন না , সব কিছু জানার পর মনে হলো এগুলো একটা রাজনৈতিক স্টান্ট । ঘুরে আসুন চিয়ান মাই, সিয়াম রেপ । সিয়াম রেপের উপর আমার অনেক লেখা আছে সেখান থেকেও প্রয়োজনে কিছু সাহায্য নিতে পারেন । এসে এই ভ্রমনের উপর একটি মেগা সিরিয়াল দিবেন তার অপেক্ষায় ।
অনেক শুভকামনা থাকলো ।
১১| ০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৪:২১
খায়রুল আহসান বলেছেন: জুন, খুবই সতর্ক থাকবেন!
ভয়ানক ব্যাপার। শান্তির মা দেশে দেশে মারা যাচ্ছে!
@মা.হাসান, চিয়াং মাই, চিয়াং রাই খুবই সুন্দর জায়গা। ভাল করে ঘুরে দেখবেন। যাওয়ার আগে জুন এর লেখা পোস্টগুলো পড়ে যাবেন সময় করে। ওনার লেখা সেই ফুটবল দলের আটকা পরা গুহাটা আশাকরি দেখে আসবেন এবং ফিরে এসে এ বিষয়ে একটি প্রতিবেদন লিখবেন।
০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৫৬
জুন বলেছেন: শান্তির মা দেশে দেশে মারা যাচ্ছে! ঠিকই বলেছেন খায়রুল আহসান ।
সাবধানে আছি তারপরেও কখন কি হয় ।
শুভকামনার জন্য অশেষ ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্যও।
দেখা যাক মা হাসান ঘুরে এসে অন্তত একটি ভ্রমন কাহিনীতো নিশ্চয় আমাদের জন্য লিখবেই
১২| ০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আইছে, আমাদের থাই রিপোর্টার
আসিয়ান সম্মেলনের মধ্যেই ব্যাংককে ৬ জায়গায় বিস্ফোরণ
ঘটনার তীব্র নিন্দা জানাই। আমার ধারণা এসব রাজনৈতিক কারণে হয়েছে। জড়িত কেউ যেন মুসলিম না হয়। আমি চাইনা পরিস্থিতি অন্যদিকে মোড় নিক।
পুনশ্চঃ
কারা লাইক দিয়েছে ওটা দেখতে গিয়ে অনিচ্ছাকৃত লাইক পড়েছে। এ ধরণের বোমাময় পোস্ট লাইক করা ঠিক না। আমার লাইক তুলিয়া নিলাম।
০২ রা আগস্ট, ২০১৯ রাত ৯:০০
জুন বলেছেন: আইছে, আমাদের থাই রিপোর্টার
এতদিন পরে আমার পোষ্টে আপনার এও প্রতিক্রিয়া দেখে বড়ই দুক্ক পাইলাম
না কোন মুসলিম নেই , এটা আমি সকালেই জানার চেষ্টা করেছিলাম , শুনে স্বস্তিও পেয়েছি ।
মনে হয় রাজনৈতিক খেলা । বেশি তো দূর না, আকাশ পথে ২ ঘন্টা, পার্থক্য আর কতই বা হবে ।
লাইক তুলিয়া নেয়ার তেব্র ধেক্কার জানাই
১৩| ০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:২১
জুনায়েদ বি রাহমান বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আইছে, আমাদের থাই রিপোর্টার
আসিয়ান সম্মেলনের মধ্যেই ব্যাংককে ৬ জায়গায় বিস্ফোরণ
ঘটনার তীব্র নিন্দা জানাই। আমার ধারণা এসব রাজনৈতিক কারণে হয়েছে। জড়িত কেউ যেন মুসলিম না হয়। আমি চাইনা পরিস্থিতি অন্যদিকে মোড় নিক।
পুনশ্চঃ
কারা লাইক দিয়েছে ওটা দেখতে গিয়ে অনিচ্ছাকৃত লাইক পড়েছে। এ ধরণের বোমাময় পোস্ট লাইক করা ঠিক না। আমার লাইক তুলিয়া নিলাম। - নিজাম ভাই, আমিও লাইক তুলিয়া নিলাম। (ছবিগুলো ভালোলাগা লাইক দিয়েছিলাম।)
০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৪
জুন বলেছেন: আপনার সাথে আমরা সবাই এই ঘটনার জন্য যেই হোক তার বা তাদের প্রতি তীব্র নিন্দা জুনায়েদ বি রাহমান ।
১৪| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
রাকু হাসান বলেছেন:
বলেন কি ! এই প্রথম শুনলাম । থাইয়ে এমনটা হয়েছে ! তারউপর গুরুত্বপূর্ণ সময়ে ! আশা করছি হামলাকারীরা ধরা খাবে ।
০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৬
জুন বলেছেন: এর আগেও একবার বোমা হামলা হয়েছিল শিয়ামে। তার মাঝে আত্নঘাতী মুসলিম বোমাবাজ সহ চারজন মারা গিয়েছিল। সে ঘটনার কথা বলতে গিয়ে একটি মেয়ে চোখে পানি নিয়ে আমাকে বলেছিল "মামা ইউ নো আওয়ার কিং ক্রাই, হি সে "দে আর অল মাই চাইল্ড" । মেয়েটির চোখে পানির কারন এ ঘটনায় তাদের দেবতাসম রাজা ভুমিবলের কেঁদেছিলো । কিন্ত এখনতো সবাই আতংকিত । অনেকেই নিরাপত্তার অভাব ছাড়াও নিজেদের পিতৃহীন মনে করে রাকু হাসান ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
১৫| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সম্ভবত হতাহত হয়নি কেউ।
০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৮
জুন বলেছেন: আহত হয়েছে তবে কেউ মারা যায়নি সাজ্জাদ হোসেন । কিন্ত মানুষের মাঝে আতংক ছড়িয়েছে ভালো মতই ।
১৬| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
ল বলেছেন: Thai police arrest two men after deadly bomb blasts
০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৯
জুন বলেছেন: সাধারন থাইরা যথেষ্ট আতংকিত তবে এগুলো যে পরিকল্পিত তাও অনেকে বলছে ল
মন্তব্যে ধন্যবাদ
১৭| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:০৬
আনমোনা বলেছেন: কোথাও শান্তি নেই।
আমাদের মিডিয়াতে কিছু দেখছিনা কেন?
০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১০:৫১
জুন বলেছেন: কোথাও শান্তি নেই আনমোনা
আমাদের দেশে এত বিশাল বিশাল ঘটনা ঘটছে যে মিডিয়া অন্যান্য দেশের সংবাদ প্রচারে জায়গা পাচ্ছে না ।
ধন্যবাদ আপনাকে ।
১৮| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভয়ানক খবর আপনার পোষ্টে দেখে আতকে গেলাম! এমন অবস্থায় নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাদের সবার সহায়ক হউক।
০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৯
জুন বলেছেন: আল্লাহ আপনাদেরও সবার সহায়ক হউক মাহমুদুর রহমান সুজন । ডেঙ্গুতে যা অবস্থা ।
মন্তব্যে অনেক ধন্যবাদ ।
১৯| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:২৮
সাদা মনের মানুষ বলেছেন: সন্ত্রাসীদের কোন ধর্ম নাই, ওরা মানুষ মারতে পারলেই খুশী হয়........ওদের ধ্বংস কামনা করছি।
০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪২
জুন বলেছেন: সন্ত্রাসীদের প্রতি আমারো কোন মায়া নেই । এই যে আজই পেপারে দেখলাম টেক্সাসের ওয়ালমার্টে এক শ্বেতাংগ তরুন বিশ জন মানুষকে গুলি করে হত্যা করলো । এদের বিচার দ্রুত হলে ভালো কারন Justice delayed is justice denied ।
মন্তব্যে ধন্যবাদ
২০| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৪০
ঢাবিয়ান বলেছেন: মুসলিম সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এটাই স্বতিদায়ক
০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১:১২
জুন বলেছেন: তারা একে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য পরিকল্পিত বলে বলতে চাইছে ঢাবিয়ান ।
আমিও প্রথমে এটাই ভেবেছি
মন্তব্যে ধন্যবাদ
২১| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৯:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পূরো পৃথিবী অশান্ত হয়ে উঠছে।
আল্লাহ সকলকে হেফাজত করুন।
০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১:১৪
জুন বলেছেন: আল্লাহ সকলকে হেফাজত করুন। আপনি এই মন্তব্য লিখে উত্তর পাওয়ার আগেই আজ আমেরিকার টেক্সাসের এক সুপার শপে বিশ জন নিরীহ মানুষ শ্বেতাংগ এক যুবকের অনর্থক গুলি বর্ষনে নিহত হলো । কি অবস্থা সারা দুনিয়ার ভাবতেও ভয় হয় গিয়াস লিটন ।
২২| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৯:৩০
শাহিন-৯৯ বলেছেন:
পৃথিবী থেকে শান্তি নামক শব্দটি মনে উঠে যাচ্ছে, ক্ষমতার জন্য মানুষ কত কিযে করতে পারে!!
০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১:১৬
জুন বলেছেন: শাহিন-৯৯
পৃথিবী থেকে শান্তি নামক শব্দটি মনে উঠে যাচ্ছে, তাই মনে হয় নাহলে আমেরিকার টেক্সাসের এক সুপার শপ ওয়ালমার্টে এক যুবকের অনর্থক গুলিতে বিশ জন নিরীহ মানুষ কেন জীবন দিবে !
২৩| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১১:৩৪
মুক্তা নীল বলেছেন:
জুন আপা ,
খবরটা শুনে খুব আতংকিত হয়েছিলাম । আপনি ও
আপনার পরিবারের সকলে নিরাপদে থাকুন ।
ভালো থাকুন সবসময় ।
০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১:১৭
জুন বলেছেন: কতটা নিরাপদ থাকলে মানুষ নিরাপদ হবে বলেন দেখি মুক্তানীল ?
নাহলে ২০ জন মানুষ শপিং করতে গিয়ে কেন প্রান দিবে বলুন তো ?
মন্তব্যে ধন্যবাদ আপনাকে
২৪| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১:৩৮
মা.হাসান বলেছেন: @ পেটুকের প্রতিক্রিয়া-- আমরা ডেঙ্গু বা নারী নির্যাতন বা যুদ্ধ বা বহু বিবাহ নিয়ে লিখাতেও লাইক দেই, এর মানে এই না আমরা ঐ সব সমর্থন করি। লেখায় লাইক মানে কেমন ভাবে লেখাটা প্রকাশ করা হলো। এই লেখাটা থেকে ভালো ভাবেই বোঝা যায় থাইল্যান্ড শান্তিরদেশ, ছবি গুলো থেকে বুঝা যায় কিরকম গুছানো, বোমা পরবর্তী মানুষের প্রতিক্রিয়া থেকে দেখা যায় কি ভাবে তারা শকড। আপনার মন্তব্যের পর আমার আগের পোস্টটা পুনরায় জেন্দা করতে মন চাইতেছে। বর্তমানে সামু খুললে যে সুপার গ্লু দিয়ে লাগানো অক্ষয় পোস্ট খানা দেখা যায় উহাতে ৩৪ খানা লাইক। এই লাইক দাতারা কি মোজ সাহেবের এজেন্ট?
@খায়রুল আহসান - চিয়াং মাই বা চিয়াং রাই এর উপর জুন আপার পোস্ট পড়া হয় নি, তবে বৃহস্পতিবার এই সংক্রান্ত আপনার লেখা ও হাসি মুখ থাই রমনীর সাথে আপনার তোলা ছবিটা দেখেছিলাম এবং ১৯৮৬ সালে আপনার প্রথম ভ্রমনের বর্ননাও পড়ছিলাম। গুহায় আটকা পড়া শিশুদের নিয়ে লেখা পোস্ট টা পড়েছি। এয়ার এশিয়ার লাগেজ পলিসি এবং চেক ইন টাইম সম্পর্কে ভালো ধারনা পেয়ে গেলাম। জুন আপার সামুদ প্রাখান লেখাটা খুব কাজে লাগবে। শনিবার বাকি লেখা গুলো পড়ার ইচ্ছা আছে। আমার লেখার হাত ভালো না, গুনি ব্যক্তিদের কমেন্টের গুনে লেখা পার হয়ে যায়, ওনাদের কমেন্ট পড়তে আমারো ভালো লাগে, কাজেই আসার পর লেখা দেয়ার ইচ্ছে আছে।
০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১:২৪
জুন বলেছেন: @মা হাসান এখানে চিয়াং মাই চিয়াং রাই ভ্রমন নিয়ে সম্পাদকের ইচ্ছেমত কম লেখাই আছে । তবে এ বিষয়ে ব্লগে অনেক বিস্তারিত লেখা রয়েছে
২৫| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৩:৩৪
সোহানী বলেছেন: বলেন কি আপু! থাই ও অশান্ত হয়ে উঠেছে? কেউ ই কি একটু শান্তিতে থাকবে না!
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:০১
জুন বলেছেন: জী সোহানী দুনিয়ার কোথাও শান্তি নেই । আমার মনে হয় ইউরোপের কিছু দেশ ছাড়া । যেমন অস্ট্রিয়া, সুইজারল্যান্ড এমন ।
২৬| ০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ৮:১৪
ডঃ এম এ আলী বলেছেন: থাই এবং অন্যান্য সংবাদ মাধ্যমগুলি একে কেন ক্ষুদ্র আকারের
বম্ব এক্সপ্লোশন হিসাবে দেখছে তা বোধগম্য হচ্ছেনা । আপনার দেয়া চিত্রে ও বিবরণেতো একে ভয়াবহ হিসাবেই দেখা যাচ্ছে ।
একটি বম্ব ইন্টারণ্যাশনাল এয়ার পোর্টের খুব নিকটে সুয়াংলাং এর মত শ্পর্শকাতর এলাকায় আঘাত হেনেছে । তারপরেও
সুয়াংলাং রিজিয়নের পরিচালক Suesattaya ফ্রান্স নিউজ এজেন্সির কাছে একান্ত তুচ্ছ ভাবে বলেছেন
"I received a report that they are pingpong bombs hidden in bushes by the road."
"Pingpong bombs" are called as such due to their size.
যাহোক, আসিয়ান সন্মেলন সময়কালীন এই বোমা বিস্ফোরন থাইল্যন্ডের জন্য অশনি সংকেতই বটে । নিশ্চয়ই সাবধানে চলাচল করবেন বলে বিশ্বাস রাখি ।খোদা সহায় হোন ।
জানি মন্তব্যের নোটিশ সময়মত পাওয়া যায়না , তাই সম্ভব হলে আমার পোষ্টে করা মন্তব্যের জবাবটি দেখে আসতে পারেন ।
শুভেচ্ছা রইল ।
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২২
জুন বলেছেন: এ সবই রাজনৈতিক বলে সাধারন জনগনের বিশ্বাস ডঃ এম এ আলী । দেখা যাক এখনো ছিচকেরা ধারা পড়ছে । রাঘব বোয়ালরা হয়তো পর্দার আড়ালেই থেকে যাবে । মন্তব্যের উত্তর দিতে দেরীর জন্য আন্তরিক দুঃখিত আমি ।
সকল সময়ের জন্য শুভকামনা রইলো
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৪৭
জুন বলেছেন: ডঃ এম এ আলী ভাই বিশদ বিবরন সহ বিশাল মন্তব্য করে সেন্ড করলাম তারপর ব্লগ ঘুরে টুরে সেই আগের মন্তব্যের উত্তরহীন অবস্থা । দু দুবার চেষ্টা করে সেশে দু লাইনে কাজ সারলাম
অত্যন্ত দুঃখিত আমি । আর আমার অতি সাধারন মন্তব্যে আপনার অসাধারন জবাবটি দেখেছি । এত সুন্দর করে লেখা শুধু আপনাদের কিছু কিছু মানুষের পক্ষেই সম্ভব । অনেক ভালো থাকুন শুভেচ্ছায় .।.।
২৭| ০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ৯:১৭
চাঙ্কু বলেছেন: খুবই ভয়ংকর খবর। দুনিয়াতে মনে হয় আর কোন দেশই নিরাপদ নাই।
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২৪
জুন বলেছেন: বহুদিন পর আপনাকে ব্লগে দেখে খুব ভালোলাগলো চাংকু ।
দুনিয়াতে মনে হয় আর কোন দেশই নিরাপদ নাই। আমার মনে হয় অস্ট্রিয়া সুইজারল্যান্ড বিশেষ করে আল্পসের আশেপাশে জনগন এখনো কিছু শুখ শান্তিতে আছে । জানিনা কতদিন তা থাকবে ।
শুভকামনা রইলো
২৮| ০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তিন নম্বর ছবিটি ছাড়া বাকি তিনটি নেট থেকে নেয়া।
মহানাখনের ছবি তোলা একটু কষ্ট ।
ধন্যবাদ রাজীব নুর
ভালো থাকুন। সুস্থ থাকুন।
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২৬
জুন বলেছেন: রাজীব নুর মহানাখন বিল্ডিংটি ৭৮ তালা । খুব দূর থেকে এর ছবি নেয়া লাগে । সেই সুযোগটা পাই নি
আপনিও ভালো থাকুন সবসময় ।
২৯| ০৩ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:০৫
অন্তরা রহমান বলেছেন: পুরো পৃথিবীটাই যেন একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২৮
জুন বলেছেন: ঠিক বলেছেন আপনি । আর কিছুদিন পরে আমাদের পৃথিবী সাই ফাই ম্যুভির গল্পের মত আবর্জনার স্তুপ ।
আন্তরিক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ নিবেন অন্তরা রহমান ।
সাথে রইলো সকালের শুভেচ্ছা ।
৩০| ০৩ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৮
আখেনাটেন বলেছেন: চারিদিকে অশান্তির শাখা-প্রশাখা। মুক্তভূমিও এর থেকে মুক্ত নয়।
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:১৭
জুন বলেছেন: আখেনাটেন আপনি একটু পুরনো ইতিহাসে ফিরে যান দেখবেন মরুতেই কত রক্তপাতের ইতিহাস ঘটে গেছে । যেসব জায়গা শান্ত নিরিবিলি বলে একদিন পরিচিত ছিল সেখানেও আজ অশান্তির আগুন লেগেছে ।
মন্তব্যের মাঝে সাথে থেকে উৎসাহিত করার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
৩১| ০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫৬
নীল আকাশ বলেছেন: আমিও নিউজটা পড়েছি। আসলে যে ঘটিয়েছে? মুসলিমরা হলে।তো এতক্ষনে ট্রাম্প বাবা হইচই লাগিয়ে দিত!
ছবি গুলি খুব সুন্দর লাগছে।
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৪৯
জুন বলেছেন: ইদানীং আবার দক্ষিনের বিচ্ছিন্নতাবাদীদের দিকে আঙ্গুল তুলছে । দেখা যাক কি হয় । এখনতো এখান সেখান থেকে ছিচকেদের ধরা হচ্ছে । ছবিগুলোর মধ্যে একটাই আমার তোলা যেটা একটা বিটিএস স্কাই ট্রেন স্টেশনের ।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য নীল আকাশ । দেরীতে জবাবের জন্য দুঃখিত অনেক ।
৩২| ০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: চারিদিকে হত্যা, খুন, গুম আর হানাহানি!
ক্ষমতার লোভ আর অহমিকার বড়াই স্বৈরাচারিতায় বদলে দেয়! স্ব-দেশ কি বিদেশ রোগের ধরন একই!
মানুষ থেকে মানুষে যেমন রাস্ট্রের সাথে রাষ্ট্রের তেমনি। যুদ্ধ, ধ্বংস, হত্যা বন্ধ হোক।
মন্দ লোকেরা ধ্বংস হোক। সু, ভাল আর কল্যানের জয় হোক।
অবশ্যই সতর্ক থাকবেন। আল্লাহ আপনার হেফাজত করুন।
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৩
জুন বলেছেন: হায় বিদ্রোহী আপনার এই মন্তব্যটির জবাব দিতে বড্ড দেরী হয়ে গেল আমার । কি যে এক ঘুর্নিপাকের মধ্যে জীবন যাপন করছি বলার নয় ।
মন্দ লোকেরা ধ্বংস হোক। সু, ভাল আর কল্যানের জয় হোক। এমনটি যদি হতো তাহলে কি যে ভালো হতো তা বলার নয় । অনেক শুভকামনা রইলো আপনার জন্য ।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:০৬
ভুয়া মফিজ বলেছেন: ভয়ংকর খবর। বিস্তারিত জানায়েন। আপনি না দেশে ছিলেন? কবে গেলেন?