নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাতের আলোকে,শান্তির মিছিলে,,

Juned Ahmed

সত্য প্রকাশে দুরন্ত প্রহরী,মিথ্যার প্রতিবাদে নীরন্ত সৈনিক

Juned Ahmed › বিস্তারিত পোস্টঃ

হায় মানবতা

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৩


"পৃথিবীর বুকে সবাই বই-খাতা বা ডায়েরীর পাতায় পাতায় মানবতা শব্দটি লিখতে-লিখতে ডায়েরী পূর্ণ করে রেখেছেন।মানবতা শব্দের অর্থ কি?
মানবতা বলতে মূলত মানুষের প্রতি মানুষের স্নেহ-মায়া,মমতার বন্টনকে বুঝায়।কিন্তু সত্যি বলতে কি,বর্তমান সময়ে মানবতা বলতে কিছুই উপস্থিত নেই,বরং মানবতা শব্দটি আজ মাটির ধুলি কণার সাথে মিশে গেছে।মানবতা বলতে ধনী-গরিব,ছোট-বড় সবাই ভালোবাসার বাধনে বাধাঁর এক অনন্ত নাম।কিন্তু বর্তমান যুগে,অসহায় মানুষের চোখে অশ্রু ঘুর্ণিঝড়ের মতো বহে যাচ্ছে।কেউ তাদের পাণে ফিরিয়ে থাকায় না।অসহায় মানুষ একটু সহানুভূতি-ভালোবাসা পাবার জন্য যন্ত্রণার হাহাকারের প্রতিধ্বনি উচ্চারণ করছে।কেউ তাদের দিকে ফিরিয়ে থাকায় না।অসহায় মানুষের যন্ত্রণার চিৎকার কি তোমাদের কানে পৌঁছায়নি।যদি তোমাদের কানেই বা পৌছাই তো,তাহলে অবশ্যই তাদের পাশে এসে দাড়াঁতেন।আজ পৃথিবীর বুকে অর্থের লোভ আর আরাম-আয়েশের মোহের কাছে মানবতা শুধু বিকৃত।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫

মহা সমন্বয় বলেছেন: আজ পৃথিবীর বুকে অর্থের লোভ আর আরাম-আয়েশের মোহের কাছে মানবতা শুধু বিকৃত। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.