নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাতের আলোকে,শান্তির মিছিলে,,

Juned Ahmed

সত্য প্রকাশে দুরন্ত প্রহরী,মিথ্যার প্রতিবাদে নীরন্ত সৈনিক

Juned Ahmed › বিস্তারিত পোস্টঃ

বাগ-সিংহ-শেয়াল-বানর এবং "ওয়ান ইলেভেন"

১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬


বাঘ-সিংহ ও শেয়াল-বানর মানবজাতির খুব
পরিচিত প্রাণী। তাদের আচরণও সবার
জানা। বাঘ-সিংহ খুবই স্থিতিশীল ও
শক্তিশালী প্রাণী। পক্ষান্তরে শেয়াল
ভিতু ও বানর খুব অস্থির প্রাণী। পৃথিবীতে
কিছু শক্তিশালী মানুষের আচরণও বাঘ-
সিংহ ও শেয়াল-বানরের মত হয়। যেমন
বাংলাদেশের (ওয়ান ইলেভেনের)
শাসকদের আচরণ। তারা বাংলাদেশের
মানুষের সামনে বাঘ-সিংহ হয়ে আবির্ভুত
হয়েছে, অতঃপর বানরের মত আচরণ করে-
শেয়ালের মত পালিয়েছে। কিন্তু তারা
বাংলাদেশের ও বাংলাদেশের মানুষের
নজিরবিহীন ক্ষতি করেছে। বিশেষ করে
বাংলাদেশের রাজনীতির মূলস্রোত
জাতীয়তাবাদী শক্তির অপূরণীয় ক্ষতি
করে গেছে। এই ক্ষতির রেশ বাংলাদেশে
এখনও চলছে। হয়তো ভবিষ্যতে আরও চলতে
পারে। তবে অনিবার্য সত্য হচ্ছে, (ওয়ান
ইলেভেনের) সুস্পষ্ট বেনিফিশিয়ারী
বর্তমন শাসকদল। এজন্যই তারা বলেছিল,
(১/১১) তাদের আন্দোলনের ফসল। এই সফল
তারা যথারীতি ভোগও করে যাচ্ছে। তবে
ইতিহাস বড়ই নির্মম। ইতিহাস এসবকে
কোনো দিন স্বীকৃতি দেবে না-ইতিহাসে
এদের স্থানও হবেনা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: আপনি তো দেখি সুশীল পাবলিক| দুই দলেরই সমালোচনা করতেছেন| এই টাইপ লোক বেশি ভয়ংকর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.