| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খায়রুল আহসান
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ নয় বছর সাত দিন (নবম বর্ষপূর্তি পোস্ট)

One day I came from nowhere
And sat somewhere here,
To have a glimpse of what
You were blogging about.
Randomly I picked one post,
Read it in one breath almost,
And while reading it through,
Asked myself, why not me too?
That’s just how I’ve been here,
In a blog that is “somewhere”,
With an apt name,
Being true to its fame,
That has bound me in fraternity
And friendship among the community.
বলতে গেলে এভাবেই হঠাৎ করে আমার “সামহোয়্যারইনব্লগে” আসা। (পূর্বের আমার কোন একটি বর্ষপূর্তি পোস্ট থেকে পুনঃ উদ্ধৃত)।
গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনেকটা হঠাৎ করেই আমার নিজের ব্লগপাতার পরিসংখ্যানের অংশটুকুতে নজর আটকে গেল। দেখি, সেখানে লিখা আছে, “ব্লগ লিখেছিঃ ১০ বছর ২ ঘণ্টা। অর্থাৎ, এ ব্লগে আমার লিখালিখির ইতোমধ্যে দশম বর্ষপূর্তি ঘটে গেছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, দশম বর্ষপূর্তিতে গুছিয়ে একটা পোস্ট লিখবো এবং অতীতের কিছু স্মৃতিচারণ করবো। গত বছরের পোস্টে দুপুরে বসে গেলাম ল্যাপটপ নিয়ে। কিন্তু ‘বিধি মোর বাম’! কেবলমাত্র শিরোনামের অর্ধেক টাইপ করার পর বোধ করলাম, ব্লগের এবং নিজের লেখাগুলো পড়তে আমার ভীষণ কষ্ট হচ্ছে। চক্ষুপীড়া নিয়ে আগে থেকেই চিকিৎসাধীন ছিলাম। মনে হলো, কোন একটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় হয়তো এমনটি হয়ে থাকতে পারে। তাড়াতাড়ি ল্যাপটপ বন্ধ করে ডাক্তারের কাছে গেলাম। উনি পরীক্ষা করে একটা ড্রপ বদলে দিলেন এবং বললেন যে চোখের ভালো হতে থাকা ইনফ্লেমেশনটা পুনরায় দেখা দিয়েছে। ওনার পরামর্শে এতদিন লেখালেখি এবং পড়াপড়ি থেকে দূরে ছিলাম। গত দু’দিন থেকে একটু ভালো বোধ করাতে ওনার অনুমতি নিয়েই প্রতিদিন সামান্য সময়ের জন্য লেখালেখি এবং পড়াপড়িতে ফিরে এলাম। ইতোমধ্যে বর্ষপূর্তির ১৪টা দিন পার হয়ে গেছে। যাহোক, আমার বর্ষপূর্তির পোস্টগুলোতে সাধারণতঃ পাঠকদের জন্য তেমন কিছু থাকে না। বিশেষ করে গত ৪/৫ বছরের পোস্টগুলোতে। এগুলোতে আমি সাধারণতঃ আমার নিজের কিছু ব্লগ-পরিসংখ্যান নিয়ে ঘাটাঘাটি করি। এবারেও অনেকটা তাই করছি, তবে এবারে আমার অতীতের বর্ষপূর্তির পোস্টগুলোতে করা পাঠকদের কিছু ভালো লাগা মন্তব্য স্মরণ করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে নামোল্লেখ করছি। তাদের মধ্যে সিংহভাগ ব্লগার আজ দীর্ঘদিন ধরে ব্লগ থেকে নিরুদ্দেশ। তথাপি, তাদের জন্য অন্ততঃ আমার শুভকামনার সাক্ষ্যটুকু আমার ব্লগে থেকে যাক!
১। বর্ষপূর্তির হালখাতা - প্রথম বর্ষপূর্তিঃ
প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর ২০১৬। পোস্টটি পঠিত হয়েছে ৬৮৮ বার, পাঠকের মন্তব্য এসেছে ৩৯টি, ‘লাইক’ এসেছে ১৫টি, পোস্টটি কোন পাঠকের “প্রিয় তালিকা”য় যায় নি। আমার বিবেচনায় শ্রেষ্ঠ মন্তব্যকারী পাঠক হয়েছেন মাহমুদ০০৭। সবার মন্তব্যই ভালো লেগেছে, তবে অন্যান্য যাদের মন্তব্য একটু বেশি ভালো লেগেছে (কোন ক্রমানুযায়ী নয়), তারা হলেনঃ পুলহ, বিদ্রোহী ভৃগু, সেলিম আনোয়ার, শামছুল ইসলাম, বিড়ালপ্রেমী ব্লগার অরুনি মায়া অনু, মাঈনউদ্দিন মইনুল, দিশেহারা রাজপুত্র, সায়েদা সোহেলী এবং চাঁদগাজী।
২। সামহোয়্যারইনব্লগে আমার ব্লগিং এর দ্বিতীয় বর্ষপূর্তিঃ
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর ২০১৭। পোস্টটি পঠিত হয়েছে ৯৭০ বার, পাঠকের মন্তব্য এসেছে ৫১টি, ‘লাইক’ এসেছে ২০টি, পোস্টটি দুইজন পাঠকের “প্রিয় তালিকা”য় স্থান পেয়েছে। আমার বিবেচনায় শ্রেষ্ঠ মন্তব্যকারী পাঠক হয়েছেন বিলিয়ার রহমান (৩২)। সবার মন্তব্যই ভালো লেগেছে, তবে অন্যান্য যাদের মন্তব্য একটু বেশি ভালো লেগেছে (কোন ক্রমানুযায়ী নয়), তারা হলেনঃ জাহিদ অনিক, শামছুল ইসলাম, কথাকথিকেথিকথন, ভ্রমরের ডানা, সেলিম আনোয়ার, আখেনাটেন, সনেট কবি (উনি তো মন্তব্যেই আমাকে নিয়ে একটি চমৎকার সনেট লিখে ফেলেছেন), মাঈনউদ্দিন মইনুল, সুমন কর, ঋতো আহমেদ, শাহেদ খান, পুলহ, আহমেদ জী এস এবং চাঁদগাজী।
৩। “সামহোয়্যারইনব্লগে” তৃতীয় বর্ষপূর্তি – ফিরে দেখাঃ
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর ২০১৮। পোস্টটি পঠিত হয়েছে ১১৩৮ বার, পাঠকের মন্তব্য এসেছে ৫০টি, ‘লাইক’ এসেছে ২৯টি, পোস্টটি কোন পাঠকের “প্রিয় তালিকা”য় যায় নি। আমার বিবেচনায় শ্রেষ্ঠ মন্তব্যকারী পাঠক হয়েছেন যৌথভাবে ক্লে ডল এবং করুণাধারা। সবার মন্তব্যই ভালো লেগেছে, তবে অন্যান্য যাদের মন্তব্য একটু বেশি ভালো লেগেছে (কোন ক্রমানুযায়ী নয়), তারা হলেনঃ বিদ্রোহী ভৃগু, পদাতিক চৌধুরি, কাওসার চৌধুরি, বনসাই, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, পদ্মপুকুর, নতুন নকিব, গিয়াস উদ্দিন লিটন, শিখা রহমান, সৈয়দ ইসলাম, মনিরা সুলতানা, জুন, জাহিদ অনিক, আহমেদ জী এস, অচেনা হৃদি, রাকু হাসান, কালীদাস এবং চাঁদগাজী।
৪। “সামহোয়্যারইনব্লগ” এ আমার আজ চতুর্থ বর্ষপূর্তি হলোঃ
প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর ২০১৯। পোস্টটি পঠিত হয়েছে ৬৮০ বার, পাঠকের মন্তব্য এসেছে ৩৪টি, ‘লাইক’ এসেছে ২০টি, পোস্টটি কোন পাঠকের “প্রিয় তালিকা”য় যায় নি। আমার বিবেচনায় শ্রেষ্ঠ মন্তব্যকারী পাঠক হয়েছেন যৌথভাবে জাহিদ অনিক এবং মুক্তা নীল। সবার মন্তব্যই ভালো লেগেছে, তবে অন্যান্য যাদের মন্তব্য একটু বেশি ভালো লেগেছে (কোন ক্রমানুযায়ী নয়), তারা হলেনঃ মা.হাসান, আহমেদ জী এস, পদাতিক চৌধুরি, জুনায়েদ বি রাহমান, ল, নতুন নকিব, রাজীব নুর, বিদ্রোহী ভৃগু, নীল আকাশ এবং চাঁদগাজী।
৫। “সামহোয়্যারইন ব্লগ” এ আমার পঞ্চম বর্ষপূর্তি হলোঃ কিছু পরিসংখ্যানঃ
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর ২০২০। পোস্টটি পঠিত হয়েছে ৮৬৮ বার, পাঠকের মন্তব্য এসেছে ৪৪টি, ‘লাইক’ এসেছে ২৬টি, পোস্টটি একজন পাঠকের “প্রিয় তালিকা”য় স্থান পেয়েছে। আমার বিবেচনায় শ্রেষ্ঠ মন্তব্যকারী পাঠক হয়েছেন যৌথভাবে সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এবং পদ্মপুকুর। সবার মন্তব্যই ভালো লেগেছে, তবে অন্যান্য যাদের মন্তব্য একটু বেশি ভালো লেগেছে (কোন ক্রমানুযায়ী নয়), তারা হলেনঃ ডঃ এম এ আলী, করুণাধারা, শায়মা, পদাতিক চৌধুরি, অপু তানভীর, সোহানী, সেলিম আনোয়ার, মা.হাসান, আখেনাটেন, প্রামানিক, জুন, না মানুষী জমিন, মিথী_মারজান এবং চাঁদগাজী।
৬। “সামহোয়্যারইন ব্লগ” এ আমার ষষ্ঠ বর্ষপূর্তি হলো
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর ২০২১। পোস্টটি পঠিত হয়েছে ৭৬৮ বার, পাঠকের মন্তব্য এসেছে ৪৬টি, ‘লাইক’ এসেছে ২৭টি, পোস্টটি কোন পাঠকের “প্রিয় তালিকা”য় যায় নি। আমার বিবেচনায় শ্রেষ্ঠ মন্তব্যকারী পাঠক হয়েছেন জাদিদ। সবার মন্তব্যই ভালো লেগেছে, তবে অন্যান্য যাদের মন্তব্য একটু বেশি ভালো লেগেছে (কোন ক্রমানুযায়ী নয়), তারা হলেনঃ সাজিদ উল হক আবির, পদাতিক চৌধুরি, ঢুকিচেপা, নীল আকাশ এবং নীল-দর্পণ।
৭। অলখে চলে গেল ব্লগে আমার সপ্তম বর্ষপূর্তির দিনটি
প্রকাশের তারিখঃ ১৯ সেপ্টেম্বর ২০২২। পোস্টটি পঠিত হয়েছে ৭১০ বার, পাঠকের মন্তব্য এসেছে ৩৮টি, ‘লাইক’ এসেছে ২৪টি, পোস্টটি কোন পাঠকের “প্রিয় তালিকা”য় যায় নি। আমার বিবেচনায় শ্রেষ্ঠ মন্তব্যকারী পাঠক হয়েছেন ব্লগজননী জানা। সবার মন্তব্যই ভালো লেগেছে, তবে অন্যান্য যাদের মন্তব্য একটু বেশি ভালো লেগেছে (কোন ক্রমানুযায়ী নয়), তারা হলেনঃ জাহিদ অনিক, অঙ্গনা, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, সাড়ে চুয়াত্তর, পদাতিক চৌধুরি, সোহানী, ডার্ক ম্যান, স্বপ্নবাজ সৌরভ, মিরোরডডল এবং মনিরা সুলতানা।
৮। অষ্টম বর্ষপূর্তি পোস্টঃ আত্মদর্শন
প্রকাশের তারিখঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩। পোস্টটি পঠিত হয়েছে ৬০২ বার, পাঠকের মন্তব্য এসেছে ২৯টি, ‘লাইক’ এসেছে ২০টি, পোস্টটি কোন পাঠকের “প্রিয় তালিকা”য় যায় নি। আমার বিবেচনায় শ্রেষ্ঠ মন্তব্যকারী পাঠক হয়েছেন যৌথভাবে জুন এবং জাহিদ অনিক। সবার মন্তব্যই ভালো লেগেছে, তবে অন্যান্য যাদের মন্তব্য একটু বেশি ভালো লেগেছে (কোন ক্রমানুযায়ী নয়), তারা হলেনঃ মেহবুবা, ঢাকার লোক, আহমেদ জী এস, ডঃ এম এ আলী এবং অপু তানভীর।
৯। নয় বছর সাত দিন (নবম বর্ষপূর্তি পোস্ট)
প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর ২০২৪। পোস্টটি পঠিত হয়েছে ৬০৮ বার, পাঠকের মন্তব্য এসেছে ৩৫টি, ‘লাইক’ এসেছে ১৭টি, পোস্টটি কোন পাঠকের “প্রিয় তালিকা”য় যায় নি। আমার বিবেচনায় শ্রেষ্ঠ মন্তব্যকারী পাঠক হয়েছেন যৌথভাবে সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এবং জনারণ্যে একজন। দ্বিতীয়জন আমার এই একটি মাত্র বর্ষপূর্তি পোস্টেই মন্তব্য করেছেন। সবার মন্তব্যই ভালো লেগেছে, তবে অন্যান্য যাদের মন্তব্য একটু বেশি ভালো লেগেছে (কোন ক্রমানুযায়ী নয়), তারা হলেনঃ জুল ভার্ন, ঢাকার লোক, নীল-দর্পণ এবং করুণাধারা।
উপরের আটটি বর্ষপূর্তি পোস্টের মধ্যে কোনটিই ৬০০ বারের কম পঠিত হয়নি, সর্বোচ্চ পঠিত হয়েছে তৃতীয়টি, ১১৪০ বার। সর্বোচ্চ ‘লাইক’ও এসেছে তৃতীয়টিতে, ২৯টি এবং সর্বনিম্ন অষ্টমটিতে, ১৭টি। মাঝখানে বেশ কিছুদিন অন্যান্য অনেকের মতই আমারও ব্লগিং এর প্রতি আগ্রহে ভাটা পড়েছিল। বেশ কয়েকমাস কোন পোস্ট প্রকাশ করিনি। গত বছরে সারা বছরে পোস্ট করেছি মাত্র ১৭টি পোস্ট অর্থাৎ গড়ে প্রতিমাসে ১.৪২টি।। মন্তব্য করেছি ৬৫৩টি, গড়ে প্রতিমাসে ৫৪.৪২টি। মন্তব্য পেয়েছি ৫১৪টি, গড়ে প্রতিমাসে ৪২.৮৩টি। গত দশ বছরের পরিসংখ্যানঃ আমার ব্লগপাতা ভিজিট করেছেন ৪০৬২৪৫ জন, অর্থাৎ গড়ে প্রতিদিন ১১১.৩ জন। মন্তব্য করেছেন ২৬৭৩৭ জন, অর্থাৎ গড়ে প্রতিদিন ৭.৩৩ জন। আমি অন্যান্য ব্লগারদের পোস্টে মন্তব্য করেছি ৩১০৫১টি, অর্থাৎ গড়ে প্রতিদিন ৮.৫১টি।
বর্ষপূর্তির পোস্টগুলো প্রকাশ করতে আমার কখোনই এত দেরি হয়নি। ইচ্ছে ছিল, দশম বর্ষপূর্তি পোস্টটা একটু গুছিয়ে লিখবো। অসুস্থ চোখের কারণে তা আর এবারে হলো না। গত বছরের পোস্টে ব্লগার ভুয়া মফিজ আমাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, “দশম বর্ষপূর্তি পোস্টটা অনেক বড় হবে ইন শা আল্লাহ!!!” তার এ মন্তব্যে আমার ইচ্ছেরই প্রতিফলন ঘটেছিল, কিন্তু বাস্তবে তা ঘটলো না। যাহোক মাস পেরিয়ে যাবার আগেই এ পোস্টটা প্রকাশ করা বাঞ্জনীয় বোধ করে কিছুটা অসম্পূর্ণ অবস্থায়ই এটা প্রকাশ করতে হলো। ভবিষ্যতে সময় সুযোগমত এ পোস্টে আরও কিছু কথা সংযোজনের ইচ্ছে রাখি। এর আগের পোস্টটাতেও এ রকম একটি কথা লিখেছিলাম, কিন্তু নানা কারণে সেটাও হয়ে ওঠেনি, এজন্য দুঃখ প্রকাশ করছি। সবাইকে শারদীয় বিকেলের ফুলেল শুভেচ্ছা!
ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৫
শব্দ সংখ্যাঃ ১২৬৫

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৭
খায়রুল আহসান বলেছেন: সুন্দর একটি ইতিবাচক মন্তব্যের জন্য ধন্যবাদ।
২|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২২
নজসু বলেছেন:
শুভেচ্ছা।
শুভকামনা আর দোয়া রইলো আপনার জন্য।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৫
খায়রুল আহসান বলেছেন: শুভকামনা আর দোয়ার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৩|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি কি সরকারী চাকুরী করেছিলেন? কোন প্রফেশান থেকে আপনি রিটায়ার করেছেন?
০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ৯:১৯
খায়রুল আহসান বলেছেন: পোস্টের প্রাসঙ্গিকতায় মন্তব্য সীমিত রাখুন। পোস্ট বহির্ভূত কোন প্রসঙ্গে আমি মন্তব্য করতে আগ্রহী নই।
৪|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭
ঢাকার লোক বলেছেন: ব্লগে আপনার দশ বছর পূর্তিতে অভিনন্দন!
এ পরিসংখ্যান প্রমান করে আপনি যেমন এ ব্লগকে ভালোবাসেন তেমনি ব্লগাররাও আপনাকে তেমনি ভালোবাসেন ! পরম করুনাময়ের দরবারে প্রার্থনা করি আপনার চোখের সমস্যা অচিরেই দূর করুন এবং আপনার নিরবিচ্ছিন্ন উপস্থিতি আরো বহুদিন এ ব্লগকে যেন সমবৃদ্ধ করে সে তৌফিক দিন।
০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৯
খায়রুল আহসান বলেছেন: আপনার দোয়া এবং শুভকামনার জন্য অশেষ ধন্যবাদ। উদার প্রশংসায় মুগ্ধ ও প্রাণিত।
৫|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
সুলাইমান হোসেন বলেছেন: পোস্টে আপনার পূর্ববর্তী লেখার লিংকগুলো দিলে ভালো হতো।অভিনন্দন আপনাকে।অনেক দ্বীর্ঘসময় সামুর সাথে থাকার জন্য।
০১ লা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪০
খায়রুল আহসান বলেছেন: "পোস্টে আপনার পূর্ববর্তী লেখার লিংকগুলো দিলে ভালো হতো" - দিয়েছি। অনেকগুলোতেই আগে থেকে দেওয়া ছিল। যে দুটোতে ছিল না, সে দুটোতে এবারে দিয়েছি। কয়েকটাতে পূর্বের এবং পরের, দুটো লিঙ্কই দেয়া আছে।
সুপরামর্শের জন্য ধন্যবাদ।
৬|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ব্লগে আপনার দশ বছর পূর্তিতে অভিনন্দন!
আপনি আমার কাছে গুনিদের একজন। আপনার নেক হায়াত কামনা করছি।
০১ লা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪
খায়রুল আহসান বলেছেন: এখানে আমার ব্লগিং এর শুরু থেকেই, মাঝখানে কিছুটা অনিয়মিতভাবে হলেও, আপনাকে আমার লেখায় পেয়েছি। সেজন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
৭|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
জেনারেশন একাত্তর বলেছেন:
আজকের এই পোষ্টে ইংরেজী কবিতা যোগ করাটা বুদ্ধিহীনতার পরিচয় দিতেছে।
০১ লা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩১
খায়রুল আহসান বলেছেন: তা দিতে পারে। আমি তো বুদ্ধিহীন মানুষই বটে। তাই এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই; এতে ইতর বিশেষ কিছু হবে না।
আর তা ছাড়া কবিতা তো কবিতাই, তা বাংলা, ইংরেজি বা অন্য যে কোন ভাষায়ই রচিত হোক না কেন, মনের ভাবটা ঠিকমত ব্যক্ত করা গেলেই সেটা আদৃত হয়। আমি কোন ভাষার প্রতিই কোন বিদ্বেষ পোষণ করি না। কারণ যে দুটো ভাষা আমি লিখতে, পড়তে এবং বলতে শিখেছি, তা অনেক যত্ন ও কষ্ট করে শিখেছি, ব্যাকরণ পড়ে ও মেনে। তাই আমার ভাষায় আপনি সহজে কোন ভুল খুঁজে পাবেন না, হয়তো নিতান্ত কিছু “টাইপো” ছাড়া। এটা আমার অহংকার নয়, এটা সাহিত্যের প্রতি অনুরাগ থেকে চর্চা করে পাওয়া আমার সামান্য একটি অর্জন মাত্র।
৮|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭
আরোগ্য বলেছেন: অনেক অনেক অভিনন্দন জানাই। সামুতে আপনার যাত্রা চলতে থাকুক অবিরাম.. ….
আমারও এ মাসে সাত বছর পূর্ণ হলো।
০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ৮:৪৭
খায়রুল আহসান বলেছেন: এ মাসে ব্লগে আপনার সাত বছর পূর্ণ হওয়াতে আপনাকেও জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। অনেক ধন্যবাদ মন্তব্যটির জন্য।
৯|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩১
মেঠোপথ২৩ বলেছেন: অভিনন্দন । শুভকামনা রইল
০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১০:৪৪
খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন এবং শুভকামনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১০|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৬
ঢাকার লোক বলেছেন: @ জেনারেশন,
জানতে চেয়েছেন, আপনি কি সরকারী চাকুরী করেছিলেন? কোন প্রফেশান থেকে আপনি রিটায়ার করেছেন?
ভালো যে বেতন কত জানতে চাননি !
আপনিতো আমেরিকায় আছেন অনেকদিন, শুনেছি সেখানে লোকজন সাধারণত ব্যাক্তিগত বিষয়ে প্রশ্ন করে না !!
০৩ রা অক্টোবর, ২০২৫ সকাল ৮:৩৭
খায়রুল আহসান বলেছেন: ফুলবাগানে যখন কোন প্রাণী ঢুকে পড়ে ঘোঁৎ ঘোঁৎ করা শুরু করে, তখন তা বাগান মালিক এবং দর্শক, উভয়ের জন্য পীড়াদায়ক হয়ে ওঠে।
১১|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৯
জেনারেশন একাত্তর বলেছেন:
@ঢাকার লোক,
;
আপনিও আমেরিকায় থাকেন, কিন্তু আপনার আচরণ ঢাকার বেকুবদের মতো।
আমেরিকায় সরকারী চাকুরী যারা করেন, তাদের প্রফেশান ও দায়িত্ব প্রতিটি নাগরিক জানে; ট্রাম্প প্রেসিডেন্ট ইহা লুকানো হয় না; আপনার মগজ এখন ঢাকার চোরদের মতো রয়ে গেছে।
আপনাকে যখন কোন সরকারী করমচারী টেলিফোন করে, সে তার নাম ও পদবী জানায়? আপনার পড়ালেখার কোন মুল্য নেই।
১২|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৬
জেনারেশন একাত্তর বলেছেন:
@ঢাকার লোক,
যখনই ১ জন মানুষ অনলাইনে দেয়, তা পাবলিক ডোমেইনে যায়; ইহা তো বানরও বুঝে। সরকারী চাকুরেদের সব তথ্য মানুষ জানতে পারে, উহা পাবলিক ডোমেইনে আছেস। আপনার পড়ালেখার কোন মুল্য নেই।
১৩|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০২
জেনারেশন একাত্তর বলেছেন:
@ঢাকার লোক,
যখনই ১ জন মানুষ **তার রেজ্যুমে অনলাইনে দেয়, তা পাবলিক ডোমেইনে যায়; ইহা তো বানরও বুঝে। সরকারী চাকুরেদের সব তথ্য মানুষ জানতে পারে, উহা পাবলিক ডোমেইনে আছে। আপনার পড়ালেখার কোন মুল্য নেই।
১৪|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৯
ঢাকার লোক বলেছেন: @ জেনারেশন,
আমার পড়ালেখার মূল্য নেই, সে আর বলতে ! সে তো বৌয়ের কাছে রোজই সকাল বিকাল শুনি !! ![]()
১৫|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দশম বর্ষপূর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা রইল স্যার।
০৩ রা অক্টোবর, ২০২৫ সকাল ৯:৫১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, পোস্ট পড়ে এখানে মন্তব্য রেখে যাবার জন্য।
১৬|
৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৩৬
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
দশ দশটি বছর সুখ্যাতির সাথে ব্লগারদের যে ভালোবাসা অর্জন করেছেন তা অতুলনীয়। দশম বর্ষপূর্তির শুভেচ্ছা।
চোখের সুস্থ্যতা কামনায়। ভালো থাকুন।
০৩ রা অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৯
খায়রুল আহসান বলেছেন: "দশ দশটি বছর সুখ্যাতির সাথে ব্লগারদের যে ভালোবাসা অর্জন করেছেন তা অতুলনীয়" - এমন উদার প্রশংসা ও মূল্যায়নের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এ ব্লগে ব্লগিং করা শুরু থেকে আমার পোস্টগুলোতে আপনার আনুকূল্য, বিশ্লেষণাত্মক মন্তব্য এবং সময়ে সময়ে পরামর্শও পেয়েছি, সেজন্যও জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা।
চোখের সুস্থ্যতা কামনা অন্তর স্পর্শ করে গেল!
১৭|
৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: অভিনন্দন আপনাকে।
০৩ রা অক্টোবর, ২০২৫ দুপুর ২:২১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।
১৮|
৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১০
শেরজা তপন বলেছেন: চোখে খানিকটা তো আমার ও সমস্যা! আপনি সুস্থ হয়ে উঠুন দ্রুত এই কামনা করছি, চোখের সমস্যা থাকলে তো ব্লগারেরা আপনার দুর্দান্ত সব লেখা মিস করবে, আরো বড় ব্যাপার হচ্ছে আমরা আপনার বুদ্ধিদীপ্ত আন্তরিকতাপূর্ন চমৎকার সব মন্তব্য মিস করব।
আপনার দশম বর্ষ পুর্তীতে অভিনন্দন। আপনার অনুপ্রেরনা আমাদের দারুন উতসাহিত করে। ভাল থাকুন নিরন্তর।
০৪ ঠা অক্টোবর, ২০২৫ সকাল ১০:৪০
খায়রুল আহসান বলেছেন: জ্বী, বেশ কিছুকাল ধরে আপনার চোখেও সমস্যা চলছিল/চলছে, তা আমি জানি। লক্ষ্য করেছি, এ সমস্যার কারণে আপনার ব্লগিং এর ক্ষেত্রেও এর প্রতিকূল প্রভাব পড়েছে। হয়তো জীবনের অন্যান্য প্রয়োজনীয় ক্ষেত্রেও পড়েছে। এর পর থেকে আপনার কমেন্ট হ্রস্ব হয়ে গেছে, যদিও বলা যায় যে এর পরেও আপনি প্রায় নিয়মিত পোস্ট দিয়ে যাচ্ছেন।
মন্তব্যে এবং অভিনন্দনে অনেক প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। আপনার সুবিশাল ব্লগপাতায়, বিশেষ করে পেছনের দিকে অনেক আকর্ষণীয় পোস্ট আমার অপঠিত রয়ে গেছে। একবার শুরুও করেছিলাম শেষ থেকে শুরু করে পড়ে যেতে। কিছুদিন তা করার পর মনযোগ হয়তো অন্যদিকে ধাবিত হয়েছিল। তবে মনে আছে, পুরনো একটি পোস্টে একবার আপনার মায়ের অসুখের (বোধকরি কোন সার্জারি) সময় ব্লগের পাঠকদের মাঝ থেকে রক্তদানের লাইন পড়ে গিয়েছিল। আপনার প্রতি তাদের এই সহমর্মিতা দেখে পোস্টগুলো এবং মন্তব্যগুলো পড়তে পড়তে সে সময়ে আমার দু'চোখ ঝাপসা হয়ে উঠতো।
ছোট্ট একটি মন্তব্যে অনেক প্রেরণা যুগিয়ে গেলেন। অনেক ধন্যবাদ।
১৯|
৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অভিনন্দন।
তবে, আপনার লেখার মাঝে অসামঞ্জস্যতা আছে।
০৪ ঠা অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৬
খায়রুল আহসান বলেছেন: অভিনন্দনের জন্য ধন্যবাদ।
জ্বী, লেখার মাঝে যে কিছুটা অসামঞ্জস্যতা আছে, সেটা পোস্ট পুনর্বার পাঠকালে আমার চোখেও ধরা পড়েছে। সেটা মূলতঃ হয়েছে ব্লগে আমার প্রথম পোস্ট প্রকাশের তারিখ এবং আমার ব্লগিং এর বয়স গণনাকাল নিয়ে। এ দুটোর মাঝে ২/৩ দিনের ব্যবধান ছিল। আমার প্রথম পোস্ট প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে রাত ১১-২৬ এ। আর আমাকে নিরাপদ ঘোষণা করা হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। ব্লগ কর্তৃপক্ষ লেখালেখির বয়স গণনা করে থাকে সম্ভবতঃ নিরাপদ হবার তারিখ থেকে, আর আমি করি প্রথম পোস্ট প্রকাশিত হবার তারিখ থেকে। এ টুকুই যা অসামঞ্জস্যতা আমার নজরে এসেছে। সূক্ষ্ম এ অসামঞ্জস্যতাটুকু ধরিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
২০|
৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৬
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া!!!
দশ বছর কাটিয়ে দিলে এই ব্লগে!! আজও লিখছো এটা অনেক বড় পাওয়া!! আরও দশ দশে ২০ কিংবা আরও ১০ এ ৩০ বছর বা আরও অনেক বছর লিখে চলো!! আরও দশ বিশ তিরিশ কিংবা ৪০ বছর বাঁচুক সামু......
০৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:১৯
খায়রুল আহসান বলেছেন: "দশ বছর কাটিয়ে দিলে এই ব্লগে!!" - জ্বী, এবং এই দশ বছর ধরেই আপনি আমার লেখার সাথে ছিলেন/আছেন, সেজন্য অশেষ ধন্যবাদ। আরও কত বছর ধরে লিখতে পারবো, সে নিয়ে মোটেই চিন্তা করি না। তবে চাই, জীবনের শেষদিন পর্যন্ত যেন সৃষ্টিধর্মী মননশীলতায় নিয়োজিত থাকতে পারি, দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গকে সক্রিয়, সক্ষম অবস্থায় রেখে। যেদিন শেষ বিদায়ের দিন আসবে, সেটা যেন আসে কোন হাসপাতাল শয্যায় নয়, লেখার টেবিলেই। ল্যাপটপটা যেন তখনও খোলাই থেকে, কলমেরও খাপ খোলা থাকে, চশমাটাও যেন চোখেই সাঁটা থাকে!
২১|
৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া।
আমাদের সাথেই থাকুন। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদ রাখুন
০৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:০৩
খায়রুল আহসান বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ। ব্লগেই আছি, থাকবো, যতটা পারি।
২২|
৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৫
বিজন রয় বলেছেন: অভিনন্দন। শুভেচ্ছা। শুভকামনা।
০৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:০৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
২৩|
৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩২
করুণাধারা বলেছেন: দশম বর্ষপূর্তিতে অভিনন্দন এবং শুভকামনা।
গত বছর ৯ বছর পূর্তির পোস্ট দিয়েছিলেন, তাই এবছর অপেক্ষা করেছিলাম ১০ বছর পূর্তির পোস্টের। বরাবরের মতোই আপনার ব্লগীয় পরিসংখ্যান আগ্রহ নিয়ে পড়লাম।
আরো কিছু বলার ছিল, কিন্তু আমিও ইদানিং চোখের সমস্যা নিয়ে পেরেশানিতে আছি। তাই আপনার চোখের সুস্থতা কামনা করে এবং আমার চোখের সুস্থতা কামনা করবেন এই আশা নিয়ে বিদায় নিচ্ছি।
পোস্টের শেষে দেয়া চার রঙের চার রকম ফুলের ছবি খুব চমৎকার। শেষ তিনটা ছবি গতকাল তোলা, প্রথমটা কি আগের?
০৬ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭
খায়রুল আহসান বলেছেন: "বরাবরের মতোই আপনার ব্লগীয় পরিসংখ্যান আগ্রহ নিয়ে পড়লাম" - অনেক ধন্যবাদ। এই ব্লগীয় পরিসংখ্যানগুলো যখন লিখছিলাম, তখন আমি জানতাম যে এগুলো যদি একজন পাঠকও "আগ্রহ নিয়ে" পড়েন, সেটা হবেন আপনি।
আপনার চোখের সমস্যা থেকে আশু নিরাময় লাভ করেন, কায়মনে এ কামনা করছি।
ফুলগুলো আর কেউ খেয়ালই করেন নি, আপনি করেছেন; এজন্য আবারও ধন্যবাদ। শেষ তিনটা ছবির মত প্রথমটাও সামান্য সময়ের ব্যবধানে একই দিনে, একই স্থানে তোলা, তবে অন্য ক্যামেরায়।
২৪|
০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:১১
খায়রুল আহসান বলেছেন: ওকে।
২৫|
০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ৯:১৪
শ্রাবণধারা বলেছেন: দশম বর্ষপূর্তিতে অভিনন্দন!
০৭ ই অক্টোবর, ২০২৫ ভোর ৬:৪২
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা!
২৬|
০৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:২৭
মৌরি হক দোলা বলেছেন: অভিনন্দন। শুভেচ্ছা। শুভকামনা।
০৭ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৪৭
খায়রুল আহসান বলেছেন: অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
২৭|
০৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩০
মৌরি হক দোলা বলেছেন: আমি লিখছি ৭ বছর ৬ মাস ধরে। অনেকগুলো বছর পেরিয়ে গেল...
০৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৯
খায়রুল আহসান বলেছেন: "অনেকগুলো বছর পেরিয়ে গেল..." - জ্বী, সময় যেন এক বহতা নদী, কেউ দেখুক বা না দেখুক, নিশীথে দিবসে সতত বয়ে যায়।
২৮|
০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: আমার এক যুগ পার হয়ে গেল। আমার কোনো লেখায় আপনিই প্রথম মন্তব্য করেছিলেন। বিভিন্ন সময়ে আপনার মন্তব্য এবং পোস্ট আমাকে অনুপ্রাণিত করেছে। ব্লগে এক দশক পার হওয়ায় আপনাকে অভিনন্দন।
০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০২
খায়রুল আহসান বলেছেন: এ ব্লগে আপনার এক যুগ পূর্তিতে আপনাকেও অভিনন্দন জানাচ্ছি।
"বিভিন্ন সময়ে আপনার মন্তব্য এবং পোস্ট আমাকে অনুপ্রাণিত করেছে" - এটা জেনে সত্যিই খুব প্রীত বোধ করছি। আপনার লেখার হাত ভালোই আছে। সুতরাং সময় সুযোগ মত লেখার চর্চা চালিয়ে যাবেন, এতে দ্রুত আরও উৎকর্ষতা অর্জন করতে পারবেন বলে আশা রাখি। ।
২৯|
০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০৭
ইফতেখার ভূইয়া বলেছেন: দশ বছর বেশ দীর্ঘ সময়, এতদিন ধরে একটা প্ল্যাটমফর্মে নিয়মিত লিখা বেশ ধৈর্য্যের ব্যাপার। তার উপর বছরের পর বছর ধরে আমাদের অখাদ্য সব লিখা আপনার মূল্যবান সময় নষ্ট করে পড়েছেন, মন্তব্য করে উৎসাহিত করেছেন, সে জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন। পরিশেষে আপনার পূর্ণ শারীরিক সুস্থতা কামনা করছি ও আরো বহুদিন আমাদের মাঝেই থাকবেন, সেই কামনাই করছি। ধন্যবাদ।
০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৩১
খায়রুল আহসান বলেছেন: আপনাদের, বিশেষ করে আপনার লেখা মোটেই "অখাদ্য" নয়। আপনি একজন পরিশ্রমী লেখক এবং পরিশ্রমী লেখকদের লেখা "অখাদ্য" হতে পারে না। ভিডিওচিত্রসহ লেখা আপনার বেশ কিছু পোস্টের উচ্চ সাংরক্ষণিক যোগ্যতা ও মূল্যমান (archive value) রয়েছে বলে আমি মনে করি।
উদার প্রশংসা, মূল্যায়ন এবং "পূর্ণ শারীরিক সুস্থতা কামনা" করার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
৩০|
০৭ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:৪৮
কাছের-মানুষ বলেছেন: দশম বর্ষপূর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা রইল অনেক! এভাবেই লেখতে থাকুন সবসময়।
০৯ ই অক্টোবর, ২০২৫ ভোর ৬:৪০
খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা'র জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনার নতুন আবাসস্থল শান্তিময় হোক, কর্মস্থল সাফল্যময় হোক, এই শুভকামনা রইল।
৩১|
০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:২৯
জ্যাক স্মিথ বলেছেন: দশম বর্ষপূর্তিতে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার চোখের অসুস্থতার কথা জানতে পেরে দুঃখ পেলাম, আশা করছি খুব শীঘ্রই চোখ ঠিক হয়ে যাবে।
আপনি টানা ১০ বছর বর্ষপূর্তি উপলক্ষে পোস্ট করেছেন যার দ্বারা প্রমাণ হয় আপনি একজন সময় নিষ্ঠাবান মানুষ।
০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৩
খায়রুল আহসান বলেছেন: আমার চোখের অসুস্থতার কথা জানতে পেরে যে সহমর্মী অনুভূতি প্রকাশ করলেন, তার জন্য অশেষ কৃতজ্ঞতা।
আমি সাধারণতঃ চেষ্টা করে থাকি সময়ের বাধ্যবাধ্কাতার প্রতি সম্মান জানিয়ে জীবনের কর্মসূচী পালন করে যেতে। তবে এর ব্যত্যয়ও ঘটে। অনেক সময় মন চালকের আসনে বসে পড়ে। তখন মনের ইচ্ছাই আমার ইচ্ছা হয়ে ওঠে। কোন বাধ্যবাধকতার কথা তখন মনে স্থায় পায় না। এটাই একজন "সময় নিষ্ঠাবান" মানুষের দ্বৈত দ্বন্দ্ব, এ কারণেই তার কার্যসূচীর সাথে সময়ের সংঘাত ঘটে থাকে এবং ফলাফল প্রায়ই নেতিবাচক হয়ে ওঠে।
৩২|
০৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:১১
সুনীল সমুদ্র বলেছেন: বেশ কয়েক বছর আগের কথা। হঠাৎ একদিন খেয়াল করলাম, সামহোয়ার ইন ব্লগে আমার ১০-১২ বছর আগের কোন এক পোস্টের লেখায় একজন অপেক্ষাকৃত নতুন সিনিয়র সিটিজেন ব্লগারের সুন্দর সুচিন্তিত মন্তব্য সংযুক্ত হয়েছে। একটু অবাক হলাম। এত পুরনো লেখা খুঁজে খুঁজে কে পড়ছেন? কে এতো ধৈর্য ধরে এতোদিন পর, মন্তব্য দিচ্ছেন এসব লেখায় ? কয়েকদিন পর আবারো অন্য একটা অতি পুরনো পোস্টের ক্ষেত্রে একই ঘটনা। সেই একজন আবারও তার সু চিন্তিত মন্তব্য রেখেছেন পুরনো লেখাটা খুঁজে নিয়ে। এরপর আরও অবাক হওয়ার পালা। ২০০৬-এ আমি প্রথম যে পোস্ট দিয়ে এই ব্লগে লেখালেখি শুরু করেছিলাম, সেখানেও তিনি মন্তব্য করেছেন !
কয়েকদিন যেতে না যেতেই বুঝলাম, শুধু আমার লেখার ক্ষেত্রেই নয়, ব্যতিক্রমী ওই মানুষটি খুঁজে খুঁজে সামহোয়্যার-এর পুরনো অনেক ব্লগার এর লেখাতেই এভাবে সুন্দর বিশ্লেষণমূলক মন্তব্য লিখে চলেছেন, অসীম তার ধৈর্য্য, অসামান্য তার অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি।
আমার কাছে মনে হল, তিনি যেন সামহোয়্যার-এ তার নতুন পথচলা/লেখালেখি শুরু করার আগে পুরো সামহোয়্যার-এর গৌরবময় অতীত সময়টাকেই ভালোভাবে অনুধাবন করে নিতে চেয়েছেন, এবং পরবর্তীতে সামহোয়্যারে তাঁর গত কয়েক বছরের পোস্টে যেন সেই সমৃদ্ধ অতীতেরই ধারাবাহিকতা বজায় রেখে অনেক সুন্দর, তথ্যবহুল, সমৃদ্ধ পোস্ট দিয়ে যাচ্ছেন।
বলা বাহুল্য, এতক্ষণ যার কথা বললাম, তিনিই জনাব খায়রুল আহসান। ব্লগে যার দশ বছর পূর্তির চমৎকার এই পোস্ট নানা কারণেই নজর কাড়লো আমার। তার ব্লগের ১০ বছরের পরিসংখ্যানই বলে দিচ্ছে- অন্যের পোস্টে মন্তব্য করায় তিনি কতোটা ধৈর্য্যের সাথে দীর্ঘ সময় দিয়েছেন। .....
ব্লগে তার প্রথম পদচারণার বিষয়টি কি দুর্দান্ত সুন্দরভাবেই না তিনি তুলে ধরেছেন তার ইংরেজি কবিতায় - 'One day I came from nowhere, And sat somewhere here' -এই লাইনে, somewhere in blog -এর নামকরণের সাথে মিল রেখে 'somewhere here' - ব্যবহার করার মাঝেও তার সুচিন্তিত মেধার পরিচয় মেলে । পরের লাইনেই আবার তিনি বলেছেন- 'To have a glimpse of what You were blogging about' ! যেন তার কবিতার ভাষাতেই তিনি জানিয়ে দিলেন, কিভাবে এক অনুসন্ধানী মন নিয়ে তিনি সামহোয়্যার-এর ব্লগারদের লেখাগুলোর স্বাদ অনুধাবন করতে চেয়েছেন !
তারপর তিনি নিজেও কিভাবে একদিন এই সামহোয়্যার-এর বিশাল রাজ্যের বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠলেন, তারই ব্যাখ্যা যেন তার কবিতার পরবর্তী অনুচ্ছেদে-
Randomly I picked one post,
Read it in one breath almost,
And while reading it through,
Asked myself, why not me too?
জ্বী, অন্যেরা যদি লিখতে পারে, 'why not me too ?'- এমন একটি আত্মজিজ্ঞাসা থেকেই এই সামহোয়্যার-ইন-ব্লগে খায়রুল আহসান ভাইয়ের লেখালেখির শুভ- সূচনা, এবং কালের পরিক্রমায় সেই লেখালেখি দশ বছর অতিক্রম করলো।
দশ বছর পূর্তির এই লেখার শুরুতেই তাই তার এই বহু আগের লেখা অসাধারণ কবিতাটির সংযোজন আমার কাছে খুব হৃদয়গ্রাহী মনে হয়েছে। লেখার অন্যান্য অংশ সম্পর্কে শুধু এটুকুই বলি, এভাবে নিজেই নিজেকে বিশ্লেষণ করে, চুলচেরা হিসাব করে যিনি অন্যের কাছে নিজেকে নানা পরিসংখ্যান দিয়ে উপস্থাপন করতে পারেন, ব্লগের প্রতি এবং তার নিজের লেখার প্রতি তার সিনসিয়ারিটির কোন অভাব, আসলেই একেবারে থাকে না।
এক সময় আমরা যেভাবে সামহোয়্যারকে প্রচন্ড ভালবাসায় আঁকড়ে ধরে অসাধারণ সব সময় কাটিয়েছি, খায়রুল আহসান যেন সময়ের সেই অনুপম মুক্তগুলোকেই খুঁজে নিয়ে ব্লগে তার আগামী দিনের পথচলাকে সূচারু সুন্দর করার জন্য সমৃদ্ধ-সুন্দর সব লেখা উপহার দিতে চাইছেন আমাদের।
প্রার্থনা করি, তার চোখের অসুস্থতা দ্রুত কেটে যাক, এভাবেই তার সমৃদ্ধ সুন্দর লেখালেখি চলুক আরও অনেকগুলো বছর, সেই সাথে আমাদের 'সামহোয়্যারইন ব্লগ' তাঁর মতো নিবেদিত প্রাণের ব্লগারদের সুন্দর লেখার প্রাণ চাঞ্চল্যে আবার আলোকময়, উজ্জীবিত হয়ে উঠুক।
০৯ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২৮
খায়রুল আহসান বলেছেন: "আমার কাছে মনে হল, তিনি যেন সামহোয়্যার-এ তার নতুন পথচলা/লেখালেখি শুরু করার আগে পুরো সামহোয়্যার-এর গৌরবময় অতীত সময়টাকেই ভালোভাবে অনুধাবন করে নিতে চেয়েছেন" - অত্যন্ত সঠিক একটি পর্যবেক্ষণ। আপনি একদম 'বুলস আই' হিট করেছেন। আমি ঠিক সেটাই করতে প্রয়াসী হয়েছিলাম। ব্লগের প্রথম আটটি বছর ছিল অত্যন্ত বর্ণাঢ্য। আমি ব্লগের সে স্বর্ণালী বর্ণালী দিনগুলো বছর দুয়েক বিলম্বে যোগ দেয়াতে মিস করেছিলাম। কিন্তু ব্লগে প্রবেশ করেই বুঝতে পেরেছিলাম যে বাংলা ভাষায় ব্লগিং এর ঐতিহাসিক একটি দুয়ার খুলে দেয়ার জন্য এ ব্লগটি তার ঐতিহাসিক গুরুদায়িত্ব পালন করে চলেছে একনিষ্ঠে, এর মূলায়ন হতেই হবে; আজ হোক, কাল হোক, অথবা কয়েক প্রজন্ম পরে, ১০০ বছর পরে হলেও, কোন বিচক্ষণ গবেষকের অনুসন্ধানে, ডাটা বিশ্লেষনে এ ব্লগকে স্মরণ করতেই হবে। তাই একবার ব্লগের ভেতরে প্রবেশ করে আর নীরবে ফিরে যেতে চাইনি।এখানে একেবারে স্থানু বৃক্ষের মত স্থবির হয়েও নীরবে দাঁড়িয়ে থাকতেও চাইলামনা। প্রতিদিন কত কথাই তো নিজের সাথে নিভৃতে বলে চলি। তার থেকেই না হয় কিছু কিছু কথা এখানে বলে গেলাম। কেউ পড়লো, কিংবা কেউ পড়লো না, তাতে কিছুই আসে যায় না।
"দশ বছর পূর্তির এই লেখার শুরুতেই তাই তার এই বহু আগের লেখা অসাধারণ কবিতাটির সংযোজন আমার কাছে খুব হৃদয়গ্রাহী মনে হয়েছে" - আপনার একটি বাক্য আমার এই দশম বর্ষপূর্তি পোস্ট এর একটি মূল্যবান অর্জন। এটা আমার জন্য অত্যন্ত রিঅ্যাশিউরিং হয়েছে। বিভিন্ন নামে বিচরণকারী ব্লগের একজন চিরস্থায়ী ব্লগার তো মন্তব্যের ঘরের উপরের দিকে বলেই দিয়েছেন যে এই পোষ্টে ইংরেজী কবিতা যোগ করাটা বুদ্ধিহীনতার পরিচয় দিতেছে। তার মন্তব্যের পরে পরেই এই মন্তব্যে তারই একজন ভাবশিষ্য এসে আবার 'লাইক'ও দিয়ে গেছেন। তার এই নেতিবাচক মন্তব্যে আমি মোটেই আশ্চর্য হই নাই, তবে আপনার অসাধারণ সূক্ষ্মদর্শী উপলব্ধিজাত বিশ্লেষণটি পড়ে আমি এক কথায় আভিভূত, আপ্লুত হয়েছি। আপনি যে এতটা সঠিকভাবে উপলব্ধি করে বিশ্লেষণ করেছেন, এতে আপনার অসামান্য চিন্তাশক্তির পরিচয় পেয়ে আমি প্রীত হয়েছি।
আমার 'চোখের অসুস্থতা'র নিরাময় লাভের জন্য আপনার আন্তরিক শুভকামনা আমার মর্ম স্পর্শ করেছে। অনেক ধন্যবাদ ও কৃ্তজ্ঞতা। ++
৩৩|
১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:২৬
নীল-দর্পণ বলেছেন: দেরিতে হলেও শুভেচ্ছা জানাতে এলাম বর্ষপূর্তির। এরকম আরো অনেক গুলো বছর সুন্দর ভাবে কাটুক ব্লগে সেই কামনা করছি।প্রতিটা ফুল কী অপূর্ব রং! কোনটার ই না জানিনা তবে বেগুনীটা এক সময় আমার টবে ছিল। কোন প্রকার যত্ন ছাড়াই দিব্যি ফুল দিতো।
১১ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:৩৪
খায়রুল আহসান বলেছেন: দেরি তেমন হয়নি, পোস্ট পড়েছেন, সেটাই বড় কথা। মন্তব্যে ফুলগুলোর কথাও উল্লেখ করেছেন দেখে প্রীত হ'লাম।
শুভকামনার জন্য ধন্যবাদ।
৩৪|
১০ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫১
গেঁয়ো ভূত বলেছেন: অভিনন্দন!!!!!
১২ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ জানবেন।
৩৫|
১১ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৬
করুণাধারা বলেছেন: আপনার এ পোস্ট পড়ার সময় কবিতাটা পড়ে ভালো লেগেছিল। আমার সবসময়ই মনে হয়, সৃজনশীল লেখায় চ্যাটজিপিটি কখনো মানুষের কাছাকাছি আসতে পারবে না, কারণ মানুষের মতো অনুভূতি সে কখনো অর্জন করতে পারবে না। আপনার ইংরেজি কবিতাটি চ্যাটজিপিটিকে বঙ্গানুবাদ করতে দিয়েছিলাম, এটা সেই অনুবাদ:
একদিন হঠাৎ এসে পড়লাম কোথা থেকে যেন
নীরবে বসলাম এখানে, এই অচেনা ভুবনে
দেখতে চাইলাম একটু, তুমি কী লিখছো ব্লগে।
এলোপাতাড়ি খুলে নিলাম একটা লেখা
এক নিশ্বাসে পড়ে ফেললাম সেখানেই সেটা
পড়তে পড়তে মনে উঠল প্রশ্ন—
“আমিও কি পারি না এতে অংশ নিতে স্পষ্ট?”
এভাবেই আছি আমি এখানে এসে
একটি ব্লগে, যা আছে কোথাও बसे
যার নামটি বেশ মানানসই
খ্যাতির মর্যাদা রেখেছে ঠিকই
বন্ধুত্ব আর সখ্যতার বন্ধনে
আমায় বেঁধেছে এই সম্প্রদায়ের অঙ্গনে।
আগের মন্তব্যে এটা উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম। আমার আগের মন্তব্যের উত্তরে আপনি আমার চোখের আশু নিরাময় কামনা করেছেন, অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে এখন চোখের অবস্থা ভালোর দিকে।
১৩ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:২৯
খায়রুল আহসান বলেছেন: "আমার সবসময়ই মনে হয়, সৃজনশীল লেখায় চ্যাটজিপিটি কখনো মানুষের কাছাকাছি আসতে পারবে না, কারণ মানুষের মতো অনুভূতি সে কখনো অর্জন করতে পারবে না" - আমার ধারণাও অনুরূপ। চ্যাটজিপিটি'র ভান্ডারে স্তরে স্তরে অসংখ্য তথ্যের সুশৃঙ্খল বিন্যাস রয়েছে, কিন্তু তার কোন অন্তর নেই, অনুভূতি নেই।
"আগের মন্তব্যে এটা উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম" - ধন্যবাদ, পুনরায় ফিরে এসে আপনার এই ব্যক্তিগত এক্সারসাইজটার কথা জানানোর জন্য।
"আল্লাহর রহমতে এখন চোখের অবস্থা ভালোর দিকে" -খুব ভালো লাগল আপনার নিরাময়ের এই অগ্রগতির কথা জেনে। যখন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, তখন পুনরায় একদিন এই পোস্টে এসে আরেকটি মন্তব্য করে যাবেন, একটু সংকোচের সাথেই এই আশাটা এখানে ব্যক্ত করে গেলাম। সেই মন্তব্যে গত দশটি বর্ষপূর্তির পোস্টের মধ্যে কোন পোস্টটি আপনার বেশি ভালো লেগেছে এবং কেন, সম্ভব হলে তা একটু সংক্ষেপে বলে গেলে খুশি হবো। কোন চুলচেরা বিশ্লেষণ অবশ্যই আশা করছি না, আপনার মত একজন মনযোগী পাঠকের কাছ থেকে জাস্ট একটা ধারণা পেতে চাই।
৩৬|
২৭ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৬
গেঁয়ো ভূত বলেছেন: গেঁয়ো ভূত বলেছেন: অভিনন্দন!!!!!
এই কমেন্ট এর সাথে ইমোজি এবং আরও বেশ কয়েক লাইন লিখা ছিলো সেগুলো কোথায় হারিয়ে গেল???
২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:০০
খায়রুল আহসান বলেছেন: আপনার ৩৪ নং মন্তব্যটা এখন যেভাবে আছে, সেভাবেই পেয়েছিলাম বলে মনে পড়ে। এর অতিরিক্ত কোন কথা পড়েছিলাম বলে স্মরণ করতে পারছি না বলে দুঃখিত।
যাহোক, পুনরায় পোস্টে আসার জন্য পুনরায় ধন্যবাদ।
৩৭|
২৯ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৭
সোনালি কাবিন বলেছেন: দশ হোক বিশ - এই শুভকামনায়।
৩০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৮:১৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন, শুভকামনা।
৩৮|
২৯ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:০৯
মনিরা সুলতানা বলেছেন: পোষ্টে এসে ভীষণ স্মৃতিকাতর হলাম !!
কতসব পরিচিত প্রিয় নাম উঠে এসছে আপনার লেখায়।
বর্ষপূর্তির শুভেচ্ছা।
৩০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনি এখন অনেক ব্যস্ত একজন মানুষ। তার পরেও সময় করে পোস্টে এসেছেন, মন্তব্য রেখে গেছেন, শুভকামনা জানিয়েছেন- অনেক অনেক খুশি হলাম।
আমার পুরনো পাঠকদেরকে আমি খুব মিস করি।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৯
জেনারেশন একাত্তর বলেছেন:
আমি চাঁদগাজী, সোনাগাজী; ব্লগে আপনার ১০ বছর লেখালেখির সাক্ষী; আপনাকে অভিনন্দন। আপনার চোখের অসুস্হতা যেন ডাক্তারেরা কমাতে পারে, সেই কামনা করছি।