নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.টি.এম.মোস্তফা কামাল

এ.টি.এম.মোস্তফা কামাল › বিস্তারিত পোস্টঃ

শের

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪



দুই শ' তেত্রিশ //



জলের স্বভাব খাপ খাওয়ানো, যখন যেমন আধার পায় !

হয় না সেটা দীর্ঘজীবী লিখলে কিছু কাদার গায় !



দুই শ' চৌত্রিশ //



উজান বেয়ে কাটলে সাঁতার পথ হয়ে যায় দীর্ঘকায় !

জলের সাথে যে-ই ভেসে যায় শেষ গিরিখাত ভাগ্যে পায় !

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

কাঠফুল বলেছেন: বাহ্‌ ! খুব ভালো লাগলো।

জলের সাথে যে-ই ভেসে যায় শেষ গিরিখাত ভাগ্যে পায় !


প্রয়োজনে উজানেও যেতে হয় তবে, অন্ধ ভাবে স্রোতে গা ভাসানো ঠিক নয়....

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: উজানের গানইতো গাইলাম। সাথে মনে করিয়ে দিলাম সেটার সংগ্রামী রূপটাও। স্রোতে গা ভাসানো সোজা। কিন্তু পরিণতি করুণ। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

কেমন আছেন ? সুলতান ভাইয়ের কোন খবর আছে ?

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

যাযাবর৮১ বলেছেন:



গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সহমত।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২

সুলতানা শিরীন সাজি বলেছেন:
বাহ্‌।অনেকদিন পর আপনার শের শায়েরী।

কেমন আছেন আপনারা কামাল ভাই?
ফাগুনের শুভেচ্ছা সবার জন্য।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ আপু। অফিসের কাজের চাপে সময় পাইনা। বড় ছেলে এবার এসএসসি দিচ্ছে। তিথিরও দারুন ব্যস্ততা।

এবার কি কোন বই বের হয়েছে ? দেশে আসার কোন সম্ভাবনা কি আছে ?

বাসার সবার জন্য শুভ কামনা।

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬

রেজওয়ান তানিম বলেছেন: বেশ লাগল এই দুটো

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.