নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.টি.এম.মোস্তফা কামাল

এ.টি.এম.মোস্তফা কামাল › বিস্তারিত পোস্টঃ

মমিনুলের সেঞ্চুরী !!!!!!!!!!!!!!!! অভিনন্দন !!!!!!!

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৮



[আপডেট: বাংলাদেশ ১৩৪/৩।

মার্শাল আইয়ুব আউট হলেন ২৫ রানে। নামলেন সাকিব। অভিষেক ম্যাচেই দলের বিপদের মুখে ধৈর্যশীল ইনিংস খেললেন মার্শাল আইয়ুব। আমরা এরকম আরো প্লেয়ার চাই টেস্টে ভালো করার জন্য।]



নিউ জিল্যাণ্ডের বিপক্ষে বাংলাদেশের নবীন ব্যাটসম্যান মমিনুল মাত্র ৯৮ বলে সেঞ্চুরী করেছেন। ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে এসে তিনি এ কৃতিত্ব দেখালেন। অভিনন্দন মমিনুল !!!!!!!!!!!!!!!!!!!!!!!



তামিম আর আনামুলের বিদায়ে বাংলাদেশ যখন ৮ রানে ২ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের সঙ্কায় তখন নবীন মমিনুল আর অভিষিক্ত মার্শাল আইয়ুব বাংলাদেশ দলের হাল ধরেন। তৃতীয় উইকেট জুটি রেকর্ড পার্টনারশীপ গড়ে তাঁরা দলকে এগিয়ে নিয়ে চলেছেন।



ধন্যবাদ মমিনুল আর মার্শালকে !



লাইভ স্কোর কার্ড

Click This Link

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মাত্রই মার্শাল আউট।
ছেলেটা এতোক্ষন ধৈর্য্যের ফল পাবার আগেই ভুল চার্জে গেল।

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: তারপরও ওর সুনাম করতেই হবে।

২| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৪

মেঘ ভাঙ্গা রোদ বলেছেন: সাবাস বাংলাদেশ টিম

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সাবাস বাংলাদেশ !!!

৩| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৪

িট.িমম বলেছেন: লাইভ খেলা দেখার লিংক দেন। বিটিভি হলে ভাল হয়। অন্য লিংক হেঙ্ক করে আছে।

৪| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এখন ১৭২ @!!!!

৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৬

সত্যচারী বলেছেন: সালাম ভাই, ব্লগ-ফেসবুকে তেমন আসা হয়না, কিছু ব্যাক্তিগত সমস্যা ছিল। আপনার সাথে কথা দিয়েও দেখা করতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কেমন আছেন আপনি? ভাবি বাচ্ছারা ভালোতো?

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমরা ভালো আছি।
সে সময় আমিও ঠিকভাবে যোগাযোগ করতে পারিনি। কখন কোথায় থাকবো সেটা শেষ মুহূর্তে জানতে পারতাম। সেজন্য যোগাযোগ করা সম্ভব ছিলো না।
এখন কি অবস্থা আপনাদের?
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.