নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৩২ রানে আফগানিস্তানের কাছে হেরে গেছে বাংলাদেশ দল।
কষ্টে নীল হয়ে আছি।
তারপরও আছি মুশফিকদের সাথে।
আমরা জানি, ঘুরে দাঁড়াবেই বাংলাদেশ।
০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:০৬
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: কঠিন কথা বললেন।
২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:০৯
ব্লগ ৪১৬ বলেছেন: লাগে থাকলেই চলবে না...কয়েকটারে জুতান ও লাগবো.
০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:১২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: একমত নই ।
৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:১৩
জালিস মাহমুদ বলেছেন: বিসিবেকে পাবনা পাঠানো উচিত । ওদের অনেক ভুল আছে ।
তারপরও আছি মুশফিকদের সাথে।
আমরা জানি, ঘুরে দাঁড়াবেই বাংলাদেশ।
০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:২৬
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সমস্যাটা বিসিবিতেই।
৪| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:২১
বেকার সব ০০৭ বলেছেন: আপনার সাথ একমত হতে পারলাম না
যে ম্যাচ গুলো জেতার কথা, সেই ম্যাচ গুলো হেরে আমার মনটা টুকরা টুকরা করে দিছে
০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:২৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এই ম্যাচ আমরা জিততেই চেয়েছি। কিন্তু আফগানরা ভালো খেলেই জিতেছে। সাথে আমাদের বিপক্ষে কিছু অন্যায় সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা। যদিও এটা খেলারই অংশ।
৫| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৩৪
হাদী নয়ন বলেছেন: দোষ বিসিবির যেমন,কিছু খেলোয়ারের তেমন আছে।আমার কাছে মনে হয় সব চেয়ে চর্বি হয়ছে পাপনের,নয়লে সাকিবরে ৩ ম্যাচের জন্য সাসপেন্ড করে।
তারপরো আছি বাঘের সাথেই।
০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৪০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: মনের কথা বললেন। অনেক ধন্যবাদ।
৬| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৩৯
যুবরা১৯৮০ বলেছেন: মাননীয় নির্বাচক ফারুক সাহেব জিয়াকে টি-২০ বিশ্বকাপের দলে রাখার যোগ্য মনে করেন নাই। কোন যুক্তিতে বলতে পারেন ??
০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৪১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সমস্যা তো সেখানেই। তাই দলের সাথে আছি। দলের মালিক বনে বসে থাকাদের সাথে নয়।
৭| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:১৯
সীমানা ছাড়িয়ে বলেছেন: ঘুরে তো দাঁড়াবে। কিন্তু সেটা খুব সহসা নয় বলেই মনে হচ্ছে।
৮| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৩৬
নিশাত তাসনিম বলেছেন: বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডই যথেষ্ট। তবে গভীর ভাবে ভাবতে কাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য বি সি বি বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে।
তামিম কি আদৌ ইনজুরিতে ? ক্ষমা চাওয়ার পরও কিভাবে সাকিবকে ক্ষমা করা হয়না?
৯| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৪৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এ হার মানা যায় না।
আফগান রা ভালো খেলে জিতেছে স্বীকার করি। কিন্তু আমরা হেরেছি দায়বদ্ধতাহীন খেলায়। নাসিরের খেলার অবস্থা মনে করেন। এতদিন খেলা রাজ্জাকের কথা ভাবেন। মেজাজ ই খারাপ হয়।
আর বিসিবি? ক্রিকেটে ভারত এদ্দিনেও তাদের মাঠে ডাকলো না। অথচ তাদের সুবিধামত দাবি দাওয়ায় সমর্থন দেই। সাকিব মাফ চাইলেও এমন ম্যাচে বসিয়ে রাখি, যেখানে তামিম, মাশরাফি নাই।
টি-২০তে জিয়া নাই। কেন? তার বোলিং তো লিমিটেড ওভারের ম্যাচে কার্যকর। আর বিগ হিটার। তাহলে কেনো নাই?
১০| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১:০১
সূর্যদয় বলেছেন: পাশে আজীবন ই থাকব৷ কিন্তু খারাপ খেলবে গাছাড়া ভাব নিয়া আর আমরা কি চুমা দিমু? মাঝে মাঝে একটু জুতা পিটার ও দরকার আছে৷ আর নয়ত এমন জিতা খেলা ও হারতে হইব :-
১১| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১:০১
সূর্যদয় বলেছেন: পাশে আজীবন ই থাকব৷ কিন্তু খারাপ খেলবে গাছাড়া ভাব নিয়া আর আমরা কি চুমা দিমু? মাঝে মাঝে একটু জুতা পিটার ও দরকার আছে৷ আর নয়ত এমন জিতা খেলা ও হারতে হইব :-
১২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১:৫৩
মুহামমদল হািবব বলেছেন: দলের সুসময়ে যেমন পাশে থাকা দুঃসময়েও আর বেশী করে পাশে থাকা উচিৎ, যদিও কষ্ট হয়, আমাবস্যার কালো রাত্রির পরই ভোরের সোনালী সূর্য উদিত হয়
মনে করুন - বিপদে বন্ধুর পরিচয়।
১৩| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:২০
হেডস্যার বলেছেন:
বিসিবির লাগাম টেনে ধরার সময় এসেছে....বাংলাদেশ দলের একজন একনিষ্ঠ সমর্থক হিসাবে বিসিবি'র বাড়াবাড়ি সহ্য করতে পারছি না।
কোড অব কন্ডাক্টের নামে খেলোয়াড়দের হয়রানি করে তাদের স্বাভাবিক খেলার পরিবেশ বিনষ্ট করা হচ্ছে।
আফগানিস্তানের সাথে কেন.....নেপাল ভুটানের সাথে হারলেও দলের সাথে আছি। শুভকামনা বাংলাদেশের জন্য।
১৪| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:০৬
পথহারা সৈকত বলেছেন: আফগানিস্তানের সাথে কেন.....নেপাল ভুটানের সাথে হারলেও দলের সাথে আছি। শুভকামনা বাংলাদেশের জন্য।
১৫| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: বিসিবির স্বেচ্ছাচারিতা আর ক্রমাগত ভুল সিদ্ধান্ত গুলো নিয়ে রাস্তায় নামার সময় এসেছে !
টাইগাররা ভালো নেই !
প্রধান নির্বাচক ফারুক নষ্টের মূল , দলে ভাঙ্গন তৈরি করা হয়েছে , মুশফিককে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে !
জিয়াকে সহ বাকী সবাইকে ২০ ওভারের বিশ্বকাপে চেয়ে রাস্তায় নামা লাগবে দেখছি !
১৬| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:১০
সেলিম আনোয়ার বলেছেন: খেলোয়ারদের মনোবল ভেঙে যাচ্ছে। তাদের মানে সাহস যোগানো দরকার।ঘুরে দাড়াতে কতক্ষণ। বাংলাদেশ ক্রিকেট টিম লড়তে জানে জিততে জানে। ফারুক সাহেব দলটার জন্য ক্ষতিকর ভাবছি। মনে পড়ে কেনিয়ার আইসিসি ট্রফিতে মিনহাজুল আবেদীন নান্নুকে সরিয়ে ফারুককে অধিনায়ক করা হয়। যে দলে চান্স পাওয়ার যোগ্যতাই রাখতো না। ফলাফল দলের ভরাডুবি। এক বিশ্বকাপ পিছিয়ে পড়ে বাংলাদেশ। স্বপ্নবাজ অভির কথায় বুঝা যায় আবারো ফারুক সমস্যা হচ্ছে। এ সমস্যা থেকে উত্তরণ না হলে।দেশের ক্রিকেটের অমঙ্গল হবে সন্দেহ নেই।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:০৩
অন্ধের যষ্ঠী বলেছেন: আমিও আপনার মত আশাবাদি হতে চাই, তবে আফগানরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে, আমরা কাগুজে বাগ, কারন যে বাঘরা ১৯৭১ এ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, তারা আজ সরকারে কাগজের সার্টফিকেটের কাঙ্গাল।