নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.টি.এম.মোস্তফা কামাল

এ.টি.এম.মোস্তফা কামাল › বিস্তারিত পোস্টঃ

আগামী শুক্রবারের সাহিত্য আড্ডায় আমন্ত্রণ

২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮

ব্লগকেন্দ্রিক সাহিত্য চর্চ্চাকে কেন্দ্র করে সম মনস্ক কয়েকজনের মাসিক চা-পর্ব আর নানা কথায় কিছুটা সময় মাতানোর চিন্তা থেকে 'সাহিত্য-আড্ডা' পরবর্তীতে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা হিসেবে প্রকাশিত। বিস্তৃতিতে পত্রিকা এসে গেলেও আমাদের মূল বিষয় সেই মাসিক আড্ডা। প্রতিমাসের শেষ শুক্রবার নির্ধারিত আড্ডার জানুয়ারি পর্বে সবাইকে আমন্ত্রণ।



জানুয়ারী সাহিত্য-আড্ডার মূল বিষয়ঃ অমর একুশে গ্রন্থমেলা - ২০১৫ ভাবনা।

এবং আড্ডায় নিয়মিত বন্ধুদের প্রকাশিতব্য বই নিয়ে আলোচনা। এখন অবধি নির্ধারিত বইঃ

এটিএম মোস্তফা কামালঃ হৃদয়পুরে দেশান্তরী

আনোয়ার কামালঃ নৈঃশব্দ্যের রাত্রিদিন



স্থান-পাবলিক লাইব্রেরী চত্ত্বর,শাহবাগ ঢাকা

তারিখ ও সময়-৩০ জানুয়ারি, শুক্রবার, বিকাল ৪টা থেকে



যারা নিয়মিত তারা তাড়াতাড়ি চলে আসবেন। আর যারা এখন অবধি, এই আড্ডায় আসেননি তাদের নিচের মুঠোফোনে যোগাযোগের জন্য অনুরোধ করা হলোঃ

নাঈম রানাঃ ০১৯১৮৮৮৬৯৬৭

সজীবঃ ০১৬১৯৫১৮৯৩৪

দুর্জয়ঃ ০১৭২৪৬১৪২৫৬

আনোয়ার কামালঃ ০১৭১২৫০২৩৪৫

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১

আরজু পনি বলেছেন:
কতোবার যে ঠিক করলাম আড্ডায় যাবো কিন্তু সময়ের সাথে মিলে না বলে যেতে পারছি না। আশা করছি শিগগীরই কোন এক আড্ডায় হাজির হবো আপনাদের কবিতা শুনতে ।
-------------
নতুন বইয়ের অনেক অভিনন্দন রইল ।

আপনার বইয়ের প্রচ্ছদ সহ তথ্য পোস্টে আপডেট করে নিলাম ।

আপনি ইচ্ছে করলে ব্লগে আপনার বই নিয়ে একটা পোস্ট দিতে পারেন ।

অনেক শুভকামনা রইল ।

২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ,আপু। ব্লগে পোস্ট দেবার ব্যবস্থা করছি।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




আড্ডাবাজদেরকে আগাম শুভেচ্ছা....
সুযোগমতো যেকোন আড্ডায় গিয়ে উপস্থিত হতে পারি...

ভালো থাকবেন, প্রিয় ব্লগার :)

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমরা আপনার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন ভাইয়া।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: সাহিত্য আড্ডা ব্লগার আর লেখকদের পদচারণে মুখরিত হয়ে উঠুক। ইচ্ছা থাকলেও উপস্থিত হওয়ার কোন উপায় নাই। শুভ কামনার রইলো।
বইয়ের জন্য অনেক শুভেচ্ছা আর অভিনন্দন রইলো।

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। আশা করি কোন একদিন সেটা সম্ভব হবে। আপনার জন্যও শুভকামনা।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৯

শায়মা বলেছেন: আড্ডা রেকর্ড করে শুনাও আমাদেরকেও ভাইয়া।

২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হাহাহা! চলে এলেই হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.