নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'সাহিত্য আড্ডা' গ্রুপের পরবর্তী সাহিত্য আড্ডা হবে ২৯ মে ২০১৫ শুক্রবার। পরিচিত অপরিচিত সকলকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আড্ডা হচ্ছে আমাদের সেই পরিচিত বিশ্ব-সাহিত্য কেন্দ্রের ক্যাফেটারিয়ায়। সময়ঃ বিকাল সাড়ে চারটায়। আশা করি যারা যারা নিয়মিত এই সাহিত্য আড্ডায় হাজির থাকেন, তারা সময় মতো পৌঁছে যাবেন। যারা নতুন আসতে চাইছেন তাদের জন্য ফোন নম্বর হলোঃ ০১৬১৯-৫১৮৯৩৪ (সজীব), ০১৯৮৮৮৬৯৬৭ (নাঈম রানা), ০১৭২৪৬১৪২৫৬ (দুর্জয়)।
২৭ শে মে, ২০১৫ দুপুর ১:২১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। এটা বাংলা মোটরের কাছে। শাহবাগ থেকে বাংলা মোটরের দিকে গেলে বাংলা মোটরের কিছু আগে হাতের বামে সাইনবোর্ড পাবেন। সাইনবোর্ডের নীচদিয়ে যে পথ গেছে সে পথের শেষ মাথায় হাতের ডানে।
https://plus.google.com/115476504875097239656/about?gl=bd&hl=en
২| ২৭ শে মে, ২০১৫ দুপুর ১:২১
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৫ দুপুর ১২:১৯
শান্তির বার্তা বলেছেন: ঠিকানাটি একটু বিস্তারিত করেন।