নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.টি.এম.মোস্তফা কামাল

এ.টি.এম.মোস্তফা কামাল › বিস্তারিত পোস্টঃ

এখনো অহং চরিতার্থ হয়নি মহামান্য হাতুরাসিংহে ?

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫১

নাসিরকে কেন যে হাতুরাসিংহে অপছন্দ করেন তা আজও জানা গেলো না। তাঁর এ অহং চরিতার্থ করার জন্য পরীক্ষিত ফিনিসার নাসির দলে নেই। নির্বাচকরা বারবার নাসিরকে দলে রেখে তাঁদের মনোভাব জানান দিচ্ছেন। কিন্তু হেড কোচের হেড ঠাণ্ডাই হচ্ছে না। নাসিরকে দলে না নেবার জন্য তাইজুল, মোসাদ্দেককে নেয়া হয়েছে। সবশেষে নেয়া হয়েছে ফসিল মোশাররফকে।

তবে একটা ধন্যবাদ কোচকে দিতে হবে। তিনি যে শেষ পর্যন্ত সৌম্যকে বাদ দেবার মতো "দুর্দান্ত পাণ্ডিত্যপূর্ণ দুঃসাধ্য সিদ্ধান্ত" নিতে পেরেছেন। রুবেলের একটা ম্যাচ খারাপ গেলো। রুবেল বাদ। একইভাবে দুম করে বাদ তাইজুলও। ইমরুলতো বাদ যেতে যেতে দলে থাকাই ভুলে গেছেন। অথচ ম্যাচের পর ম্যাচ খারাপ খেলেন তারপরও সৌম্য দলে থাকেন। সৌম্যর ফিল্ডিং প্রসঙ্গ তুললে নাসিরকেও রাখতে হয়। কারণ নাসির ব্যাটিং,বোলিং আর ফিল্ডিং তিনটাই ভালো করেন। তাঁর শরীরী ভঙ্গিই প্রতিপক্ষকে চাপে রাখার জন্য যথেষ্ট।

ফসিল মোশাররফ আফগানদের সাথে একটা ম্যাচ ভালো খেলেই মূল একাদশে ! ইংল্যান্ড আর আফগানিস্তান কি এক ? ফসিল মোশাররফকে তারপরও রাখতে চান?

মহামান্য হাতুরাসিংহে আপনার প্রতি হাতজোড় করছি নাসিরের দরকার ফিনিসার হিসাবে। বিপদের সময় দলের লেজটা যে কাজ করছে না। আজতো শুধু একারণেই জেতা ম্যাচটা হারলাম।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৩

গেম চেঞ্জার বলেছেন: মোশাররফ মোটেও নির্ভরযোগ্য নয় নাসিরের মতো! হাতুড়ে সিংহের সাথে নাসিরের কি এমন সমস্যা যার কারণে এইরকম একজন ট্যালেন্টেড প্লেয়ার দলে নাই!! আজিব!!

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সহমত। ধন্যবাদ।

২| ০৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:২২

রক্তিম দিগন্ত বলেছেন:
একচুয়াল্লি সিরিজটা শেষ হয়নি। এখনো দুই ম্যাচ বাকি। সাউথ আফ্রিকা সিরিজেও এমন অবস্থা ছিল।

হাতুড়েসিংহের অনেক পদক্ষেপ কাজেও লেগেছে। মোশাররফের পক্ষে হাতুড়েসিংহের না, এইচপি কোচেরই সুপারিশ ছিল। আর আজকের ম্যাচে ইংল্যান্ড বাংলাদেশ কেউই স্পিনটা ভালভাবে করতে পারেনি। রশিদ চার উইকেট পেলেও তার চারটাই ভাগ্যের উপরে পাওয়া।

আর নাসির না শুধু এনামুল বিজয় এর না থাকাও রহস্যজনক। কোন স্ট্র্যাটেজীতেই তাদের বাদ দেওয়া ঠিক যুক্তিগত হয় না।

বড় সমস্যা হল - টেইল এন্ডারদের ব্যাটিং দৃঢ়তা না থাকা। তাদেরকে ব্যাটিং-এও চর্চা করানো উচিৎ। আজকের খেলাটা ঐ পর্যায়ে টেইল এন্ডারদেরই বের করে আনা উচিৎ ছিল।

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এইচপি কোচের সুপারিশ কাজে লেগেছে নাসিরকে বাদ দেবার কৌশল হিসাবে। লেজের ওই কাজটার জন্যই নাসিরকে দরকার ছিলো। নাসির থাকলে মাশরাফিও নিশ্চিন্ত মনে সঙ্গ দিতে পারতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.