নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে শ্রীলঙ্কাকে টার্গেট দিয়েছে ৩২৫ !!!
তামিমের ১২৭. সাকিবের ৭১ বলে ৭২ (শুভ জন্মদিন সাকিব), সাব্বিরের ৫৪, মোসাদ্দেকের ৯ বলে অপরাজিত ২৪, রিয়াদের ৭ বলে অপরাজিত ১৩ রানের সুবাদে বাংলাদেশ ৫ উইকেটে ৩২৪ রান করেছে। এটা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানই শুধু নয়, ডাম্বুলায় দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড, তামিমের ১২৭ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড।
বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত মাথা ঠাণ্ডা রেখে খেলেছে। ফালতু শট খেলে উইকেট বিলিয়ে আসেনি। ভালো বল আর দারুন ক্যাচের বদৌলতে উইকেট হারিয়েছে। মাশরাফির কাপ্তানির ভেলকিবাজিও চলছে। সাকিব আউট হলে রিয়াদের বদলে মোসাদ্দেককে ব্যাটিংয়ে পাঠিয়েছে। মোসাদ্দেক তার প্রতিদান দিয়েছেন।
বোলিংয়ে এসে মাশরাফি প্রথম ওভারে উইকেট মেডেন, পরের ওভারে মেডেন, উল্টোপাশে মোস্তাফিজ, তাসকিন, সাকিবকে না এনে অভিষিক্ত মিরাজকে এনেছেন। মিরাজ উইকেট ফেলে তার প্রতিদান দিয়েছে।
৩২৫ রানের টার্গেটে নেমে ১৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৬৫।
এগিয়ে চলো বাঘবাহিনী।
http://www.espncricinfo.com/sri-lanka-v-bangladesh-2016-17/engine/match/1083446.html
২| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৫
রিফাত হোসেন বলেছেন: সাথে আছি
৩| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৮
ধ্রুবক আলো বলেছেন: ইনশাআল্লাহ্ আমরা আজকে জিতবো।
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৯:০০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link