নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডেইলী স্টার বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক। কিছুদিন আগে ৬৪-৬৫ কাজী নজরুল ইসলাম এভিনিউতে (ফার্মগেটের কাছাকাছি) ডেইলী স্টার সেন্টারে পত্রিকাটির কার্যালয় স্থাপিত হয়েছে। ভবনটি খুবই দৃষ্টিনন্দন। অন্যসব আধুনিক ভবনের মতো এর সামনেও সবুজায়ন কর্মসূচি নেয়া হয়েছে। মজার বিষয় হলো এর সামনে সবগাছই আসলে বাঁশ। খুব স্মার্ট বাঁশগুলো পত্রিকা ভবনটির সৌন্দর্যবর্ধন করছে।
কিন্তু
একটা কাকতালীয় বিষয় হলো, পত্রিকার স্বভাবের সাথে সামনের বাঁশগুলোর একটা মিল আছে। নানাকারণে প্রায়ই পত্রিকাগুলো নানাজনকে সাইজ করার জন্য বাঁশ দিয়ে থাকে। স্টার সেন্টারের সামনের এই বাঁশগুলো প্রতীকী ছবি হয়ে আছে।
এই বিশিষ্ট বাঁশগুলোকে তাই নিঃসন্দেহে বলা চলে "স্টার বাঁশ"।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হা হা হা !!!!
২| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:২৮
অতঃপর হৃদয় বলেছেন: দেখেছি আমি !!!!!!!!
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বিষয়টি মজার না ?
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১:১৪
কানিজ রিনা বলেছেন: হা হা হা স্টার বাঁশ
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হা হা হা !!!
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:২৭
সুমন কর বলেছেন: মজা করে দিলেন তো বাঁশ ......