নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের প্রিয় টা্ইগার বাহিনী দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট, একদিনের আন্তর্জাতিক ও টি২০ সিরিজে ধোলাই খেয়ে সাদা হয়ে গেছে ! আক্ষরিক অর্থেই হোয়াইট ওয়াশ। প্রতি বারই প্রথম ম্যাচের পরের সব ম্যাচেই হারের ব্যবধান বেড়েছে।
'তিন ধরণের ম্যাচে তিন অধিনায়ক' যুগের এটা হলো সূচনা।
প্রিয় অধিনায়ক ম্যাশ কিন্তু এবার মহাসংকটের আভাস দিয়েছেন।
ঘটনা যাই হোক। সাদা হয়ে যাওয়া প্রিয় বাঘবৃন্দ- আমরা আপনাদের সাথে আছি।
এই দিন দিন না, আরো দিন আছে।
গুড লাক-সাদা বাঘ !
০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হা হা হা !
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৫
আরিফ রুবেল বলেছেন: সাদা বাঘ ব্যাপারটা বোঝার জন্য ব্লগে ঢুকেছিলাম, বুঝলাম।
এখন যাই