![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
মধ্যযুগের ও প্রাচীন যুগের পুরো সাহিত্য ছিল ধর্ম নির্ভর। মহাভারত রামায়ন ধর্ম থেকে এসেছে। নাকি মহাভারত রামায়ন সাহিত্য থেকে এসেছে তা জানিনা। মধ্য যুগের বাংলা মুসলিম সাহিত্য ইউসুফ জুলেখা ও অন্যান্য । হিন্দু সাহিত্য তথা মনসা মঙ্গল,চৈতন্যমঙ্গল ইত্যাদি, প্রাচীন চর্যাপদ ইত্যাদি ধর্মকেন্দ্রিক। আধুনিক যুগের মেঘনাদবদ,বিসাদ সিন্ধু, ত্রয়ী মহাকাব্য ইত্যাদিতে ধর্মের প্রভাব আছে। প্রাচীন গ্রীক সাহিত্য সফ্লোকিসের ইডিপাসও মানুষের ভাগ্যের খেলা নিয়ে লেখা। । তাহলে সাহিত্য ও ধর্ম বন্ধু না শত্রু?
রবীন্দ্রনাথ নজরুলের অসংখ্য গান ধর্মকেন্দ্রিক মানে ভক্তিমূলক। লালন ও হাসনরাজা। লোকগীতি। এর ভেতরেও অসংখ্য গান ভক্তিমূলক । তাহলে সাহিত্য ও সংস্কৃতির সাথে ধর্মের মিল আছে বলে মনে হচ্ছে।
©somewhere in net ltd.