নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

কবিতা দেশ

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০

কামরুননাহার কলি

আমি পেয়েছি কত সুখ
পেয়েছি কত দুঃখ।
আমি হেসেছি কত হসি
কেঁদেছি কত কান্না,
তবুও তো পেয়েছি স্বপ্ন ।।
আমি স্বাধিনতা দেখিনি
করেছি তার অনুভব।
আমি দেখিছি নীল সাগর
দেখিনি সেই রক্তাক্ত সাগর,
তবুও তো পেয়েছি আমার দেশ
সোনার বাংলা ।।

আমি দেখিনি ভাষা শহীদদের
শুনেছি তাদের নাম।
আমি দেখেনি তাদের তাজা রক্ত
দেখেছি তাদের সব স্মৃতি,
তবুও তো পেয়েছি বাংলাভাষা ।।
আমি পড়েছি রবি ঠাকুরের
কবিতা, গল্পের বই।
আমি গেয়েছি নজরুলের
কতই বিদ্রহী গীত
তবুও তো পেয়েছি আস,
আ’মরি ভাষা বাংলাভাষা ।।





মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। আরো লিখে যান
সাথেই আছি

২| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৯

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ

৩| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

খায়রুল আহসান বলেছেন: আরো লিখে যান, কবিতা আরো ভাল হবার অবকাশ রয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.