![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।
কামরুননাহার কলি
নদীরে....ও নদীরে....
নদী, নদী ও নদীরে(4)
সর্বনাশী নদীরে তুই,
সর্বনাশী তুই।
তোর মনে কি নাইরে দয়া
তোর মনে কি নাইরে মায়া ।।
নদীরে....ও নদীরে....
নদী, নদী ও নদীরে(4)
সর্বনাশী নদীরে তুই,
সর্বনাশী তুই।
আমার এ তীর ভাঙ্গলি
ও তীর ভাঙ্গলি।
ভাঙ্গলীরে আমার মন ।
ভাঙ্গা মন নিয়ে আমি
যাবো কোন তীরে ।
নদীরে.... ও নদীরে..
নদী, নদী নদীরে
সর্বনাশী নদীরে তুই,
সর্বনাশীতুই।
তোর মনে কি এই ছিলো।
ওরে সর্বনাশী নদী ।
তুই সর্বনাশী নদী ।
আমি এ তীর গড়ি
ভাঙ্গিস এ তীর
আমি ও তীর গড়ি ।
ভাঙ্গিস ও তীর ।
নদীরে....ও নদীরে....
নদী, নদী ও নদীরে(4)
সর্বনাশী নদীরে তুই,
সর্বনাশী তুই ।
এমন করে সর্বনাশ
করলি তুই আমার ।
ওরে সর্বনাশা তুই,
আমায় বলে যা না রে,
আমি যাবো কোন তীরে ।
নদী, নদী ও নদীরে(4)
সর্বনাশী নদীরে তুই,
সর্বনাশী তুই ।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৩
আহমেদ জী এস বলেছেন: কামরুননাহার কলি ,
নদীর একুল ভাঙে ওকুল গড়ে এইতো নদীর খেলা ...............
ব্লগে স্বাগতম ।