নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

কবিতা “ নারীর বন্ধন”

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

কামরুননাহার কলি



আমি অস্ত্র-আমি শাস্ত্র,
আমি বীর-আমি যুদ্ধা।
আমি মহাপ্লবন-পাহাড়।
আমি নারী ছেড়া বন্ধন।।

আমি অগ্নীশিখা,
অগ্নী নিয়ে করি খেলা।
আমি যেখানে যাই
উল্কার মতো করে পড়ি।
তবুও, আমি নারী ছেড়া বন্ধন।।

আমি মাঝ রাতের অন্ধকার!
দক্ষিণা বাতাসের ঘূর্ণিঝড়।
আমি পাতালের ভয়ংকর!
আমি নারী ছেড়া বন্ধন।
আমার হাতেই হয় তোর বাঁধন!

আমি যুদ্ধ করি, সাগরের সাথে।
সেও হেরে যায় আমার সাথে।
পাহারের সাথে যুদ্ধ করি,
সেও হার মেনে যায়।
আমি নারী ছেড়া বন্ধন।।
আমি নারীর টানে ঘুরি।

আমি সত্য-মিথ্যের
সাথে, করি খেলা।
আমি রাত্রি-দিনের সাথে
হই প্রতারনা, তবুও।
আমি নারী ছেড়া বন্ধন।।

আমি চঞ্চল, তবুও
গোমড়ো মুখে করি খেলা!
আমার চোখে আছে শত
জল-রাশি তবুও,
হাসতে ভালোবাসি।

আমি নিরবে কাদি,
নিরবে হাসি!
আমি দামাল সন্তান
শত্রুকেও আমি পিষে ফেলি।
ধ্বংসও করি সবি।
তবুও, আমি নারী ছেড়া বন্ধন।।





মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছুটা দুর্বোধ্য ।
চালিয়ে যান , আরো ভাল করুন।

২| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভ ব্লগিং।

বানানে নজড় দিতে হবে।

উল্কের<উল্কা

যুদ্ধো< যুদ্ধ

৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪

কামরুননাহার কলি বলেছেন: হয়তো দুর্বোদ্য নয়তো না । তবে অনেক কিছু বুজিয়ে বলেছি। বিদ্রহীর মতো করে।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া #মোঃ মাইদুল সরকার

৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭

রুলীয়াশাইন বলেছেন: সুন্দর লিখেছেন

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২০

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ

৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: ভালো লাগল। মনে হয় আপনি নজরুল এর লেখা বেশি পড়েন।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৪

কামরুননাহার কলি বলেছেন: নাহ আমি কারো বই বেশি পড়ি না। যা লেখি যতটুক লেখি আমার নিজের অভিজ্ঞতায় ভাইয়া।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২১

ধ্রুবক আলো বলেছেন:
এই এরো চিন্হিত ক্লিক করে প্রতিউত্তর দিন।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৯

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
#ধ্রুবক আলো

৯| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮

নতুন নকিব বলেছেন:



কামরুননাহার কলি-
ছোট্ট করে একটা কথা বলি,
লিখতে হলে নিজে-
এটা এমন কঠিন কাজ আর কী যে!
একটু বেশি পড়তে হবে,
খেয়াল করে জানতে হবে,
লিখতে হবে, দেখতে হবে,
বানানগুলো শিখতে হবে,
'কলিই তখন কবি',
ভয় কি তখন! এমনি করেই একটা সময় লেখা যাবে সবি।

অভিনন্দন ব্লগে।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

কামরুননাহার কলি বলেছেন: হাহাহা বাহ দারুন তো ছন্দে ছন্দে মিলিয়ে বলে দিলেন। এই না হলো কবি।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: আপনার লেখনির হাতটাকে এই ব্লগে স্বাগত জানাচ্ছি!!:)

আপনার “নারী ছেড়া বন্ধন” পাঠ করলাম। বলতেই হচ্ছে আপনি বেশ আন্তরিকতা নিয়ে লিখেছেন। তবে আপনার কবিতাটির মতোই একটা কতবিতা বাংলা সাহিত্যে অলরেডি আছে। ঐ কবিতাটি এতই বিখ্যাত যে আমাদের মতো সাধারন পাঠকরা ভুল করে বলে ফেলতে পারেন, আপনার কবিতায় অমুখ কবিতার প্রভাব লক্ষ্যনীয়!!

তবে আমি সে পথে হাটছি না, কারন আপনার কবিতার থিম আর ঐ কবিতার থিম আলাদা!!:)

আপনার কাছে থেকে আরো অনেক ভালোভালো মৌলিক কবিতা পাচ্ছি সেই প্রত্যাশাই করছি!!

হ্যাপি ব্লগিং!:)

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। তবে একটা কথা কি ভাইয়া জানেন, আমার কবিতা গল্প এগুলো আমি কখনো কারো টা দেখে বা পড়ে লিখতে চাইনা। আমি চাই ‘আমি আমার মতো করে লিখতে আমার মতো করে প্রকাশ করতে’। তবে আমার কোন ছন্দ লাইন যদি কোন লেখকের সাথে মিলে যায় সেই জন্য আমি দায় না। কারণ আমিও আমার মনের কল্পনা আবেগ দিয়েই লিখে থাকি। আর একটা কথা কি জানেন ভাইয়া। মানুষ বলে কবি লেখক হতে হলে নাকি বিখ্যাত লেখকদের বই পড়তে হবে । আসলে এটা কতটুক সত্য আমি যনিনা। তবে আমার মতো এটা একেবারেই ভুল ধারনা। বিধাতাই যাকে দিবেন তাকে তার মেধার ধারাই দিবেন। কারোনা দেখে বা পড়ে মেধা অর্জন করা যায় না।

আপনাদের এই ব্লগপেজটি আমি অনেক আগের থেকে দেখেছি । তারপর একদিন দেখলাম যে এখানে নিজের নামে আইডি বানানো যায় তাই করে ফেললাম আইডি। আমার ভালো লেগেছে এটা দেখে যে এই পেজটি আসলেই অনেক বড় মাপের। তবে আমাকে আপনারা সবাই সহযোগিতা করলে আমি খুশি হবো।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১১

কামরুননাহার কলি বলেছেন: আমি বিভিন্ন পত্রিকায়ও লেখি। অনেক ম্যাগাজিননে লেখা দেই , আর অনলাইন নিউজএ লেখি।

১১| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২১

বিলিয়ার রহমান বলেছেন: আমি বিভিন্ন পত্রিকায়ও লেখি। অনেক ম্যাগাজিননে লেখা দেই , আর অনলাইন নিউজএ লেখি।


আপনি তাহলে বেশ পুরনো লেখক!! সেই অর্থে আমি কোন লেখকই নই কারন আমার লেখা কোন পত্রিকায় কখনো প্রকাশ পায়নি!!!:):)

লেখা লেখি করতে হলে বড়লেখকদের বই পড়াটা কিছুটা উপকারি (এটা আমার মত)! ট্রাডিশনাল এন্ড ইনডিভিজুয়াল ট্যালেন্ট নামের টি এস ইলিয়টের একটা রচনা পড়েছিলাম। ওখানেও উনি অতীত কবিদের সাথে বর্তমান কবিতার সম্পর্ক থাকার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন।

আপনি যদি কেবল নিজ থেকেই লেখা লেখি করেন তবে আপনি যেন শূন্য থেকেেই শুরু করলেন! আর আপনি যদি মৃত কবিদের কবিতা পড়েন তবে তাদের চিন্তা চেতনা আর অভিজ্ঞতাও আপনার ভান্ডারে যুক্ত হবে। তবে লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মৌলিক থাকবে হবে। আর আপনার লেখাটা হতে হবে কেবলই আপনার মতো। অন্য কারো মতো নয়!:)

১২| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোস্ট লেখা শেষে আপনার নাম আলাদা করে লেখার প্রয়োজন নেই। আপনার নাম পোস্টের সাথেই সংযুক্ত।

লেখা মন্দ নয়। চর্চা চালিয়ে যান। আশা করি সামনে আরো চমৎকার লেখা পাবো।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

ধ্রুবক আলো বলেছেন: আপনি ব্লগে নতুন তাই একটা ক্ষুদ্র পরামর্শ দেই। সবার পোষ্টে কমেন্ট করবেন না। এখানে দু একজন আছে যারা বেশি এবং উল্টো বুঝে।

১৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৬

কামরুননাহার কলি বলেছেন: ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনার পরামর্শ মেনে চলবো। #ধ্রুবক আলো ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.