![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।
কত দিন, কত রাত,
কত মাস, কত বছর।
চলে গেলো।
সে যে এলো না,
আর ফিরে এলো না।
কত খুজেছি,
কত অপেক্ষায় রয়েছি।
দেখি ফিরে কি, ফিরে না।
দেখি আসে কি, আসে না।
আসলো না, ফিরলো না।
সময় চলে গেলো,
অনেক দেরি হয়ে গেলো।
অপেক্ষার প্রহর ফুরিয়ে গেলো।
দিনগুলি হারিয়ে গেলো।
ফিরে এলো না।
সে যে গেলো,
আর ফিরে এলো না।
দিন গেলো,
রাত গেলো,
মাস গেলো,
বছর ঘুড়ে এলো।
এলো না,
হারিয়ে যাওয়া সে।
আর ফিরে এলো না।
সে যে গেলো,
আর ফিরে এলো না।
০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩
কামরুননাহার কলি বলেছেন: হয়তো, কিন্তু আমি কবিতাটি টি অন্য ভাবে লিখিনি। আমি আমার মনের কথা গুলোকে লিখিছি। এখানে হয়তো অন্য কারো সাথে মিলে যেতে পারে।
০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২
তারেক_মাহমুদ বলেছেন: আমিও অন্যভাবে বলিনি যার যাওয়ার সেতো যাবেই, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৬
মোস্তফা সোহেল বলেছেন: যে চলে যায় সে আর ফিরে আসে না।
এটাই বাস্তবতা।
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪০
কামরুননাহার কলি বলেছেন: হুম ভাইয়া ঠিক বলেছেন । আমার পেজে ঘুড়ে আসার জন্য ধন্যবাদ।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫
মোজাহিদ আলী বলেছেন: দিন গেলো,
রাত গেলো,
মাস গেলো,
বছর ঘুড়ে এলো।
এলো না,
হারিয়ে যাওয়া সে।
আর ফিরে এলো না।
ফেরানোর কি আকুতি মানুষগুলি বড্ড স্বার্থপর। সুন্দর আবেগধর্মী শব্দচয়ন। শুভকামনা
০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৬
আটলান্টিক বলেছেন: আপনার অবস্থা সোহানী আপুর মতো হয়ে যাচ্ছে
০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭
কামরুননাহার কলি বলেছেন: হাহাহা কেনো সোহানী আপুর কি হলো আবার । আর আমারি বা কি হলো। আমি কবি তাই লিখতে পারি অনেক কিছু। যা মনে আাসে তাই লিখতে পারি, তাই কি নয়। কবিরা সব সময় আবেগময়ী এবং কাল্পনিক হয়ে থাকে। কবিরা কেউ কারো মতো হয় না আর বাস্তব তো কবিদের রহস্য হয়ে থাকে।
সোহানী আপ্পি কেমন তা জানিনা তবে আমি আমার মতো। আমার মতো করি লিখি আমার মতো করে পড়ি এই আর কি ।
ধন্যবাদ আপনাকে ।
০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮
কামরুননাহার কলি বলেছেন: একটু দিধায় আছি আপনাকে নিয়ে নাম নেই তো তাই কি বলে ডাকবো আপি না ভাইয়া, যদি একটু বলতেন।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬
আটলান্টিক বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা হা
ভাইয়া ভাইয়া ভাইয়া ভাইয়া ভাইয়া ভাইয়া ভাইয়া ভাইয়া ভাইয়া ভাইয়া
সোহানী আপু কানাডার সুখ-শান্তি বাদ দিয়ে যত দু:খ কষ্ট আছে সেইসব নিয়ে লেখে।এই কবিতাও দু:খ কষ্টেও ভরা।তাই বললাম আরকি।
০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৫
কামরুননাহার কলি বলেছেন: ও আচ্ছা, সোহানী আপির মতো কানাডার বাসিন্দা হোন । দেখবেন দেশ ছেড়ে বিদেশে থাকার কতটা সুখ মনে কাজ করে।
সোহানী আপি কানাডাতে সুখে থাকলেও মন কাদে তার দেশের জন্য তাই হয়তো দুঃখের কবিতা লিখে।
আপনার আমার বেলায়ও তাই হতে পারে।
কথায় আছে বিদেশি অট্টোলিকার থেকে দেশী কুড়ের ঘরও ভালো।
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সে ফিরে আসুন।
ভাল বাসুক।
সুখে রাখুক।
সুন্দর ও স্বপ্নির হোক আগামরীর দিনগুলো।
০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৬
কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহ আমি কাউকে ফিরে আসতে বলিনি ভাইয়া।
আমার কাল্পনিক সব কথা তুলে ধরেছি।
০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫০
কামরুননাহার কলি বলেছেন: আমার পেজে বেড়াতে আসিয়াছেন আমি বহু খুশি হইয়াছি। তাই আপনাকে ধন্যবাদ জানাইবার ভাষা আমি হারাইয়া ফালাইছি।
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিরাতো কবিতায় কতকিছুই লিখবে।
মন্তব্যকারীও তার ইচ্ছে মত মন্তব্য করবে।(তা বাস্তব হোক বা কাল্পনিক।)
০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮
কামরুননাহার কলি বলেছেন: হুম ভাইয়া বুঝিছি। আবারও মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১০
লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর উপস্থাপনা। ছন্দময় কাব্যশৈলীতে মুগ্ধ হলাম।
ছন্দে ছন্দে অতি সহজ সরল কাব্যময় ভাষায়
কবিতা টি পাঠ করে বার বার
হৃদয় আর মনকে ভারাক্রান্ত করে তোলে-
“ ফিরে আর এলো না
চলে গেছে যে।
আমার যা হারাবার গেছে হারিয়ে,
অবুঝ মনেরে বোঝাব কি দিয়ে।
দিন যায় রাত আসে।
রাত কেটে ভোর হয়।
শুরু হয় নতুন দিনের সূচনা।
কিন্তু সে আর এলো না।
প্রিয় হারিয়ে গেছে।
প্রিয়কে হারানোর ব্যথা আর বেদনা
কবির কবিতায় পরিস্ফুটিত হয়ে উঠেছে।
কবির অভিনব প্রয়াসকে শত সহস্র অভিনন্দন।
ছন্দময় কাব্যশৈলীতে মুগ্ধ হলাম প্রিয়কবি।
কবির কাব্য পাঠে প্রিয়কবির প্রতি শ্রদ্ধাবোধের বিশ্বাস
শত গুণে বেড়ে গেল। প্রিয়কবি সুস্থ থাকুন ভালো থাকুন।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রেখে গেলাম।
শুভকামনা রইল সতত ও নিরন্তর।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!
১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে কাব্যিক ভাষায় কমেন্ট করার জন্য । আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭
শায়মা বলেছেন: আসবে।
১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩
কামরুননাহার কলি বলেছেন: কবে আপ্পি
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪
শায়মা বলেছেন: শিঘ্রী!
১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬
কামরুননাহার কলি বলেছেন: হুম দেখি অপেক্ষায় থাকি, হাহাহাহাহাহা
১২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৫
নাছির খান বলেছেন: সুন্দর
১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১২
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯
আকতার আর হোসাইন বলেছেন: প্রতিক্ষার অবসান ঘটিয়ে আসুক সে ফিরে..
আপনার খুব কাছে, আপন স্বর্গ নীড়ে...
১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৩
কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহ হুম আসুন না আসুক তাতে কি আমি তো কাউকে নিয়ে লিখিনি। আমি লিখিছি আমার মনের ভাব প্রকাশ করার জন্য।
১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৩
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য।
১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৫
আকতার আর হোসাইন বলেছেন: মনের ভাব প্রকাশের জন্য লিখেছেন তা ঠিক আছে।
অবচেতন মন সম্পর্কে আপনি কতটুকু জানেন সেটা আমার জানা নেই।
আপনার কবিতার 'সে' হল আপনার অবচেতন মনের কল্পিত কেউ একজন যাকে আপনি হয়তো বাস্তবে কখনো দেখেননি, শুনেননি এবং জানেননি।
অবচেতন মনে ঠিকই তার অবয়ব চিত্রিত আছে।।
আপু কিছু মনে করবেন না। কবিতাটি খুব ভাল লেগেছে আর কবিতার সে ফিরে আসার জন্য আমার মনেও আকাঙ্ক্ষা সঞ্চারিত হয়েচগে। তাই আপনার কবিতার সে ফিরে আসার জন্য আবারো একটু লিখছি...
নাম না জানা অদেখা সে ফিরে আসুক
আপনার আপন ঘরে আলো জ্বালুক...
১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮
কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহা খুব ভালো লাগলো আপনার কথা গুলো।
হুম ফিরে আসুত যার যার সে সে , সবার মনের মধ্যেই আবার ফিরে আসুক। আমার মনের মধ্যেও আসুক সে যাকে আমি কখনো দেখিনি শুনিনি জানিনি। আমিও তার অপেক্ষায় রইলাম।
“ফিরে আসুন আপনি কোথায় আছেন”
১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
মো: নিজাম গাজী বলেছেন: আর মনে হয় জীবনে ফিরে আসবেওনা। দারুন লেখনী। কবিতার মধ্যে বিরহের ছাপ ফুটে উঠেছে। শুভকামনা প্রিয়া লেখিকা।
১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৭
কামরুননাহার কলি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ । প্রিয় পাঠক ।
১৬| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০০
তানুন ইসলাম বলেছেন: ............যতই দূরে যাক,হয়তো কোনও একদিন দেখা হয়ে যায় আবার প্রিয় মানুষটার সাথে।যদিও মানুষ বিরহকামী, তবুও একে অন্যের সাথে মিলন হওয়াটাই মৌলিক।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৩
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। এটা আমার কাল্পনিক কবিতা। কাউকে নিয়ে লেখিনি।
১৭| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১১
তানুন ইসলাম বলেছেন: কাল্পনিক হতে পারে হয়তো,আমি বাস্তবের একটু আঁচড় দিলাম।তাছাড়া আমি যত দূর জানি,বিরহের সপর্শ ছাড়া কবিতার জন্ম হয় না।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৫
কামরুননাহার কলি বলেছেন: তাই বুঝি ভাইয়া। হয়তো বা বিরহ লাগে কারো কারো ক্ষেত্রে আমার ক্ষেত্রে না একে বারে উল্টো ও হতে পারে।
১৮| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৭
তানুন ইসলাম বলেছেন: হতে পারে,তাই তো ব্যতিক্রম কথাটির জন্ম।ভালো থাকবেন,শুধু কল্পনায় নয় বাস্তবেও।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫
তারেক_মাহমুদ বলেছেন: যে যায় সে আর ফিরে আসে না