নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

বাংলার রূপ

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১



আমি বাংলার রূপ দেখেছি,
আমার মাতৃ মায়ের বুকে।
আমি বাংলার ভাত খাই,
আামার বাংলা সোনার মাঠের।

আমি বাংলার বুকে ঘুমিয়ে গেছি,
যেনো স্নেহ ভরা মায়ের বুকে।
আমি দেখেছি বুনা ধান,
বাংলা কৃষিকের হাতের আলপনায়।

আমি বাংলার গান শুনেছি,
বাউলের একতারা বাজিয়ে।
শিল্পীর হাতের আলপনায় দেখেছি,
আমি এই বাংলার কারুকার্য।

ধানসিড়িঁ নদীর বাংলা তুমি,
আমার মায়ের আচলে ডাকা।
তুমি কবির মুগ্ধ ছন্দ,
তুমি আমার স্বপ্নের বাংলা।
আমি তোমায় পেয়ে ধন্য।



মন্তব্য ৬৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশ মাতৃকা নিয়ে সুন্দর কবিতা।।।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

নাদিয়া রহমান চুমকি বলেছেন: কবিতা লেখা কী এতই সহজ যে, যা তা লিখে বলে দিলাম এটার নাম কবিতা।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪

কামরুননাহার কলি বলেছেন: হুম সেটা জানি আপি । তবে আবার সহজও আছে যদি কেউ লিখতে পারে তাদের কাছে পানির মতো সহজ।
আপনার কাছে হতে পারে কঠিন অন্যের কাছে তার পানির মতো সহজ।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪

মোস্তফা সোহেল বলেছেন: বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি!

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: আমার তো এখনই গ্রামে চলে যেতে ইচ্ছা করছে।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫

কামরুননাহার কলি বলেছেন: তাহলে দেশে যেয়ে আমার মিষ্টি ভাবিকে নিয়ে একটু ঘুরে আসুন ভাইয়া।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

নাদিয়া রহমান চুমকি বলেছেন: যান না, কে নিষেধ করছে ?

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নাদিয়া রহমান চুমকি, এখানে সবাই তাদের লেখার চেষ্টা করেন।।।।

আপনি এক মাসে তিনটি পোষ্ট করেছেন, তার মধ্যে কয়েক লাইনের একটি কবিতা। মাশাল্লা আপনার যা লেখা!!! পাঠে পুলকিত হইলাম।।।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহাহ, ভাইয়া।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩

নাদিয়া রহমান চুমকি বলেছেন: আপনাকে তো দেখলাম নিজের ঢোল, নিজেকেই পেটাতে। "আগামী দিনের কবি ও কবিতা"

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪

কামরুননাহার কলি বলেছেন: আপনার কথার কোন আগা-মাথা কিছুই বুঝিনা কারে কি বলেন।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নাদিয়া রহমান চুমকি, আমি নিজেকে কবি বলে দাবি করিনি, কাউকে খাটো করিনি। এবং নিজেকে খাটো করে দেখিনা।।। আপনি অন্যের লেখায় সেটি কবিতা কিনা প্রশ্ন তুলেছেন! আপনি চাইলে গঠনমূলক সমালোচনা করতে পারতেন, তা না করে উপহাস করলেন।।।

অন্যের সমালোচনা অবশ্যি করবেন তবে তা যেন হয় শিক্ষামূলক।।।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯

কামরুননাহার কলি বলেছেন: বাদ দেন না ভাইয়া, ওসব। কথায় পাগলে কি না কয়, আর ছাগলে কি না খায়।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪

নাদিয়া রহমান চুমকি বলেছেন: এবার আগা-মাথা বুঝচ্ছেন ? কামরুননাহার কলি ।

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কামরুন নাহার কলি, ব্লগার নাদিয়া রহমান চুমকি আপনার কবিতার মান নিয়ে প্রশ্ন তুলেছেন।।।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪

কামরুননাহার কলি বলেছেন: জানি ভাইয়া জানি, তার মতো তো আর অবুঝধার না যে জানবো না।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩

নাদিয়া রহমান চুমকি বলেছেন: তুলবো না! এটা কোনো কবিতা হল ? আগা পাছার নেই কোনো মিল।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২২

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহা,
ও চুমকি আপি আপনি আমার সাথে ক্ষেপলেন কেন। আপনের কি আমি কোন কালে বা কোন জম্মে শত্রু ছিলাম নাকি।

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬

নাদিয়া রহমান চুমকি বলেছেন: আমার কবিতা দেখেন কত সুন্দর-

তুমি এসেছিলে
-------------------------------
তুমি এসেছিলে নীরব রাতে খোলা জানালা দিয়ে হিমেল হওয়া হয়ে।
আবার সেই তুমি চলেও গেলে খোলা দরজার ফাঁক পেয়ে।
কিন্তু কেন তোমার এই আসা আবার এসে চলে যাওয়া-
তা আমাকে জানতেও দিলে না।
আমি আজো তাই ভাবি, কী ছিল তোমার মনে।
কেন এমন করে দ্যাখা হল তোমার সনে।
তুমি কী অলীক পুরুষ, নাকি শুধুই আমার ভাবনা
আজো আমার জানা হলো না।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

কামরুননাহার কলি বলেছেন: আহাহা কি সুন্দর কবিতা। কোন চরণ নাই, লাইন নাই, ছন্দ নাই, আছে কটা বানান ভুল।
মুগ্ধ আমি আপনার কবিতায়।
শুনেন কথা বলতে শিখেন মানুষের সাথে দেখবে সবাই ভালো বলবে। আর যদি কারো সাথে খারাপ ব্যবহার করছেন তো মরছেন। জীবনেও কেউ ফিরেও তাকাবে না আপনারদিকে।
আর একটি জিনিস আমার খটকা লাগছে, সেটা হলো আসলে বলুনতো আপনি মেয়ে না ছেলে। আমার তো বেশ সন্দেহ লাগছে আপনার আইডি মনে হয় ফ্যাক।
আপনি এখানে এসেছেন পরিবেশ নষ্ট করার জন্য।

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, সংকলিত!

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭

কামরুননাহার কলি বলেছেন: হুম ভাইয়া ঠিকই বলছেন।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

নাদিয়া রহমান চুমকি বলেছেন: সংকলিত! মানে কি ? এটা আমার নিজের লেখা।

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো +।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

অর্ক বলেছেন: হে কবি সম্রাজ্ঞীদ্বয় মাননীয়া কামরুননাহার কলি ও মাননীয়া নাদিয়া রহমান চুমকি আপনাদের কবিতা পড়ার পর আমার খুব আফসোস হচ্ছে কেন আমি ওপার বংলার মান্দাক্রান্তা সেন'র কবিতা পড়েছিলাম!
জয় হোক বাংলাদেশের এই দুই রত্ন কবি সম্রাজ্ঞীদ্বয়ের।
জয় হোক
জয় হোক
জয় হোক...

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০০

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহাহাহ ভাইয়া। এমন রত্নের কোন তুলনা হয়না।

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১২

নাদিয়া রহমান চুমকি বলেছেন: একি কথা কহিলেন হে অর্ক। মনটা আমার হয়ে গেল বক্র। তাই কিছু না কহিয়া থাকিতে পারিলাম না। আপনি এত মন্দার মাঝেও যেহেতু পাইয়াছেন রত্নের সন্ধান, তাই আপনাকে সু স্বাগতম।

১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন +++


লিখতে থাকুন...
শুভ কামনা রইল।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০০

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

আবু তালেব শেখ বলেছেন: ভুল হলে ভুল শোধরানোর পথ বলে দিতে হয় চুমকি আপু। উৎসাহ দিলে হয়তো আরো ভালো লিখতে পারবে।
কলি কে আপনি ব্যক্তিগত আক্রমন করছেন বলে আমি নিশ্চিত।

আর হ্যা আপনি নিজের পান্ডিত্য জাহির করছেন অন্যের পোস্টে এসে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০১

কামরুননাহার কলি বলেছেন: ভাইয়া কি আর বলবে দেশে পাগলের অভাব নাই।

২০| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২১

আবু তালেব শেখ বলেছেন: আমি বাংলার ভাত খেয়েছি,
আামার বাংলা সোনার মাঠে।
,,,,,,,
নিচের লাইনটায় একটু পরিবর্তন করলে আরো ভাল হত কবিতা।
সুন্দর লিখেছো

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০১

কামরুননাহার কলি বলেছেন: ওকে ভাইয়া চেঞ্জ করবো। আর পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

২১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৩

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা দারুন লাগলো । কথা গুলো সুন্দর

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০১

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপু।

২২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩০

নূর-ই-হাফসা বলেছেন: নাদিয়া রহমান চুমকি আপু , এখানে কেউ শুরু থেকেই কবি হয়ে আসেন নি । লিখতে লিখতে একদিন হবেন ।
অনেক এ হয়েছেন ও । ওনাদের লেখা ব ই মেলায় পাওয়া যায় ।
কারো লেখা ভালো না লাগলে সুন্দর ভাবে ভুল গুলো ধরে দিবেন । সমালোচনা এমন হওয়া উচিত না যা অন‍্যের লেখার আগ্রহ নষ্ট করে । আমরা চাই সবাই ভালো কিছু করুক । আমরা সবাই এ তো শিখছি তাইনা । অন্য কে আঘাত না করে সুন্দর ভাবে কোনটা কেন ভালো লাগে নি বুঝিয়ে বলুন । আমরা আপনার কাছ থেকেও শিখতে চাই ।
দুঃখিত আপু এতো কিছু বলার জন্য ।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

কামরুননাহার কলি বলেছেন: আপু কিছু শিখলেন চুমকি আপুর কাছ থেকে। না হলে শিখিয়ে দেন।

২৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৫

শাহিন বিন রফিক বলেছেন: আপনার কবিতা খুব ভাল লাগল বোন, তবে কিছু বানান ঠিকমত হলে আরও ভালভাবে ছন্দে মিলত। কারোর টিটকারীতে কান না দিয়ে এগিয়ে যাও, যারা এগিয়ে যায়, তারাই জয়ী হয় অবশেষে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া, ওকে বানান ঠিক করে দিবো।

২৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৮

অর্ক বলেছেন: চুমকি আপু, কলি আপু

*এই পোস্টটা*

বিশেষভাবে আপনাদের কথা মাথায় রেখে দিয়েছি। এই বাংলায় একজন নবনীতা দেবসেন বা হালের মান্দক্রান্তা সেন'র তীব্র হাহাকার, তৃষ্ণা কতো যুগের! কেন না আপনারা সেই শূন্যতা পূরণ করে দিন আমাদের। এর জন্য নিবিড় সাধনা'র দরকার।

শুভকামনা।

২৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

আটলান্টিক বলেছেন: সহজ-সরল কবিতায় প্লাস আপু।
কয়েকজন দেখছি মন্তব্যের ঘরে খুব তোলপাড় করছে।হচ্ছেটা কি? #:-S

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৯

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: এটা কি হল এই পোষ্ট নিয়ে? খুবই দু:খজনক।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১০

কামরুননাহার কলি বলেছেন: হুম ভাইয়া খুবই দু:খজনক ব্যপার।

২৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০

প্রামানিক বলেছেন: বোন নদিয়া রহমান-- এখানে বেশিরভাগ লেখকই শিক্ষানবীশ, এদের ভুলত্রুটি ধরে গঠনমূলক সমালোচনা করেন দেখবেন আস্তে আস্তে এরাই পাকা লেখক হবে। ধন্যবাদ

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৭

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া , চুমকি আপি কে বুঝিয়ে দেওয়ার জন্য।

২৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমি বাংলার বুকে ঘুমিয়ে গেছি
যেনে স্নেহভরা মায়ের বুকে।

লাইনটা এভাবে লিখলে সুন্দর হত।

আরও ভাল করতে হবে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৭

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া,
এখন আপনেরটাই কপি করবো হাহাহাহা। কি মজা কি মজা।

২৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৭

কুঁড়ের_বাদশা বলেছেন: বাহ ! অসাধারণ :P

কবিতা পড়িয়া আমি মুগ্ধ ! ;)

লাইক প্রদান করা হইল।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২১

কামরুননাহার কলি বলেছেন: এই যে কুঁড়ের-বাদশা আপনি চলে আসছেন। আরে আপনাকেই তো আমি খুজছি। যানবেন না কেনো।
কারণ আপনার নামটা না হেব্বি চমেৎকার। এই ব্লগের সবথেকে এই নামটিই আমার পছন্দ।
তাই আমি আপনাকে ডাকি “এই যে কুঁড়ের বাদশা”।

৩০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৫

ফাইয়াজ ইসলাম ফাহিম বলেছেন: অসাধারণ!

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

মায়াবী ঘাতক বলেছেন: খুব সুন্দর লিখেছেন। :) চালিয়ে যান। +++

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া , দোয়া করবেন।

৩২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: ছন্দে ছন্দে দারুণ লিখেছেন প্রিয়কবি। অপূর্ব ও অসাধারণ।
কাব্যিকতায় বিমুগ্ধ হলাম। কবিতা পাঠে মুগ্ধ ও প্রীত হলাম।
শুভকামনা রইল নিরন্তর ও সতত। প্রীতি ও শুভেচ্ছা রইল
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক।

৩৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২০

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: "বাউল" বানানটা ঠিক করে নিবেন আপু।আর গঠনমূলক সমালোচনাকে পজেটিভলি নিবেন আশা করি।সমালোচনাই কিন্তু লেখাকে সমৃদ্ধ করে।ভালো লেখার প্রেরনা জোগায়।
ছবি ও কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাকে।
ঠিক আছে ভাইয়া বানানটি ঠিক করে দেওয়ার জন্য আবো একবার ধন্যবাদ।

৩৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

শামচুল হক বলেছেন: যে যাই বলূক আপনি আপনার মত লিখতে থাকেন। একদিন আপনার লেখাই সমালোচনার উর্দ্ধে থাকবে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০১

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো পরামর্শ দেওয়ার জন্য।

৩৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৮

সৈয়দ ইসলাম বলেছেন: বেচারা জীবনানন্দ মরেও অন্যের ভাব হয়ে থাকলো।

ভাল লাগলো কবিতা। ধন্যবাদ।
(সকালের চা?)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০১

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আর চা খাই না আমি বেশি একটা, বেশি একটা বললে ভুল হবে কারণ আমি চা-ই খাইনা।

৩৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৫

সৈয়দ ইসলাম বলেছেন: এই প্রথম বাঙালি পাইলা, যে নিজে খায় না বলে অন্যেরেও খাওয়ায় না! এই প্রথম বাঙালি পাইলা, যে নিজে খায় না বলে অন্যেরেও খাওয়ায় না! ;)


থ্যাংকু ভাইটি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৪

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহ

ওকে ভাইয়া আপনাকে চায়ের দাওয়াত রইলো।

৩৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগে নাই। মৌলিক লেখা মনে হয়নি।
ডাকা মানে আহ্বান করা। ভুল প্রয়োগ করেছেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬

কামরুননাহার কলি বলেছেন: হুম হয়তো।
তবে ওখানে কি লিখতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.