নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

এটাই কি স্বাধীন বাংলাদেশ?

০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১১:৩৭

ছিছিছিছি দেশ আজ কোথায় যেয়ে উঠেছে। এটাই কি স্বাধীন বাংলাদেশে? ঘৃর্ণা হচ্ছে আজ। নিজেকে খুব অসহয় মনে হচ্ছে। কোন দেশে বসবাস করছি, কোন দেশে বড় হচ্ছি! আর কি ইতিহাস নিয়ে বাঁচবো সেটাই ভাবছি। এটাই যদি সেই দেশ হয়ে থাকে তাহলে যে দেশের জন্য ত্রিশ লক্ষ মানুষের প্রাণ দিয়ে স্বাধীনতার পতাকা ছিনিয়ে এনেছে তাহলে কি মিথ্যে ছিলো সেই অবদান। তারা কি আজকের এই অন্যায়, জুলুম, অনাচার, অবিচার করবে বলে দেশ স্বধীন করে রেখে গেছেন। আর তাদের আত্মা আসলেই শান্তি পাচ্ছি? এই সব দেখে।

দেখুন তো সবাই চেয়ে, মানুষ নামের পশু আর কুকুরের মধ্যে পার্থ্যক কি?














ছবিগুলো বিডি নিউজ২৪ থেকে নেওয়া।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:২৬

নাজিম সৌরভ বলেছেন: উদ্ভট উটের পিছে চলেছে স্বদেশ ! :(

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৮

কামরুননাহার কলি বলেছেন: হুম।

২| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:২৭

সাহসী সন্তান বলেছেন: কলি আপা, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে তিন লক্ষ নয়; ত্রিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল। সুতরাং ভুলটা সংশোধন করে নেওয়ার অনুরোধ রইলো! আর ছবি গুলোর ব্যাপারে কিছু বলার নাই...

ভুলটা ছাত্র/ছাত্রীদেরই। এক জনের ভয়ে একহাজার পালিয়ে যাওয়া কাপুরুষদের প্রতি আমার কোন সহানুভূতি কাজ করে না। এই মাইরটা আসলে তাদের প্রাপ্য ছিল! তারা হয়তো জানে না, সব অধিকার স্বেচ্ছায় আসে না। কিছু অধিকার জোর করে আদায় করে নিতে হয়!

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬

কামরুননাহার কলি বলেছেন: হুম সরি ভাইয়া লিখতে একটু ভুল হয়ে গেছে।
হুম আমরা একজনকেই সবাই ভয় পাই।

৩| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: পুরুষ কিংবা নারী, রাস্তা কিংবা শহীদ মিনার, আমার ছাত্র কিংবা অন্যের- প্রশ্ন সেখানে নয়। আন্দোলনকারীদের এভাবে পেটানো যাবে না। কথা পরিস্কার।

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:০২

কামরুননাহার কলি বলেছেন: এই দেশ তো এখন আন্দোলনকারীদেরই পিটায়, সত্য পথের মানুষদেরই পিটায় কোথায় যাবে বলুন তো এরা।

৪| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

হাঙ্গামা বলেছেন: এটা আম্লীগের বাংলাদেশ।

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:০২

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহা, আর কারো না?

৫| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

কানিজ রিনা বলেছেন: অধিকার চাওয়াটাই ভুল,যারা ভোটাধিকার
হরন করেছে গনতন্ত্র যাদের হাতে ভুলুন্ঠিত
তাদের কাছে অধিকার চাওয়া বোকামী।

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:০৪

কামরুননাহার কলি বলেছেন: ঠিকই বলেছেন আপি, কিন্তু এই রকম আর কতদিন।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

নাহিদ০৯ বলেছেন: কখনোই আন্দোলনকারী;দের উপর হামলা চালানো সম্ভব নয়। আন্দোলনকারী কখনোই একটা বিশ্ববিদ্যালয় এর মোট কর্মী’র সংখ্যার চাইতে কম নয়। বরং এরা কয়েক গুনে বেশ। তাদের চাইতেও বেশি বলিয়ান, তাদের শক্তি সত্য।

কিন্তু ছবিতে কেবল ১-২ জনকেই পিষ্ট হতে দেখছি ৪-৫ জনের হাতে বা পায়ে।

৭| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: ওদের ধিক্কার জানানোর ভাষা আমার জানা নাই। X((

৮| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৭

ভবিষ্যত বলেছেন: যে দেশে মানুষের মেৌলিক অধিকার নাই...ভোটের অধিকার নাই ....মত প্রকাশের অধিকার নাই..সে দেশে কোটার অধিকার চাওয়া বোকামী.... ভালচান তো ছাগু তে নাম লিখান

৯| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩১

Shohag DPHE বলেছেন: বিবেকহীন দেশে এত বিবেক রেখে লাভ নাই।সব বিবেক বিক্রি করে দিতে মন চায়।

১০| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: নিরব হয়ে গেলাম। কবিরা কখন নিরব হয় বুঝেন তো??

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৭

কামরুননাহার কলি বলেছেন: হুম জানি তো কবিরা কখন নিরব হয়।

১১| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক দিন আপনাকে ব্লগে দেখিনা।

আপনার পোস্ট পড়া হয়না।

দেশের অবস্থা এখন চরম।

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৪

কামরুননাহার কলি বলেছেন: দেশের অবস্থা চরম দেখেই বসে বসে সব দেখছি।
তাছাড়া পরিক্ষা আছে সামনে তাই খুব ব্যস্ত হয়ে পড়েছি। ব্লগিং করতে পারছি না।

১২| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কলি, অনুসরণ করলুম।


ব্যস্ততা কমলে ম্যাওপ্যাও কিছু পোস্ট দিও.....:)

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৮

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ।
আমার একটি প্রশ্ন ছিলো ভাইয়া। প্রশ্নটি হলো।
ম্যাওপ্যাও এর অর্থ কি এই শব্দটি ব্লগের অনেকেই বলে কিন্তু সত্যি কথা কি আমি না এই শব্দের মানি বা অর্থ বুজি না হাহাহাহা যদি একটু বলতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.