নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

“সামুতে এক বছরপূর্ণ”

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০



গল্পটা শুরু হয় সেই দিন ২০১৭ সালের সেপ্টম্বরে। কম্পিউটারের বসে বসে কিছু তথ্যের খোজ করছিলাম। তথ্যগুলো হয়তো ছিলো এই রকমের সম্ভবত সাগরের কিছু প্রানী সম্পর্কে তথ্য। হঠাৎ করে সামুর কোন লেখকের একটি লেখা চলে আসলো ঠিক মনে পড়ছেনা তিনি কে ছিলেন। এরপর আমি সামুর প্রথম পেজে ঘাটতে শুরু করি। যখন সামুর এই পেজটি আমি দেখলাম তখন সেখানে যেয়ে দেখলাম আরেক কান্ড। ধর্ম সর্ম্পকে কেউ একটা কিছু লেখছিলেন- লেখাটি ছিলো আল্লাহ এবং রাসূল (সঃ) এর বিরুদ্ধে। লেখার ডাইসটা ছিলো অন্যরকম, আল্লাহ এর কাছে প্রশ্ন করেছেন, মহানবী (সঃ) কে চরিত্রহীন বলেছেন ইত্যাদি ইত্যাদি। এই লেখাটি দেখে মনটা খুবই খারাপ হয়ে গেলো। মনে মনে ভাবলাম এখনো মানুষ এ রকম আছে। খুবই আর্যচ্য লেগেছিলো। তবে এখন আর আর্যচ্য লাগেনা, কারণ এখন সবটাই মানিয়ে নিয়েছি। এখন অনেক কিছুই শিখেছি, জেনেছি যে এই রকমও মানুষ এখনো পৃথিবীতে আছে, যাগ সে কথা।

তারপর সেই লেখকের ঐ লেখাটি দেখে নিচের দিকে দেখলাম কমেন্টস করা যায় এবং অনেকেই করেছেন। মজার ব্যপার হলো আমি যখন কমেন্টস করে সাবমিট করবো তখন তো আর সাবমিট হচ্ছে না, হাহাহাহাহা। সেখানে চায় ইউজার নেম এন্ড পাসওর্য়াড।
এরপরই খুলে ফেলাম একটি আইডি “সামহোয়্যারইন বাংলা ব্লগে”। সুমু ব্লগের সর্ম্পকে আরো কিছু তথ্য জানলাম। আমাদের সামহোয়্যারইন বাংলা ব্লগে নাকি বিশ্বের প্রথম বাংলা ব্লগ। এই জন্য খুবই ভালো লাগলো। মনে মনে ভাবলাম আমারও নাম, লেখা, ছবি গুগুলে সার্চ দিলেই চলে আসবে হাহাহাহ। কিন্তু দুঃখের বিষয় ঐ লেখাটিতে আর কমেন্টস করতে পারিনি। পোস্টটি কোথায় চলে গেছে কে জানে!

যখন আমি আমার নামে আইডি খুললাম তখন লেখা ছিলো যে, আপনার প্রথম পেজে লেখা আসবে তিনদিন পর, এই তিনদিন আমাকে অপেক্ষা করতে হবে। তারপর তিনদিন অপেক্ষা করলাম, তিনদিন নয় দশ দিন নয় বিশ দিন নয় ওহ মাইগড এক্কেবারে টানা ছয় মাস অপেক্ষা করলাম। তখন বুজলাম আসলে এই ব্লগটি যেনোতেনো ব্লগ নয়। এখানে লেখতে হলে সেই সেই লেখক হতে হবে।

তারপর ছয়মাস পরই আমার সেই দিনটি চলে আসলো। আর আমাকে অপেক্ষা করতে হলো না। প্রথম যেই দিন আমি ব্লগের প্রথম পাতায় লেখার সুযোগ পেলাম আহ সে কি আনন্দ, বলে বুঝানো যাবে না কাউকে। আমি প্রথম পাতার জন্য পোস্ট দিলাম ব্লগ কতৃপক্ষকে ধন্যবাদ জানানোর জন্য আর সবার কাছে দোয়া চেয়ে।

এরপর লিখা শুরু করলাম ছোট বাচ্চাদের মতো, ঐ যে ছোট বাচ্চারা যেমন অ আ লেখে, আমি না ঠিক ওদের মতো অ আ লেখা শুরু করলাম। এভাবেই আমার সাথে পরিচয় হয় অনেকের সাথে, আলপনা তালুকদার আপু তবে উনাকে অনেক দিন ধরেরই ব্লগে দেখি না হয় তো ডু মেরেছেন। ও হা আর একটি কথা ব্লগে প্রথম আইড খুলেই আলপনা তালুকদার এবং সত্যপথিক শাইয়্যান এর সাথে। পরিচয়টা হয়েছে, সেটা ছিলো অন্য ভাবে। তাদের সাথে আমার বিষন বিষন কথা কাটাকাটি হয়েছে। কারণ তারা ধর্ম নিয়ে কিছু একটা পোস্ট দিয়েছিলেন, যাগগে বাদ দেই সেই কথাটিও, সেটা তো চলে গেছে।

আর সব থেকে ভালো সম্পর্ক হয়েছিলো বিলিয়ান রহমান ভাইয়া, আলো ধ্রুবক ভাইয়া আর মোস্তফা সোহেল ভাইয়া এই তিনজনের সাথে। তারপর আস্তে আস্তে পরিচয় হয় অনেকের সাথে যেমন- শায়মা আপু, কাজী রিনা আপু, মনিরা সুলতানা, উম্মে সায়মা, কাজী ফাতেমা ছবি আপু, সামু পাগলা০০৭ আপু, সোহানী আপু। তারপর ভাইয়াদের মধ্যে- কুঁড়ের-বাদশা, রাজীব নুর, নুর মোহাম্মদ নূরু, খায়রুল আহসান, আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম, পুলক ঢালী, টারজান০০০০৭, মাহমুদুর রহমান সুজন, প্রামানিক, সেলিম আনোয়ার, সনেট কবি, কলাবাগান১, মোঃ মাইদুল সরকার, নতুন নবিক, জাহিদ হাসান, জাহিদ অনিক, গিয়াস উদ্দিন লিটন, চাঁদ গাজী, শাহরিয়ার ইমন, মোঃ নিজাম গাজী, মোঃ নিজাম উদ্দিন মন্ডল, হাসু মামা, অর্ক, কালীদাশ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, নিশি মানব, নুরুন নাহার লিলিয়ান, শামচুল হক, ভুয়া মফিস, বিএম বরকাতুল্লাহ্, শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া), কাওসার চৌধুরি, তারেক মাহমুদ, বিজয় রায়, কাইকর। এই মানুষ গুলোর সাথে কখনো কথা কাটাকাটি হয়, কখনো বা দুষ্টামিও হয়। তবে এরা প্রত্যেকেই খুব ভালো, আন্তরিক, সহানুভুতি।

হয়তো আরো অনেকের সাথে পরিচয় হয়েছে কিন্তু নাম গুলো হয়তো এই মুহুর্তে মনে পরছেনা, তাই যাদের নাম আসেনি সেই জন্য আমি খুবই দুঃখিত। এই মানুষগুলোদের আমি এক বছর যাবত চিনে আসছি এরা খুবই ভালো, এদের তুলনা হয়না। তাদের সাথে আমার কখনো কখনো কথা কাটা-কাটিও হয়েছে। কিন্তু আমি কখনো চাইনি এরা কেউ আমার কথায় কষ্ট পায় বা আমাকে খারাপ ভাবে। আমি জানি এরা আমার থেকে অনেক বড় এবং বড় মনের মানুষ। সেই জন্য আমার কথায় কেউ কখনো যদি কষ্ট পেয়ে থাকে সেই জন্য আমি সরি বলছি। আর আমি সব সময় ব্লগে উপস্থিত থাকতে পারিনা কারণ আমি পড়াশুনা করছি আমার বি এস সি শেষ হতে আরো এক বছর রয়েছে। তাই বেশি লেখালেখি করতে পারছি না এবং কারো লেখাও ভালোভাবে পড়তে পারছিনা, লাইক কমেন্টস তো নাই। তবে জমিয়ে আড্ডা দিবে এক বছর পর। সবার সাথে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, আনন্দ হবে একটু অপেক্ষা। যখন ব্লগে নিয়মিত থাকবো জমিয়ে আড্ডা হবে সবার সাথে। তবে এক বছরের জন্য যে একে বারেই চলে যাচ্ছি সেটা কিন্তু নয়। এই এক বছর যেমন অনিয়মিত ছিলাম তেমনি অনিয়মিতই থাকবো।

তবে আমি একটু ঝগড়াটে মেয়ে, কারণ একটাই “আমি নারী তাই কথা বলি নারীর পক্ষ হয়ে”। আমার ব্লগের এখন বয়স এক বছর পূর্ন হলো সেই জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। যেনো এক বছর নয় আরো অনেক অনেক বছর, বহু বহু বছর আপনাদের সাথে কাটাতে পারি। সেই দোয়াটাই চাই সবার কাছে। “হ্যাপি বার্থেডে, সামু ব্লগ”

পোস্টটি একটু দেড়িতে হয়ে গেছে। সেই জন্য দুঃখিত।

ছবিটি আমাদের প্রিয় সামহোয়্যার বাংলা ব্লগের

মন্তব্য ৮৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

মোস্তফা সোহেল বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা কলি আপু।
আজকাল মনে হয় সামুতে কম দেখি? আশা করি ভাল আছেন?
জলদি একটা ট্রিটের ব্যবস্থা করেন।
আর শিরোনামে বানান ভুল হয়েছে ঠিক করে দিন। সুমতে< সামুতে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

কামরুননাহার কলি বলেছেন: হুম ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন।
ধন্যবাদ ভাইয়া।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট। প‌ড়ে ভা‌লো লাগ‌লো।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

কামরুননাহার কলি বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বর্ষপূর্তিতে শুভেচ্ছা রইল। পড়াশুনার ক্ষতি করে ব্লগিং করার প্রয়োজন নেই। অবসরে টুক টাক ব্লগিং করবেন। সামুর ব্লগার বন্ধুরা নিশ্চয় আপনার পাশে থাকবেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়। আর সামুর সবাই পাশে থাকবেন কথাটি শুনে খুবই খুশি হলাম।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

সুমন কর বলেছেন: শুভকামনা রইলো।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা কলি আপু। আপনার সেফ হওয়া দেখেই আমি উৎসাহিত হয়েছিলাম সামুতে লিখতে। নিজের নামটি আপনার পোষ্টে দেখতে পেয়ে ভাল লাগলো।

অনেক ভাল থাকুন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার প্রতিও অবিরাম শুভেচ্ছা।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

তাসনীম জামান লাবীব বলেছেন: আমারও এক সপ্তাহের মধ্যে এক বছর পূর্তি হবে।যদিও লেখার সংখ্যা আপনার অর বেশি নয়।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৫

কামরুননাহার কলি বলেছেন: শুভেচ্ছা রইলো আপনার প্রতি।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১০

সূচরিতা সেন বলেছেন: প্রথম বর্ষপূর্তির শুভেচ্ছা থাকল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৬

কামরুননাহার কলি বলেছেন: আপি আপনার প্রতিও শুভেচ্ছা রইলো।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১

স্রাঞ্জি সে বলেছেন:


এতদিন কয় গেলেন, অনিয়মিত কেন.....??? পড়ালেখা #:-S


একবছর পর আড্ডা.... মানে আবার গুম হয়ে যাবেন।

ও ভুলেই গেলাম,,,, বর্ষাপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা নিবেন।


হয়ত নিচে অনেক কেক দিতে পারে।।। আপাতত স্যান্ডউইচ খান।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

কামরুননাহার কলি বলেছেন: নাহ পুরোপুরি গুম হচ্চি না ভাইছাব মাঝের মধ্যে একটু আধটু উকি ঝুকিও দিবো।
আর স্যান্ডউইচ এর জন্য ধন্যবাদ।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

কাওসার চৌধুরী বলেছেন:
অভিনন্দন; শুভ হোক আগামীর পথচলা৷

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর ফুল উপহার দেওয়ার জন্য।

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যাক! ঘরের মেয়ে ঘরে ফিরছে, হেইডাই অইল বড় কথা.।

লেখক,
ব্লগে ঝগড়া-ঝাটি, খুনসুটি থাকবেই। ওটাও ব্লগিং এর অংশ....;)


যাই হোক,
ছুটির সময় ব্লগে আসা যায়। ভার্সিটি পড়ুয়া ছাত্ররা ব্লগিংএ অনেক পিছিয়ে। সারাদিন এরা কী যে করে???:P

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহা ধন্যবাদ আপনাকে। এই সব ভার্সিটির পড়ুয়া ছাত্র/ছাত্রীরা সারাদিন পার্কে যেয়ে দেখেন বাদাম ভাঙ্গছে।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপু,

আপনার সামুতে বর্ষপূর্তি অভিনন্দন। উপরের যাদের সঙ্গে এই একবছরে আপনার সুন্দর মিথোস্ক্রীয়া হয়েছে, তাঁদের প্রতি রইল আমার অন্তরের শুভেচ্ছা। একজন আপুর নাম বোধহয় একটু ঠিক করতে হবে,



শুভকামনা রইল।



০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

কামরুননাহার কলি বলেছেন: আপনাকে ধন্যবাদ। আর আপুর নামটি ঠিক করে দিচ্ছি, ভুলটি ধরে দেওয়ার জন্য

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বর্ষ পুর্তিতে কিছু খানপিনার আয়োজন থাকলে ভাল হত।
যাক শুভ কামনা নিরন্তর।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া তবে একদিন খানাপিনা হবে দোয়া করেন সেনো সেই দিনটি অতি তারাতারি হয়ে যায়।

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

চিটাগং এক্সপ্রেস বলেছেন: আপনার জন্য শুভ কামনা। পথ চলা হক অনবরত।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইলো অভিরাম।

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০২

লাবণ্য ২ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা রইল আপু।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২২

খায়রুল আহসান বলেছেন: বছর পূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন!
আসছে সপ্তাহান্তে আমারও তিন বছর পূর্তির পোস্ট আসবে ইন শা আল্লাহ। আশাকরি পড়ে দেখবেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে। আর আপনার বছর পূর্তির পোস্ট অবশ্যই পড়বো।

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন:

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া এত্তোগুলো মিষ্টি।

১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

সামিয়া বলেছেন: অভিনন্দন ডিয়ার

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপি।

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অভিনন্দনপার্ক!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

কামরুননাহার কলি বলেছেন: অভিনন্দন আপনাকেও আমার ব্লগে।

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪

নীলপরি বলেছেন: অভিনন্দন আপনাকে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

কামরুননাহার কলি বলেছেন: অভিনন্দন আপনাকেও আমার ব্লগে।

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৭

শাহিন বিন রফিক বলেছেন:



আলপনা তালুকদার প্রতিদিন ফেবুতে লেখা পোস্ট করে, কিন্তু ব্লগে খুব বেশি লিখে না ইদানিং, উনার ফেবু পোস্টগুলো বেশ চমৎকার হয় এবং সব পোস্টগুলো হল সম-সাময়িক বিষয়ের উপর।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

কামরুননাহার কলি বলেছেন: ও আচ্ছা এই জন্যই হয়তো তাকে দেখিনা। কিন্তু তার সাথে আমার বেশ তর্ব-বির্তক হয়েছিলো। সেই থেকে আর তাকে আমি ব্লগে দেখিনা। তাকে ব্লগে পেলে আবার মজার মজার আড্ডা হতো, কিন্তু পাচ্ছিনা।

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এভাবেই এক এক করে দশ বিশ করে যেতে থাকবে সময়!
কেউ থাকবে কেউ হারিয়ে যাবে অনেক নতুনের আগমন হবে
এইতো সৃষ্টির লীলা!!!

আমজনতার পক্ষ থেকে ;) অভিনন্দন! বর্ষপূর্তির। :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

কামরুননাহার কলি বলেছেন: হুম একদিন সবশেষে অনেকেই চলে যাবেন। হয়তো ভুলে যাবে তাকে সবাই আবারও নতুনদের আগমন হবে এইটাই পৃথিবীর নীলা।

২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০

সনেট কবি বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫২

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে আমাকে বর্ষপূর্তির শুভেচ্ছা জানানোর জন্য। আর আপনি সব সময় ভালো থাকবেন।

২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯

আহমেদ জী এস বলেছেন: কামরুননাহার কলি ,




হ্যাঁ .......................... এক বছর গড়িয়ে যাক শত বছরে ।
তবে আগামী একটি বছর পার্কে বসে বাদাম ভাঙবেন না , পরীক্ষা বলে কথা । তারপরে না হয় টনকে টন বাদাম ভাঙা যাবে ।

আপনার বাসনা পূর্ণ হোক ।
শুভেচ্ছান্তে ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

কামরুননাহার কলি বলেছেন: হাহাহা ওকে ভাইয়া বাদম একটাও ভাঙবো না। সব টাই রেখে দিবো তারপর পরিক্ষার শেষে ভাইয়াকে আর ভাবিকে নিয়ে পার্কে বসে বাদাম ভাঙবো।

২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

সৈয়দ ইসলাম বলেছেন: ১ম বর্ষপূর্তির শুভেচ্ছা। ♥


দেখতে দেখতে সময়ের মিছিল
এগিয়ে চলছে অনেকদূর,
দিন যত যায় ততই সময়
হয়ে উঠে কঠিন মধুর।
এ মিছিলে শুনা যায়
মনকাড়া পায়ের নূপুর
ঝনঝনানি ধ্বনির সাথে
বেজে উঠে গিটারের সুর।।

শুভ ব্লগিং...
শুভকামনা...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

কামরুননাহার কলি বলেছেন: বাহ খুব দারুন একটি কবিতা উপহার দিয়েছেন তো।
শুভেচ্ছা রইলো আপনার প্রতি।

২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: বরষপূর্তিতে শুভেচ্ছা রইল। লখালেখির জগতে উন্নতি কামনা করি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে । আপনার দোয়া যেনো সৃষ্টিকর্তা কবুল করে নেন।

২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

নতুন নকিব বলেছেন:



অাগামীর দিনগুলো হোক অারও গতিময়, অালোকিত, ঋদ্ধ, সমৃদ্ধ ও শুদ্ধতায় পরিপূর্ন।

শুভাশীষ সতত।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাইয়া।

২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০৮

চাঁদগাজী বলেছেন:


বর্ষপূর্তির অভিনন্দন, অনেক শুভকামনা রলো

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে, দোয়া রাখবেন সব সময়।

২৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৮

শূন্যনীড় বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য। খউব সুন্দরভাবে ব্লগের প্রথম অভিজ্ঞতা তুলে ধরেছেন, ভালো লকগলো ভাই।
সামুতে যুগেরপরযুগ এভাবেই বিচরণ হোক আপনার

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে । আপনিও ভালো থাকবেন সবসময়।

২৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৩

মিখু হোসাইন তিতু বলেছেন: আগামী দিনের জন্য শুভ কামনা রইল....

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

কামরুননাহার কলি বলেছেন: অভিনন্দন আপনাকেও আমার ব্লগে।

৩০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৩

চাঙ্কু বলেছেন: কপিনন্দন কলি। আচ্ছা, আপনি কুন ফুলের কলি? :-*

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০০

কামরুননাহার কলি বলেছেন: আমি বনফুলের কলি-

“কবির লেখা সেই কবিতার
শিল্পীর আাঁক সেই ছবির
বলফুলের কাব্যের কলি আমি”

৩১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০২

এ.এস বাশার বলেছেন: সুন্দর হোক ব্লগীয় জীবন।
আপনার পোস্ট প্রথম পেলাম।
অবসরে আপনার লেখা পড়ে মন্তব্য রেখে আসব।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০১

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাইয়া। সব সময় পাশে থাকবেন এই কামনাই করি।

৩২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যাপী বার্ডে । :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

হাফিজ রাহমান বলেছেন: কমেন্ট করতে ভয় লাগছে। ঝগড়া বেধে যায় কি না। আমি আবার ঝগড়াকে খুব ভয় পাই। তাই আমাকে ভয় দেখাবেন না, প্লিজ ! যাক, আপনার লেখাটা ভালো লাগলো। সরলভাবে সুন্দর করে অনকে কিছুই স্মৃতির পাতায় তুলে ধরেছেন। লেখায় এতোটা সরল সবাই হতে পারে না। আমিও আপনার মতো অনিয়মিত। বস্তুত পড়ালেখাটাই বড় জিনিস। ব্লগিং যেন পড়া লেখার জন্য বাধা হয়ে না দাঁড়ায় সে দিকে সকলের দৃষ্টি দেয়া জরুরী। যাক, ভালো থাকুন। অনন্ত শুভকামনা থাকলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

কামরুননাহার কলি বলেছেন: আরে আরে বলেন কি আপনি ভয় পান হাহাহাহা আমি আপনাকেই খুজছি ঝগড়া করবো বলে। যানেন তো ভুতিদের আমি ক্ষেপাতে ভালো বাসি হাহাহাহাহ।

৩৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

শায়মা বলেছেন: অনেক অনেক দোয়া আপুনি!

তবে শুধু নারীর পক্ষেই না নারী পুরুষ নির্বিশেষে সকলের পক্ষেই কথা বলাই উচিৎ। যদি তারা বেঠিক না হন !!!!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপু দোয়া করবেন সব সময়।
আর হ্যা আপু আমি দু’পক্ষেই কথা বলি । শুধু বলিনা তাদের পক্ষে যারা নারীদের সাথ অন্যভাবে কথা বলে, অন্যয় কাজ করে।

৩৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

কিশোর মাইনু বলেছেন: বাহ,ভাল।
আমি ও পরিচয় হয়ে নি তাহলে আপনার সাথে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

কামরুননাহার কলি বলেছেন: হায়, হ্যালো কেমন আছেন?

৩৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

অপু তানভীর বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা :) !:#P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

কামরুননাহার কলি বলেছেন: অভিনন্দন আপনাক, ভালো থাকবেন সবসময়।

৩৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

করুণাধারা বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন কামরুননাহার কলি ।

অনেক শুভেচ্ছা রইল, আগামী দিনগুলোর জন্য।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

কামরুননাহার কলি বলেছেন: অভিনন্দন আপনাকেও, দোয়া রইলো আপনার প্রতিও।

৩৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭

মাহমুদুর রহমান বলেছেন: শুভ কামনা, অবিরাম।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাইয়া।

৩৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৫

আকতার আর হোসাইন বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা জানবেন আপু...

আমার নাম না দেখে কিন্তু আমি.....!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১১

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
আহাকে জাদু ভাই আমার কষ্ট পেয়েছো। না, না লক্ষি ভাই আমার রাগ করে না ।
তোমাকে আমি এখন থেকে সব সময় মনে রাখবো। দেখেছো কি মন আমার তোমার কথাটিই ভুলে গেলাম।

৪০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০০

নীল আকাশ বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন, অনেক শুভকামনা থাকলো আপনার জন্য।
অনেকেই আপনার লেখায় মন্তব্য করেছে। আপনার প্রতিমন্তব্য আশা করছেন।
আমার ব্লগে আপনাকে ঘুরে আসার জন্য আপনাকে আমন্ত্রন রইল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১২

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া । সবারটাই প্রতিমন্তব্য করে দিলাম।
অবশ্যই ঘুরে আসবো আপনার ব্লগে।

৪১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

সজল_ বলেছেন: শুভেচ্ছা রইলো। প্রথম পাতায় আমাকে এপ্রুভ যে কবে করবে। করলে পোস্ট দিতাম।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

কামরুননাহার কলি বলেছেন: হবে হবে দেখবেন একদিন ঠিক হয়ে যাবে।

৪২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

কিশোর মাইনু বলেছেন: আলহামদুলিল্লাহ।
ভাল আছি।
আমি সবসময় ই ভাল থাকি।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

কামরুননাহার কলি বলেছেন: গুড

৪৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০১

বিলিয়ার রহমান বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছ :)

আপনার লেখালেখি অবিরাম চলুক।

শুভকামনা! :)

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৩

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনার তো দেখাই পাইনা। কোথায় থাকেন লুকিয়ে।

৪৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বর্ষপূর্তির দেরিতে শুভেচ্ছা কলি আপু।
মাঝে একবছর কিন্তু মিস হয়ে গেলো।
দ্বিবৎসর পূর্তির শুভেচ্ছা জানিয়ে গেলাম।

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৩

কামরুননাহার কলি বলেছেন: থ্যাংকু আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.