নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যতার নিঃশব্দ কাব্য

নিজ সত্তার অভাবে মানুষের অন্তর পরিবর্তন হয় শুন্য আত্মায় আর শূন্য আত্মার নিজস্ব কোনও কথা থাকেনা...................................

শূন্য আত্মা

একা থাকতে ভীষণ ভাল লাগে। মন চাইলে নিজেকেই নিজে কবিতা আবৃত্তি করে শুনাই, গুনগুন করে গান গাই। কিছু আশা করতে প্রচণ্ড ভয় করে, কারন কখনও কিছু পূরণ এ হয়না। তবুও, ভালোই আছি , বেঁচে আছি ।

শূন্য আত্মা › বিস্তারিত পোস্টঃ

তুমি বলেছিলে ....

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৩









তুমি বলেছিলে আজ রাতে জোছনা হবে

আমি জোছনা দেখার লোভে সারারাত জেগে ছিলাম

কই? জোছনা তো হয়নি !

সারারাত আমি ব্যাকুল হয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলাম

তারার মেলায় লিওনার্দো দ্যা ভিঞ্ছি হয়ে গিয়েছিলাম জানো ?

চোখের তুলি দিয়ে কখন যে তোমাকে এঁকে ফেলেছি , খেয়ালই

করিনি!

আনমনে বিড়বিড় করে মহাদেব সাহার প্রেমা কাব্য আওড়াচ্ছিলাম

আর ভাবছিলাম তুমি কেনও মিথ্যা বললে !

চোখটা ভীষণ পুড়ছে জানো ?

সারারাত তোমার কোল খুব বেশি মিস করেছি . .

জোছনার কথা বলে একা করে গেলে ...

জোছনা দেখা তো দিলোই না, তুমিও না .।.।.।।।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪২

হাসান মুহিব বলেছেন: সুন্দর হইছে; খুব ভালো লাগলো।

আর ভাবছিলাম তুমি কেনও মিথ্যা বললে !

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪১

শূন্য আত্মা বলেছেন: ধন্যবাদ :)

২| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
১ম ভাললাগা ।
শুভ কামনা রইলো।

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪২

শূন্য আত্মা বলেছেন: ধইন্না পাতা

৩| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ! মুগ্ধপাঠ !

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪২

শূন্য আত্মা বলেছেন: দোয়া রাখবেন ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.