| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালপুরুষ
জন্মঃ নারিন্দা, ঢাকা। পেশাঃ নগর গবেষক। শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল ও হস্তরেখা বিদ্যা চর্চায় যথেষ্ট আগ্রহ ছিল। বিশ্বাসঃ মৃত্যু নিশ্চিত জেনেও মৃত্যুর মুখোমুখি হতে আমার ভীষণ ভয়।
নীরবতা, ধ্যান ও মেডিটেশন (পুনঃ প্রকাশ)
নীরবতা এক অমূল্য সম্পদ। মানুষের সকল শান্তি ও প্রশান্তির মধ্যেই রয়েছে নীরবতার গভীর ও প্রত্যক্ষ প্রভাব। আদিকাল থেকে মানুষ নীরবতার সাথে সখ্যতা করে আসছে। নীরবতা চলমান জীবন প্রবাহের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। দেহ, মন ও মস্তিষ্কের বিশ্রামের জন্য নীরবতার কোন বিকল্প নেই। নিজের মন ও ইন্দ্রিয়ের শান্তির জন্য কিছু সময়ের জন্য হলেও নীরবতা আবশ্যক। শব্দমুখর পরিবেশ মানুষকে বেশীক্ষণ স্বস্তি দিতে পারে না। নীরবতার উন্নত ও পরিশীলিত রূপ হচ্ছে ধ্যান । ধ্যানের আরেকটি আধুনিক সংস্করণ হচ্ছে মেডিটেশনে। ধ্যান, মেডিটেশন, নীরবতা বা মৌনতা সবই মানুষের মনোসংযোগ ও আত্মনিয়ন্ত্রনের বিভিন্ন কৌশল মাত্র। এগুলো চর্চা, অনুশীলন ও প্রয়োগের রয়েছে ভিন্ন ভিন্ন পদ্ধতি, প্রক্রিয়া ও ব্যাখ্যা। নীরবতা, ধ্যান বা মেডিটেশন মানুষের মন ও মননের উৎকর্ষতা সাধন করে এ বিষয়ে অনেকের আছে বিশ্বাস, আস্থা ও নির্ভশীলতা। আবার অনেকের আছে, অবিশ্বাস, অনাস্থা ও কুসংস্কার। আছে মতবিরোধ, আছে অবজ্ঞা এবং ব্যপক আলোচনা ও সমালোচনা।
প্রাচীনকাল থেকেই মানুষ আত্মাসচেতনতা ও মনোসংযোগ বৃদ্ধির জন্য ধ্যান বা মেডিটেশনকে বিশেষ মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছে। ইদানিংকালে “সিলভা মেথড”, “কোয়ান্টাম মেথড”, “আর্ট অফ লিভিং”, “যোগাসন”, “প্রাণায়ন” ইত্যাদির মাধ্যমে মানুষ তার মন ও মস্তিষ্কের বিক্ষিপ্ত চিন্তা ও চেতনাকে নিয়ন্ত্রনের মাধ্যমে দৈনন্দিন জীবনকে আরও সুসংহত ও সুশৃঙ্খল করার অনুপ্রেরণা পাচ্ছে। যা মূলতঃ এক ধরণের মেডিটেশন। আজকাল আত্ম উন্নয়নের স্বীকৃত, পরীক্ষিত ও বিজ্ঞানসম্মত পথ হিসেবে মেডিটেশনকে বিবেচনা করা হচ্ছে।
অনেক মহাসাধক ও মহাপুরুষ ঐশ্বরিক জ্ঞানলাভ ও ঈশ্বরের নৈকট্য লাভের জন্য ধ্যান করতেন। মুনি-ঋষি, সাধু-ফকির, আউলিয়া-দরবেশ, পীর-পয়গম্বর অনেকেই নিজের গোত্রের ও আপামর মানুষের মঙ্গলের জন্য বনে-জঙ্গলে, পাহাড়-পর্বতের গুহায় কিংবা নির্জন স্থানে ধ্যানমগ্ন হতেন। আত্মার মুক্তি, ঈশ্বর চিন্তা ও মানব কল্যাণই ছিল তাঁদের ধ্যানের মূল লক্ষ্য। কেউ কেউ আপন উদ্দেশ্য ও ইচ্ছা চরিতার্থ করার জন্যেও এই পথ বেছে নিয়েছিলেন।
ধ্যানে মগ্ন থাকা উচ্চ পর্যায়ের নীরবতাই হলো মেডিটেশন। ধ্যনের মূল উদ্দেশ্য মন ও মস্তিষ্কের নিয়ন্ত্রণ, বাস্তবতার খোলস ছেড়ে অপরবাস্তবকে উপলব্ধি করা। কেউ কেউ ধ্যনের মাধ্যমে সিদ্ধিলাভেরও চেষ্টা করেন। কেউ আবার সৃষ্টি বা জীবনের রহস্য খুঁজতে থাকেন। যদিও ধ্যান, নীরবতা, মৌনতা ও মেডিটেশন সম্পূর্ণ এক জিনিষ নয় তাই এগুলোর তুলনামূলক বিশ্লেষণ করতে গেলে আরও বেশী গবেষনা ও বিস্তারিত আলোচনা দাবী করে। আমি আমার লেখা ধ্যান ও নীরবতার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই। তাছাড়া এ বিষয়ে নিজের সম্যক জ্ঞানের দৈন্যতাও স্বীকার করে নিচ্ছি।
ধ্যান এক প্রকার মানসিক শক্তি যা মনের অন্তর্নিহীত ইচ্ছা ও ইন্দ্রিয়কে জয় করার ক্ষমতা রাখে। ধ্যানের মাধ্যমে মানুষ মন ও মস্তিষ্কের সকল চিন্তা ও চেতনাকে দেহগত অবস্থান থেকে মনোজাগতিক বা কাল্পনিক অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে যার উদ্দ্যেশ্য প্রশান্তি লাভ। ধ্যান একপর্যায়ে দেহের যাবতীয় স্বাভাবিক অনুভূতিকে সাময়িকভাবে নিষ্ক্রিয় বা অচল করে দেয়। প্রকৃত ধ্যানমগ্ন মানুষ তার আহার, নিদ্রা, কাম, রিপু সবকিছু ভুলে অন্য এক জগতে চলে যায়। পক্ষান্তরে নীরবতা মানুষের ইন্দ্রিয়গত স্থিতিশীলতা ও মানসিক প্রশান্তি এনে দেয়। মস্তিষ্কের এলোমেলো চিন্তা, মনের বিক্ষিপ্ত ভাবনা ও কাল্পনিক জগতে বিচরণের প্রবণতাকে নিয়ন্ত্রিত করে। দীর্ঘ নীরবতা দেহ, মন ও আত্মার উপলদ্ধিগত শুদ্ধতা আনে, ক্লান্তি দূর করে।
নীরবতা নিঃসন্দেহে মানুষের বেঁচে থাকার জন্য আবশ্যকীয় উপাদান যেমন বাতাস, পানি ও সূর্যের আলো। নীরবতা অদৃশ্যমান এক নিরেট বাস্তব যা সত্যিকার অর্থে পাশ কাটিয়ে যাওয়া অসম্ভব। নীরবতা আমাদের জীবনের সাথে এমনভাবে মিশে আছে যে সেটাকে আলাদা করে দেখার বা ভাববার বিষয় মাথাতেই আসেনা। নীরবতা এমন এক সক্ষ্ণ আর স্পর্শকাতর বিষয় যাকে বাদ দিয়ে আমাদের জীবন কখনও পূর্ণতা পায় না।
প্রতিনিয়ত আমরা শব্দদূষণের শিকার। নীরবতা আমাদের চারিপাশের শব্দদূষণ কমাতে সাহায্য করে। কথা বলার সময় যে এর মূল্য কত তা আমরা খুব ভাল করে বুঝতে পারি। আমরা সবাই যখন কথা বলি তখন কেউ কারও কথা শুনতে পারলেও বুঝতে পারি না। তাই কারও কথা বুঝতে হলে অন্য সবার নীরব থাকা প্রয়োজন। নীরবতা আমাদের শিক্ষা দেয় কিভাবে কথা বলতে হয়, কখন থামতে হয়। কিভাবে কথা শুরু করতে হয়, শুরুর আগে কথা কিভাবে গোছাতে হয়। নীরবতা কথার ব্যাংক, প্রয়োজনে কথার যোগান দেয়। নীরবতা মানুষকে কথার গভীরে যেতে সাহায্য করে। সাহায্য করে অন্যের কথা বুঝতে এবং সেই কথার সঠিক জবাব দিতে। একজন গানের ওস্তাদ রসিকতা করে তাঁর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছিলেন, "গলা সাধার আগে জানতে হবে কোথায় গলা ছাড়তে হবে। শুধু গান গাইলেই হবে না, জানতে হবে গানের কোথায় থামতে হবে- সেটা না জানলে গান হবেনা"। শান্ত ও নিরিবিলি পরিবেশ মানুষের চিরন্তন কাম্য। এমন নয় যে চারিদিকে পিন পতন শব্দের নীরবতা থাকতে হবে। তবে শান্ত শীতল দিঘীর জলের মতো নীরব নিথর পরিবেশ বিরাজ করুক এটা সকলেই চাইবে।
শুধু শব্দের বিচারে নীরবতাকে মূল্যায়ন করলে এর প্রকৃত ভাব বা ব্যঞ্জনাকে তাচ্ছিল্য করা হবে। নীরবতার নিজস্ব একটা আবেদন বা স্বত্ত্বা আছে আর তা হলো কথা বা বচনের মূল চালিকা শক্তি হিসেবে বক্তৃতা বা বর্ণনাকে শ্রুতিমধুর করা। কথার মাঝে দম নেয়া এক ধরনের নীরবতা। হঠাৎ আচমকা কিছু একটা ঘটে গেলে নীরবতা আসে। কোন আপনজনের দুঃসংবাদ মানুষকে হঠাৎ নির্বাক বা নীরব করে দিতে পারে। গল্পে, গানে, চলচিত্রে, প্রামান্যচিত্রে, নাটকে, আবৃত্তিতে, ছড়া, কবিতায় সর্বত্রই নীরবতার সরব উপস্থিতি। মূকাভিনয় বা 'মাইম' নীরবতার নান্দনিক উপস্থাপন। আলোকচিত্রে আলো-ছায়ার নীরব খেলা, চিত্রকলায় রং-তুলির নীরব ছোঁয়া, সবই নীরবতার বিমূর্ত উপস্থিতি। প্রকৃতি আর মানুষের মাঝেও অদৃশ্য এক নীরবতার নিবিড় বন্ধন ওয়েছে যাকে আমরা বলি 'ন্যাচারাল ইকো সিস্টেম'। বিশ্বব্রহ্মান্ড আর মহাকাশ জুড়েও রয়েছে অসীম নীরবতা। চন্দ্র, সূর্য ও নক্ষত্রের মাঝেও রয়েছে নীরব পালাবদলের খেলা। মেঘের গর্জনেও আছে নীরবতা। জোনাকির আলোতেও নীরব বিরতি। কোকিলের ডাকেও রয়েছে দুপুরের নির্জন নীরবতা।
নীরবতাকে একটা দীঘির প্রাত্যহিক পর্যবেক্ষণ কেন্দ্রভাবতে পারি। খুব ভোরে ঐ দীঘির জল দেখতে স্ফটিকের ন্যয় স্বচ্ছ, তলদেশ পর্যন্ত দেখা সম্ভব। রাতভর দীঘি তার জলে এই সাম্য শক্তিটুকু জমা করে। সময় বাড়ার সাথে সাথে মানুষ আসে- গোছল করে, কাপড় কাচে, মাছ ধরে। পশু পাখী আসে- জল খায়, জলকেলি করে। দল বেঁধে ছেলেরা আসে- জলে দাপাদাপি করে, পাথড় ছুঁড়ে মারে। আস্তে আস্তে দিনের কোলাহল বাড়তে থাকে, দীঘির শান্ত রূপ পাল্টে যায়। পুরো এলাকার পরিবেশ এলোমেলো হয়ে যায়। দীঘির জল কাদা মাটিতে ঘোলা হয়। দীঘির নীরবতা ভঙ্গ হয়। দীঘির কিছুই করার থাকে না।
ঠিক একই ভাবে সকালে যখন আমাদের ঘুম ভাঙ্গে মস্তিষ্ক ও মন তখন শান্ত থাকে। সময়ের নিমিত্তে ও প্রয়োজনের তাগিদে মস্তিষ্ক যখন মনকে নির্দেশ দিতে থাকে এটা কর, ওটা কর- এটা করতে হবে, ওটা করতে হবে তখন মনের রূপ বদলাতে থাকে। তার উপর সংসারের নানা ঝামেলা, অফিসের কাজ, পরিবারিক চাহিদা অন্যান্য সবকিছু মিলিয়ে মনটা স্বাভাবিক কারণেই অশান্ত হয়ে ওঠে। মনের মধ্যে এক ধরনের বিরক্তির উদ্রেক হয়। তখন অবশ্যই মস্তিষ্ক ও মনের নীরবতা ভঙ্গ হয়।
তাহলে কি বলা যায় ঐ দীঘিতে গোছল করা অন্যায়, মাছ ধরা অপরাধ। কিংবা আমরা প্রতিদিন যা যা করছি তা করা অনুচিত। মোটেও না। আসল কথা হলো সবকিছুর মধ্যেই একটা নীরবতা বা বিরতি থাকা দরকার। আর এই নীরবতাই অন্য সব কাজের প্রক্রিয়াকে স্বাভাবিক লয়ে নিয়ে আসে। ঐক্যতান রচনা করে। মস্তিষ্ক ও মনের অতিরিক্ত পীড়া থেকে অব্যাহতি দেয়। আত্মা ও মনের প্রশান্তি এনে দেয়। মানুষ ইচ্ছা করে নীরবতা না ভাঙ্গলেও প্রয়োজন ও তাগিদ নিরন্তন তা ভেঙ্গে দেয়। ফলে পরিবেশ ও পারিপার্শি্বক অবস্থা অস্থির ও অশান্ত হয়ে ওঠে।
কানের যেমন শব্দদূষন থেকে রেহাই দরকার তেমনি মন ও মস্তিষ্কেরও অহেতুক উত্তেজনা ও বিরক্তিকর পরিস্থিতি থেকে বিশ্রাম দরকার। দুটোর জন্যই প্রয়োজন ক্ষণিক নীরবতা। নীরবতা সম্পূর্ন উপলব্ধির ব্যাপার। সকালের সেই দীঘির শান্ত জলের মতো প্রতিটি মানুষের মন ও মস্তিষ্ক নীরবতার আবেশে অটুট থাকতে চায়। চীৎকার চেচামেচি করে নয়, নীরবতা দিয়েই নিজের অবস্থান বোঝানোর চেষ্টা করা প্রয়োজন। অন্যের ও নিজের কথা বলা বা শোনার জন্য নীরবতার চেয়ে ভাল মাধ্যম আর আছে কিনা জানা নেই। সবাই সবাইকে উপলব্ধি করার জন্য একটু নীরবতা ভীষণ প্রয়োজন। কেউ নীরব না থাকলে কারও কথা শুনবো কি করে। আমার আপনার নীরবতা মানেই অন্যকে বলতে সুযোগ দেয়া। অন্যকে বুঝতে পারা। নীরবতা আমাদের পরম মিত্র।
আগের পোস্টের লিংকঃ
Click This Link
(বিবর্তনবাদী'র মেডিটেশন বিষয়ক পোস্টটা পড়ে পুরোনো লেখা পুনরায় পোস্ট করলাম। কিছুটা সংশোধিত)
২|
২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৩
বিবর্তনবাদী বলেছেন: সরাসরি প্রিয়তে।
৩|
২০ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৮
দস্যু বনহুর বলেছেন: একটা কথা, মেডিটেশন পদ্ধতির সাফল্য একটি নির্দিষ্ট সীমার মধ্যে। “সিলভা মেথড”, “কোয়ান্টাম মেথড” নাম দিয়া এর মাধ্যমে অসাধ্য সাধনের দাবী করা বুজরুকি ছাড়া কিছু নয় । নৌকারে "এরোপ্লেন" নাম দিলে সেইটা তো আর আকাশে উড়বনা।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫৩
কালপুরুষ বলেছেন: মানুষ কি না পারে। সূফী দরবেশও হতে পারে আবার দস্যু বনহুরও হতে পারে। মানুষ রকেট চালিয়ে চন্দ্রে যেতে পারে, সমুদ্রের নীচে সাবমেরিন চালাতে পারে। তবে কেন মানুষ নিজের মনের শক্তিকে কাজে লাগিয়ে নিজের দুর্বলতাগুলোকে মেরামত করতে পারবে না? কেন নিজের ভেতরের ইচ্ছা আর আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন বা নিয়ন্ত্রণ করতে পারবে না? পদ্ধতির নাম যাই হোকনা কেন কাজতো আত্মনিয়ন্ত্রণ বা মনের উপর নিয়ন্ত্রণ। নৌকার নাম শখ করে "ময়ুরপঙ্খী" রাখলেই বা ক্ষতি কী আর কলকব্জার তৈরী প্লেনকে থাই এয়ারওয়েজ "স্মুথ এ্যাজ সিল্ক" বললেই বা ক্ষতি কী? সবই দৃষ্টিভঙ্গির ব্যাপার। যে যার অবস্থানে যা দেখতে পায় সেটাই তার কাছে সত্যি। আমি হেরা পর্বত দেখিনি তাই বলে আমাদের নবী (সঃ)'র হেরা পর্বতের গুহায় বসে ধ্যান করা মিথ্যে হয়ে যাবেনা। তিব্বতের ঠান্ডা বরফের গুহায় খালি গায়ে শরীরের উষ্ণতা দিয়ে কাপড় শুকানো মিথ্যে হয়ে যাবেনা। যে যার কঠিন ও অবিশ্বাস্য সব অভ্যাসে রপ্ত হলেও অন্যের কাছে তা দুঃস্বপ্ন বা অলৌকিক মনেই হতে পারে। সেই কারণেইতো মানুষ এক ও অনন্য সৃষ্টি। একজন মানুষই ম্যাজিসিয়ান হতে পারে, আবার হতে পারে একজন সাধারণ দর্শক। হিংস্র বাঘ/সিংহ পোষ মানাতে পারে আবার ওদের হাতে জীবনও দিতেপারে। বাবুই পাখীর বাসা, মৌমাছির চাক- নিপূণ সব শিল্পকর্ম সামান্য পাখী আর পতঙ্গ করতে পারলে মানুষের পক্ষেও অনেককিছু করা সম্ভব।
৪|
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৩:২৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: প্রিয়তে.......
অনেক অনেক ভালো লাগলো।
আশাকরি ভালো আছেন।
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে..........।
৫|
২০ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:৫৫
অক্ষর বলেছেন: নীরবতা, ধ্যান ও মেডিটেশন আমার ভালো লাগে না
৬|
২১ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:০০
উত্তরাধিকার বলেছেন:
পুনঃপ্রকাশে নতুন সাজ।
ভালো লাগলো দাদা।
শুভেচ্ছা নিন।
৭|
২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৭
রেটিং বলেছেন: বেশ ভাল লাগল কালপুরুষ দা
৮|
২২ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৪২
আমি ও আমরা বলেছেন: আজ রাতের খোড়াক আমার এই লিখাটা।
৯|
২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৬
নুশেরা বলেছেন: সুন্দর লিখেছেন, মন্তব্যের ব্যাখ্যাও খুব ভাল লাগল।
এই বিষয়টাতে আগ্রহ ছিল না, জানতামও না এতকিছু। আপনার লেখা পড়ে মেডিটেশনের সঙ্গে কারাতে (এককালে শিখেছি) ক্লাস শুরু হবার আগে নিয়মমাফিক করা "জেন" (ধ্যান) এর মিল পেলাম। ওটা আসলেই কনসেনট্রেশন বাড়াত, চোটজখমের আশঙ্কা কমাত।
১০|
২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:০০
কেএসআমীন বলেছেন: বাহ্ চমৎকার লেখা। দাদা কেমন আছেন?
আপনার এই পুরান ছবিটা বদলালে ভাল হবে। অনেকে মেয়ে মনে করে কনফিউজড হবেন...
১১|
২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:০৯
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: কোন মেটেরিয়ালস দিতে পারবেন প্লিয ...
আমি আপাতত কোর্স করতে চাচ্ছি না ...
কিন্তু বই থেকে পড়াশোনা করতে চাচ্ছি ...
২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০১
কালপুরুষ বলেছেন: আমার কাছে ম্যাটেরিয়ালস যা আছে তা প্রিন্টেড ফর্মে ও বই আকারে। বই থেকে টাইপ করা আমার কাছে ভীষণ বিরক্তিকর ব্যাপার আর সময়েরও ব্যাপার। তাই মেডিটেশন সম্পর্কে অনেক বিজ্ঞ ও জ্ঞানীগুনী মানুষের বক্তব্যগুলো স্ক্যান করে ধারাবাহিক ভাবে দিতে পারি। তবে সেটা হয়তো কষ্ট করে পড়তে হবে। নমুনা হিসেবে দিতে পারি। পড়তে অসুবিধা না হলে নিয়মিতভাবে দেয়া যাবে।
১২|
২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১১
রুখসানা তাজীন বলেছেন: শান্ত, সুন্দর বর্ণনা। নীরব দীঘির টলটলে জলের মত।
১৩|
২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৬
আন্দালীব বলেছেন: কৌতুহলোদ্দীপক বিষয়....
সময় নিয়ে ধীরস্থিরে পড়তে হবে।
১৪|
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪০
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: জ্ঞানী গুনীর মন্তব্য চাই না ...
কোর্স মেটেরিয়াল চাই ...
পিডিএফ অথবা ডক থাকলে দিয়েন...
২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
কালপুরুষ বলেছেন: আপনার জন্য স্ক্যান করছি কিছু ম্যাটেরিয়াল।
১৫|
২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫০
জাতক বলেছেন: কোর্স মেটেরিয়াল পাবেন এখানে......
১৬|
২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫২
জাতক বলেছেন: কালপুরুষদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার বর্ণনার জন্য।
ভাল থাকবেন।
২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
কালপুরুষ বলেছেন: ধন্যবাদ লিংকটা দেবার জন্য।
১৭|
১৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৯
মাহবুবুল আলম লীংকন বলেছেন: দারুন।
১৮|
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১১
এস.আর.এফ খাঁন বলেছেন: ভালো!
১৯|
০২ রা মার্চ, ২০০৯ রাত ১০:০৭
শত রুপা বলেছেন: হে মন তুমি নীরব হও।
২০|
০২ রা মার্চ, ২০০৯ রাত ১০:২১
পাপী বলেছেন: ধন্যবাদ! সুন্দর লেখা!
২১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:১৫
জ্যোস্নার ফুল বলেছেন:
ধ্যান
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৯
আবু সালেহ বলেছেন:

পরে পড়মু...তারপর কিছু কমু...