![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ন্যায়ে সন্ধানে, আকাশে উড়িয়ে শান্তির নিশান। মুক্তমনে উদার কণ্ঠে, গেয়ে যাবো সত্যের জয়গান।
মাগো, আমার হুহুকার আর্তনাদের চিৎকার শুনতে পাচ্ছে?
হায়নারা আমার নিষ্পাপ দেহটাকে ক্ষত বিক্ষত করছে!
অনেক চেষ্টা করেছি এই হিংস্র পশুদের হস্ত থেকে বাঁচতে,
বলো মা, পশুর থাবা থেকে রক্ষা পাওয়া কি যেমন তেমন?
ওরা আমার গাত্রগোস্ত টেনে হেচড়ে ছিড়ে ছিড়ে খাচ্ছিল,
আমি আত্মহুতির বীভৎস চিৎকার দিয়ে তোলপার করেছি।
নাহ, কেউ শুনেনি আমার বুকফাটা আর্তনাদী চিৎকার!
জানো মা, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম এই নিষ্ঠুর ধরায়,
কিন্তু আমাকে বাঁচতে দেয়নি ওদের চেতনাঘাতের ভয়ে।
আমার জীবন যখন যায় যায় শেষান্তের দ্বারে অপেক্ষামান,
ওরা তখনো আমার এই নিথর দেহদিকে ছেড়ে দিচ্ছিল না।
জানো মা, আমি সত্যিই বাঁচতে চেয়েছিলাম শুধু তোমার জন্য!
কিন্তু ওরা আমাকে বাঁচতে দেয়নি ওদের স্বার্থাঘাতের ভয়ে।
.
হ-য-ব-র-ল কবিতা : 'আমি বাঁচতে চেয়েছিলা
–কাওছার আজাদ (হাবীব)
©somewhere in net ltd.