![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হবে না,আমি বুঝে গেছি, আমি সত্য মূর্খ, আকাঠ! সচ্চরিত্র ফুল আমি যত বাগানের মোড়ে লিখতে যাই, দেখি আমার কলম খুলে পড়ে যায় বিষ পিঁপড়ে, বিষের পুতুল!© আমার নিজের লেখা ও তোলা ছবি, যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না। ©আমার মেইল এড্রেস [email protected]
আজ ১ জুন ২০১৩ প্রকাশিত হলো দেশের প্রথম অনলাইন সিনে ম্যাগাজিন (ত্রৈমাসিক) 'মুখ ও মুখোশ' । প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর নামানুসারে প্রথম বাংলা অনলাইন সিনে ম্যাগাজিনের নামকরণের পেছনে যৗক্তিক কিছু কারন রয়েছে। বাংলা চলচ্চিত্র অনেক চড়াই উতড়াই পেরিয়ে এই দশকে যেনো আবার নতুন করে যাত্রা শুরু করলো। আমাদের চলচ্চিত্রকে শিল্প ঘোষণা, চলচ্চিত্রে সুস্থ পরিবেশ ফিরে আসা, নতুন প্রতিভাবান মুখের আনাগোনা যেনো চলচ্চিত্রে এক নতুন দিনের আশার কথাই শোনাচ্ছে আমাদের। চলচ্চিত্র নিয়ে বেশ কিছু ম্যাগাজিন থাকলেও অনলাইনে পূর্নাঙ্গরুপে ‘মুখ ও মুখোশ'-ই প্রথম ম্যাগাজিন। মুখ ও মুখোশ কিছু তরুনের স্বপ্ন। কিছু তরুন; যারা ১৬ কোটি মানুষের কথা বলে।
বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন সিনে ম্যাগাজিনে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে মানসম্পন্ন ফিচার, রিভিউ এবং খবর প্রকাশ করার। যেহেতু আমরা শুধু ঢালিউডের চলচ্চিত্রই নয়, বরং বিদেশী অনেক চলচ্চিত্র দেখে থাকি, তাই ঢালিউডের পাশাপাশি হলিউড, বলিউড এবং বিশ্বের অন্যান্য দেশের চলচ্চিত্র সম্পর্কে তথ্য ও রিভিউ দিয়ে ম্যাগাজিনকে সাজানো হয়েছে। এছাড়াও সিনেমা নির্মানে ইচ্ছুক তরুনদের জন্য রয়েছে ফিল্মমেকিং বিভাগ। রয়েছে তরুনদের ফিল্ম নিয়ে আলাদা বিভাগ- ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম।
আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটুকু ঢেলে দেয়ার জন্য। জনশক্তি, অর্থ, সময়ের স্বল্পতা স্বত্বেও আমাদের চেষ্টার কোন ত্রুটি থাকেনি মুখ ও মুখোশকে একটি আন্তর্জাতিক সিনে ম্যাগাজিন এর মতো করে সাজানোয়। আশা করছি আপনাদের ভালো লাগবে।
মুখ ও মুখোশ ত্রৈমাসিক সিনে ম্যাগাজিন হলেও এটি প্রতি সপ্তাহে খবর দিয়ে হালানাগাদ হবে। প্রতি সপ্তাহের সিনেমা সম্পর্কিত তথ্য পেতে মুখ ও মুখোশে চোখ রাখুন।
মুখ ও মুখোশ ম্যাগাজিনের লিংক
ফেসবুকে মুখ ও মুখোশ এর সঙ্গে থাকুন
০১ লা জুন, ২০১৩ রাত ৯:৫৫
কাউসার রুশো বলেছেন: অবশ্যই চেষ্টা থাকবে। আপনাদের পাশে চাই।
ধন্যবাদ
২| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
হাসান মাহবুব বলেছেন: দেখলাম। দারুণ হৈছে। শুভকামনা।
০১ লা জুন, ২০১৩ রাত ৯:৫৮
কাউসার রুশো বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই।
আশা করি ম্যাগাজিনে আপনার লেখা পাবো
৩| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
শাওণ_পাগলা বলেছেন:
০১ লা জুন, ২০১৩ রাত ১০:০২
কাউসার রুশো বলেছেন:
৪| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
টানিম বলেছেন:
০১ লা জুন, ২০১৩ রাত ১০:০৩
কাউসার রুশো বলেছেন:
৫| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
নুর ফ্য়জুর রেজা বলেছেন: যাত্রা শুভ হোক।
০১ লা জুন, ২০১৩ রাত ১০:০৩
কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ। আশা করি পড়ে মতামত জানাবেন
৬| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
আমিনুর রহমান বলেছেন:
শুভ কামনা রইল ।
০১ লা জুন, ২০১৩ রাত ১০:০৩
কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ। আশা করি পড়ে মতামত জানাবেন
৭| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:৩৪
রাতুল_শাহ বলেছেন: দারুণ একটা কাজ হইছে ভাই
শুভ কামনা রইলো
০১ লা জুন, ২০১৩ রাত ১০:০৪
কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ রাতুল। আশা করি পড়ে মতামত জানাবে
৮| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:৩২
রাতুল_শাহ বলেছেন: ভাই সদস্য হওয়ার সুযোগ আছে?
গ্রাহক হওয়ার জন্য ইমেইল দিলাম, কিন্তু ইনবক্সে কিছুই পেলাম না।
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৫০
কাউসার রুশো বলেছেন: এখন থেকে মেইল পাবে।
৯| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:৩৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: গ্রাহক হওয়ার অপশনটা হয়ত কাজ করছে না ভাই -
আমার কাছে ভালা লাগছে সাইট টা - নতুনত্ব আছে
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৫২
কাউসার রুশো বলেছেন: কাজ করছে। কিন্তু ফিরতি কোন মেইল পাচ্ছিলেন না তখন। এখন পাবেন
ধন্যবাদ
১০| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৪০
সাজিদ ঢাকা বলেছেন:
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৫২
কাউসার রুশো বলেছেন:
১১| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:৪২
উৎস১৯৮৯ বলেছেন: খুব ভাল হয়েছে ভাই। আপনাদের জন্য শুভকামনা।
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৫৩
কাউসার রুশো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
১২| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:৪১
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: মুখ ও মুখোশের জন্য অনেক শুভকামনা
০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
কাউসার রুশো বলেছেন: অনেক ধন্যবাদ। জানাবেন কেমন লাগলো
১৩| ০২ রা জুন, ২০১৩ রাত ৯:২১
মোঃমোজাম হক বলেছেন: এনালগ টাইমে চিত্রালী/পূর্বানী পড়তাম।ডিজিটাল যুগে "মুখ ও মুখোশ" দেখে চমকিত হলাম।মোটামুটি চোখ বুলিয়েই ভাল লেগে গেল।এতো সুন্দর কাজের জন্য ধন্যবাদ।
নিয়মিত সংখ্যাগুলি পড়তে হলে কি সদস্য হতে হবে?
০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
কাউসার রুশো বলেছেন: না হলেও চলবে। তবে সদস্য হলে ভব্যিষতে কিছু সুবিধা পাবেন। সুবিধাগুলো কী কী এটা আপাতত সারপ্রাইজ হিসেবে থাকুক।
ধন্যবাদ
১৪| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:২২
আদিম পুরুষ বলেছেন: শুভ কামনা।
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:০২
কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ। পড়ে জানাবেন কেমন লাগলো
১৫| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৩৮
শিপু ভাই বলেছেন:
অভিনন্দন রুশো ভাই!!!
দারুন কাজ করেছেন!!!
শুভকামনা সব সময়!!!
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:০৩
কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ শিপু ভাই।
পড়ে জানাবেন কেমন লাগলো
১৬| ০৩ রা জুন, ২০১৩ রাত ২:১৭
মামুন হতভাগা বলেছেন: শুভ কামনা থাকল ভাই
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:০৩
কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ।
পড়ে জানাবেন কেমন লাগলো
১৭| ০৩ রা জুন, ২০১৩ রাত ৩:২০
বোকামন বলেছেন: শুভ কামনা
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:০৩
কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ।
পড়ে জানাবেন কেমন লাগলো
১৮| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৪৯
শিপু ভাই বলেছেন:
লোড হয় না তো!!!
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৭:৩৪
কাউসার রুশো বলেছেন: এখন হচ্ছে
১৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:২০
মামুন রশিদ বলেছেন: শুভ কামনা 'মুখ ও মুখোশ' ।
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৭:৩৪
কাউসার রুশো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
পড়ে জানাবেন কেমন লাগলো
২০| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫২
অর্পণ! বলেছেন:
আপনে সিনেমাখোর গ্রুপের ইজ্জত বাঁচাইছেন !
যার ব্লগেই যাই সব ব্যান খাওয়া !
নাফিজ , ফেলুদা, নোবিতা
০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৩৭
কাউসার রুশো বলেছেন: কন কী?? ব্যান খাওয়া মানে??
২১| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৪০
মুনতা বলেছেন: শুভকামনা সব সময়ের জন্য।
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:১১
কাউসার রুশো বলেছেন: অনেক ধন্যবাদ
২২| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৯
তানজিয়া মোবারক মণীষা বলেছেন: ভালো সংবাদ, অনলাইনে ভালো সিনে ম্যাগাজিন নাই। এটা যেন মানসম্মত হয় সেই আশা থাকলো।
১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৯
কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ
২৩| ১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৬:২৫
অভিপ্রায় বলেছেন: অনেক সুন্দর, ভালো লেগেছে। ফেইসবুক লাইক দিয়ে দিলাম। সদস্য হওয়ার কোনো অপশন দেখলাম না।
১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
কাউসার রুশো বলেছেন: সদস্য হওয়ার অপশনটি উঠিয়ে নেয়া হয়েছে। ফৈসবুকে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২
ধূসরধ্রুব বলেছেন: বাংলাদেশে ভাল মানের কোন সিনে ম্যাগাজিন নাই । অনলাইনে তো নাইই । মুখ ও মুখোশের কাছে প্রত্যাশা থাকল ভাল মানের একটা ম্যাগাজিন হিসেবে যে দাঁড়িয়ে যায়