![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাবছর মুসলিমরা ব্যস্ত ভিন্ন অনৈক্য নিয়ে। শিয়া-সুন্নি, মাযহাবসহ নানান বিভেদ। সবাই ব্যস্ত তাদেরটাকে প্রতিষ্ঠিত করতে। কিন্তু আজ কি খেয়াল করেছেন সারা বিশ্বের ২৫ লক্ষ মুসলমান আজ িএকই সাথে, কাঁধে কাঁধ মিলিয়ে এক আল্লাহর গুণকীর্তন করছেন। যেখানে নেই কোন ভেদাভেদ নেই কোন অভেদ বিদ্বেষ ভুলে েএক আ্লাহ আর তাঁর রাসুলে উম্মত। এটাই প্রকৃত ইসলাম। এটাই ইসলামের শিক্ষা। আজ কোন বিভেদ নেই । থাকবেও না। কেন জানেন? আজ সবাই এখানে এসে ভাবছে । তাঁরা সবাই এক আল্লাহর গোলাম। আল্লাহ আমাদের হজ্জের শিক্ষা হাজি ভাইদের মাঝে ধরে রাখার তৌফিক দিন আমিন।
২| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: কোথাও আজ মানবনতা নেই।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
অদৃশ্য প্রতিভা বলেছেন: বলে লাভ কি?